‘সচিনকে’ গাড়িতে রেখে বুদ্ধ সার্কিটে নামছে ফোর্স ইন্ডিয়া
রোহতাকের এক অজ গাঁয়ে তাঁর সশরীর উপস্থিতি নিয়ে এই মুহূর্তে তোলপাড় স্বাভাবিক, তা বলে পঁচানব্বই কিলোমিটার দূরের নয়ডাতেও তাঁর ছায়া হাজির?
শুনতে যতই অবাক লাগুক, সচিন রমেশ তেন্ডুলকর নামের ভদ্রলোক এমনই জাদুকর যে, আপাতত এ ভাবেই ভারতবর্ষের দুই রাজ্যে একই সঙ্গে বিচরণ করছেন! তা না হলে ঐতিহাসিক কীর্তির থেকে মাত্র আটচল্লিশ ঘণ্টা দূরে দাঁড়িয়ে থাকা, ফর্মুলা ওয়ানের অবিসংবাদী ফার্স্ট বয় সেবাস্তিয়ান ভেটেল-সহ পাঁচ জন বিশ্বচ্যাম্পিয়নের উপস্থিতি ছাপিয়েও কেন নয়ডার বুদ্ধ সার্কিটে বারবার বেজে উঠছে সচিন-অস্তের করুণ রাগিণী? যাতে শুক্রবার নতুন সুর বেঁধে দিলেন ভারতের একমাত্র ফর্মুলা ওয়ান দলের মালিক বিজয় মাল্য। জানিয়ে দিলেন, সচিনের সম্মানে এ বারের রেসে তাঁর দলের গাড়ির বনেটে জ্বলজ্বল করবে ‘মাস্টার ব্লাস্টার’ শব্দ দুটো। ফর্মুলা ওয়ানের টিম মালিকদের সরকারি সাংবাদিক বৈঠকে এসে মাল্য বলে দিলেন, “দু’শো টেস্ট খেলে অবসর নেওয়ার আগে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে কুর্নিশ জানানোর এর থেকে ভাল রাস্তা আর নেই। ক্রিকেট আমাদের দেশের ধর্ম। আর সচিনের কীর্তি নিয়ে আমরা ভীষণই গর্বিত।”
ফোর্স ইন্ডিয়ার সেই গাড়ি।
আসমুদ্র হিমাচলের বাইরের বিশ্বে আবার ফর্মুলা ওয়ানে ক্রমশ সচিন হয়ে উঠছেন সেবাস্তিয়ান ভেটেল। ছাব্বিশের জার্মানের এখন এমন অবস্থা যে, বিশ্বের যে প্রান্তেই রেসে নামুন না কেন পোডিয়ামের এক নম্বর স্থানটা যেন আপনাআপনিই তাঁর পায়ের তলায় এসে যাচ্ছে। আর প্রত্যেকটা জয়ে ভেঙেগড়ে ফেলছেন কোনও না কোনও রেকর্ড! রেড বুল দলের টানা তিন বারের বিশ্বচ্যাম্পিয়নের হাতে এ বারের ট্রফি ওঠাও স্রেফ সময়ের অপেক্ষা, মেনে নিচ্ছেন বাদবাকি সবাই। আপাতত তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরারির ফেনার্ন্দো আলোনসোর থেকে পাক্কা নব্বই পয়েন্ট এগিয়ে এবং রবিবারের রেসে পঞ্চম হলেও সবচেয়ে কমবয়সি হিসেবে টানা চার বারের চ্যাম্পিয়ন হয়ে গড়ে ফেলবেন ইতিহাস। ঢুকে পড়বেন মাইকেল শুমাখার, খুয়ান ফানজিও, আলান প্রস্তের মতো চার বা তার বেশি চ্যাম্পিয়নশিপ জয়ীদের বিরল ক্লাবে।
এই না হলে ফার্স্ট বয়! এ দিনও দু’দফার প্র্যাক্টিসেই সেরা সময় করে এনার্জি ড্রিঙ্কে চুমুক দিতে দিতে হাসি মুখে এসে দাঁড়ালেন সংবাদমাধ্যমের সামনে। জানালেন, ফার্স্ট বয়কেও ভাবাচ্ছে চাকা। এ দিন যে সফ্ট টায়ারে গাড়ি চালালেন তাতে সমস্যা রয়েছে। তবে রবিবারের মধ্যে সেটা কাটিয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসীও দেখাল ভেটেলকে। এর আগে বলেছিলেন, “অবশ্যই জিততে চাই। তবে সেটা এখানে হতেই হবে এমন ব্যাপার নেই। আমার আর আমার দলের পুরো ফোকাস শুধু দারুণ একটা রেস লড়া। কারণ বাকিরা তো আর মুখ দেখাতে আসেনি।” আগের পাঁচটা রেস টানা জিতে বুদ্ধ সাকির্টে আসা ভেটেল এ দিন অবশ্য হাবেভাবে বুঝিয়ে দিলেন, তিনি দিল্লির ট্র্যাকে জেতার হ্যাটট্রিক না করে ফিরবেন না।
হাল্কা মেজাজে বাটন, পেড্রো ও ভেটেল। নয়ডায়।
ফার্স্ট বয় ভেটেলকে নিয়ে চাঞ্চল্যের পাশে জোর চর্চা ভারতীয রেসের ভবিষ্যত নিয়ে। বলা যায় ক্লাসে টিকে থাকার মরিয়া যুদ্ধ চালাচ্ছে ভারতীয় রেসের আয়োজক জে পি গোষ্ঠী। এ দিন অবশ্য রেস বন্ধের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় গতকাল পর্যন্ত বেশ মুষড়ে থাকা ভারতীয় রেসের আয়োজকরা নতুন অক্সিজেন পেয়েছেন। আর তার পরেই ২০১৫-য় ভারতে রেস ফিরিয়ে আনা নিয়ে নতুন আত্মবিশ্বাস ঝরছে বুদ্ধ সাকির্টের অন্যতম কর্তা সমীর গৌরের গলায়। পড়ন্ত বিকালে প্যাডক এলাকায় খোশমেজাজে বলে দিলেন, “২০১৫-য় রেস হবে না, এমন কথা ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ কবে বলেছে? সবটাই জল্পনা। গতকাল রাতে আমাদের সঙ্গে ওঁদের যা কথা হয়েছে, তাতে লিখে নিন, ২০১৫-য় আবার ফর্মুলা ওয়ান গাড়ির গর্জনে কাঁপবে এই সার্কিট। বিভিন্ন দলের মালিকদের মধ্যে এই আশাবাদ নিয়ে অবশ্য দু’রকম সুর শোনা গেল। স্যবার দলের টিম প্রধান, দেহরাদূনের মেয়ে মনীষা কালটেনবর্ন যেমন খোলাখুলি বলে দিলেন, “আমার মনে হচ্ছে কাজটা খুবই কঠিন হবে।” অন্য দিকে, কদমছাঁট মার্কা নতুন চুলের স্টাইলে সাড়া ফেলা বিজয় মাল্য বললেন, “আয়োজকরা আমাকে বলেছেন, তাঁরা শুধু ২০১৫-ই নয় তার পরের বছর এবং তার পরেও ধারাবাহিক ভাবে রেস করার ব্যাপারে আত্মবিশ্বাসী। এক জন ভারতীয় হিসাবে আমি চাই ফর্মুলা ওয়ান এ দেশে ফিরে আসুক। তাই ওঁদের বিশ্বাসে আমি বিশ্বাস রাখছি।”
ভারতীয় রেসের এখন এই বিশ্বাসটুকুই ভরসা।

ছবি: পিটিআই।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.