বিনোদন ফিল্ম সোসাইটির সুবর্ণজয়ন্তী
শহরে আজ শুরু চলচ্চিত্র উৎসব
জ, শনিবার থেকে শুরু হতে চলেছে মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটির সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন। এই উপলক্ষে বেশ কিছু কর্মসূচিও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সেমিনার, চলচ্চিত্র উৎসব। সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠান হবে। উপস্থিত থাকার কথা পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, জেলাশাসক গুলাম আলি আনসারি, সভাধিপতি উত্তরা সিংহ, বিধায়ক মৃগেন মাইতি প্রমুখের। উদ্বোধন অনুষ্ঠানের পর এক সেমিনার হবে। বিষয় ‘ফিল্ম সোসাইটি আন্দোলন অতীত বর্তমান ও ভবিষ্যৎ’। আর তারপর হবে ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ২৬ থেকে ৩০ অক্টোবর, এই পাঁচ দিনে ৫টি সিনেমা দেখানো হবে। বিদেশের যে সিনেমাগুলো ইতিমধ্যে প্রশংসিত। সোসাইটি সূত্রে খবর, সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন সামনে রেখে তিনটি পর্যায়ে চলচ্চিত্র উৎসব হবে। শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ দিয়ে। এরপর আগামী বছরের গোড়ায় ‘শিশু চলচ্চিত্র উৎসব’ হবে। তারপর জুলাই মাসে ‘এপার বাংলা-ওপার বাংলা চলচ্চিত্র উৎসব’ হবে।
আজ থেকে ৫০ বছর আগে, ১৯৬৩ সালে সংস্কৃতিমনস্ক কয়েকজন যুবকের উদ্যোগে গড়ে উঠেছিল মেদিনীপুর ফিল্ম সোসাইটি। নেতৃত্বে ছিলেন মেদিনীপুর কলেজের অধ্যাপক অনিমেষ পাল। ১৯৬৩ সালের ঠিক কবে সোসাইটি প্রতিষ্ঠিত হয়, তা এখনও অজানা। তবে যেটা জানা তা হল, ওই বছরের অগস্টে একদিন সোসাইটির উদ্যোগে প্রথম সিনেমা দেখানো হয় তৎকালীন জেলাশাসক শিবপ্রসাদ সমাদ্দারের বাংলোয়। প্রদর্শিত হয় আইজেনস্টাইনের ‘ব্যাটেলশিপ পোটেমকিন’।

সেজে উঠেছে মেদিনীপুর শহরের ফ্লিম সোসাইটি হল। —নিজস্ব চিত্র।
শুরুর কথা ভাবলে টুকরো-টুকরো কত স্মৃতি মনে পড়ে সোসাইটির অন্যতম সদস্য শিবাংশু বসুর। সোসাইটির জন্য প্রথম আলমারি কেনা, প্রথম প্রোজেক্টর কেনা, অফিসঘর তৈরির জন্য জমি দেখা, আরও কত কী। মেদিনীপুর কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিবাংশুবাবুর কথায়, “তখন সোসাইটির নিজস্ব অফিসঘর ছিল না। মেদিনীপুর কলেজের অধ্যাপক অনিমেষ পালের বাড়িই অফিসঘর হিসেবে ব্যবহৃত হত। প্রথম আলমারি কেনার কথাটা খুব মনে পড়ছে। ৩০ টাকা দিয়ে আলমারিটা কেনা হয়েছিল। তার কয়েক বছর পর ১৬ মিলিমিটারের প্রোজেক্টর কেনা হল। তখন দাম ছিল ১২ হাজার ৫০০ টাকা।”
আশির দশকের মাঝামাঝি অফিস তৈরির জন্য জমির লিজ পায় সোসাইটি। পরে সেখানে অফিস ভবন তৈরির কাজ শুরু হয়। তৈরি হয় অডিটোরিয়ামও। সব মিলিয়ে ৩২০ জন দর্শক বসার ব্যবস্থা রয়েছে এখানে। এক সময়ে যে সংস্থাকে সিনেমা দেখানোর জন্য প্রোজেক্টর ভাড়া করতে হত, এখন সেই সংস্থার একটি ১৬ মিলিমিটার প্রোজেক্টর, দু’টি ৩৫ মিলিমিটার প্রোজেক্টর, একটি সিনেমাস্কোপ লেন্স থেকে এলসিডি, মাল্টিমিডিয়া প্রোজেক্টর, ভিসিড, ডিভিডি-সবই রয়েছে। সোসাইটির এক সদস্যের কথায়, “শুধু ফিল্ম তৈরি ছাড়া, একটা ফিল্ম দেখানোর জন্য যা কিছু প্রয়োজন, আমাদের কাছে তার সবই আছে।” নব্বইয়ের দশকের গোড়ায় সোসাইটি ভবনের শিলান্যাস হয়েছিল। তারপর কাজ শুরু হয়। তবে, এখনও এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। পরিকাঠামো তৈরির কিছু কাজ এখনও বাকি রয়েছে।
একটা সময়ে খুব বেছে সদস্য নেওয়া হত। ফিল্ম সোসাইটির সদস্য হওয়াটা বিশেষ মর্যাদার বলে গণ্য হত। ফিল্ম সোসাইটি যখন পথ চলা শুরু করে, তখন মেদিনীপুরে দু’টি সিনেমা হল ছিল। একটি ‘হরি’। অন্যটি ‘অরোরা’। পরে ‘মহুয়া’ হল চালু হয়। সিনেমা দেখানোর জন্য হল ভাড়া করতে খরচ হত ৫০- ৬০ টাকা। সোসাইটির উদ্যোগে শো হত রবিবার সকালে। শিবাংশুবাবু বলছিলেন, “তখন ফিল্ম সোসাইটির পুঁজি বলতে ছিল কিছু ‘সিনেমা-পাগল’ লোকের চিন্তাভাবনা, আগ্রহ এবং শ্রম। আমরা ছিলাম সিনেমার পোকা। ভাল সিনেমা হলেই দেখতাম।” সোসাইটির উদ্যোগে ‘চলচ্চিত্র উৎসবও’ হত। কখনও ‘চার্লি চ্যাপলিন ফিল্ম ফেস্টিভ্যাল’ হয়েছে। কখনও ‘ঋত্বিক ঘটক ফিল্ম ফেস্টিভ্যাল’ হয়েছে। শুরুতে মেদিনীপুর ফিল্ম সোসাইটির সভাপতি ছিলেন সভাপতি ছিলেন সৌরীন রায়। সম্পাদক ছিলেন অনিমেষ পাল। পরে অবশ্য সোসাইটি সিদ্ধান্ত নেয়, পদাধিকার হিসেবে জেলাশাসকই সোসাইটির সভাপতি হবেন। সেই মতো এখন সোসাইটির সভাপতি জেলাশাসক গুলাম আলি আনসারি। সম্পাদক সত্যজ্যোতি অধিকারী। সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি হয়। চলতি বছরের গোড়ায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন উপলক্ষে সোসাইটিকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করারও কথা রয়েছে। শিবাংশুবাবুর কথায়, “বর্ষব্যাপী কিছু কর্মসূচি হবে। শুরুতে কয়েকজন সংস্কৃতিমনস্ক, রুচিবান, শিক্ষিত মানুষের বিদেশি ফিল্মের মাধ্যমে নিজেদের রুচি ও চিন্তাভাবনাকে উন্নত করা, অন্যান্য দেশের শিল্প-সংস্কৃতি, জীবন-জীবিকা সম্পর্কে জানা, বিদেশি চিত্র পরিচালকদের অবিস্মরণীয় সব কীর্তি প্রত্যক্ষ করার অদম্য আগ্রহ ও আকাঙ্খাই সোসাইটির জন্ম দেয়। সুবর্ণজয়ন্তী বর্ষ শুরু হচ্ছে। আমরা আশাবাদী, সোসাইটি আরও অনেকটা পথ পেরোবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.