কটক ওয়ান ডে মনে হচ্ছে ভারতীয় দলের অন্তর্নিহিত অবস্থার কোনও পরিবর্তন আনবে না। আবহাওয়া-দেবতা মোটেই শনিবারের এই ম্যাচের প্রতি প্রসন্ন নন। রাঁচির পর যদি কটকেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তা হলে সিরিজ জেতার জন্য ভারতকে বাকি দু’টো ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারাতে হবে। কাজটা মোটেই সহজ নয় ঠিকই, তবে অসম্ভবও নয়।
এই সিরিজে মনে হচ্ছে তিনশো রানের টার্গেট তাড়া করাটা ভারতের কপালে লেখা হয়ে আছে। অস্ট্রেলিয়া ওর কমে তুলবে না যেন ঠিক করে ফেলেছে! ফলে উদ্যোক্তা দেশের ঘাড়ে চাপছে বড় আস্কিংরেট। চাপটা ঘরের দলের উপরই বেশি।
অস্ট্রেলিয়া ভাল জায়গায় আছে। ওরা ছন্দ পেয়ে গিয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন প্লেয়ার উঠে দাঁড়িয়েছে। যেমন অ্যাডাম ভোজেস আর গ্লেন ম্যাক্সওয়েল শেষ দু’টো ম্যাচে জ্বলে উঠেছে। মিচেল জনসন একটা সত্যিকারের শক্তি। বাকিরাও যথেষ্ট সক্ষম। ভারতকে সিরিজ জিততে নিজেদের সেরাটা খেলতে হবে।
দুশ্চিন্তার বিষয় হচ্ছে, যদি টস-এর সময় মুদ্রাটা ধোনির অনুকূলে না পড়ে! কারণ ভারতের সর্বোত্তম ব্যাটিং পারফরম্যান্সের পরেও কোনও গ্যারান্টি নেই যে, ওদের বোলাররা সেই ম্যাচটা বাঁচাবে বলে। ব্যতিক্রম হিসেবে মহম্মদ সামি আগের ম্যাচে রাঁচিতে নিজেকে প্রমাণ করেছে।
এখনও পর্যন্ত সিরিজে ভারতের ব্যাটিংকে ভীষণ ভাবে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আর ধোনির উপর নির্ভরশীল দেখিয়েছে। যুবরাজ এখনও তেমন ভাল রান করেনি। সুরেশ রায়না অস্ট্রেলীয় বোলিংয়ের টার্গেট হয়ে গিয়েছে। পাওয়ারপ্লে-তে গোটাকয়েক উইকেট ঝরে গেলে ভারতের ইনিংসকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো দেখাচ্ছে। যুবি আর রায়না, দু’জনই ম্যাচ জেতানো ব্যাটসম্যান। ওদের দরকার ক্রিজে নেমে তাড়াতাড়ি ছন্দ পাওয়া আর তার সেই ঢেউয়ে ভেসে এগিয়ে চলা।
ওয়ান ডে-র বর্তমান নিয়মের এখনই বদলের সম্ভাবনা নেই। ভারতের বরং উচিত, এই নিয়মের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। এই ফর্ম্যাটে আর রক্ষণাত্মক বোলারদের কোনও ভবিষ্যৎ নেই। যেহেতু আর ফিল্ড সাজানোর নিয়ম এ ধরনের বোলারদের সাহায্য করবে না। ব্যাটসম্যান সুইচ হিট করে দেবে যখন-তখন। যেমন রাঁচিতে ম্যাক্সওয়েল করেছে। আর সেক্ষেত্রে এক দিকে ঠেসে থাকা ফিল্ডিংকে বোকার মতো দেখাবে।
চার বোলারের থিওরিও মনে হয় কার্যকারিতা হারাচ্ছে। ভারত পঞ্চম বোলার হিসেবে কোহলি, যুবরাজ, রায়নাদের দিকে তাকাতেই পারে। অস্ট্রেলিয়া এ ব্যাপারে যেমন শেন ওয়াটসনের উপর নির্ভর করছে।
সিরিজ জেতার জন্য ভারতকে একদিনের ক্রিকেটের প্রাথমিক পরিকল্পনায় ফিরে যেতে হবে। ব্যাটিং লাইন আপের গভীরতা বাড়াও। উইকেট তোলার মতো বোলার খেলাও। অস্ট্রেলিয়ার ব্লুপ্রিন্ট দুর্দান্ত। ভারতের তার সঙ্গে মানানসই হতে হবে। |