কোনও ভাবে সম্ভব হলে, সচিন তেন্ডুলকরের সঙ্গে এক বার দেখা করতে চান জেনসন বাটন।
ফর্মুলা ওয়ানে ২০০৯-এর বিশ্বচ্যাম্পিয়ন, ম্যাকলারেনের তারকা এ দিন সাফ স্বীকার করে নিলেন তিনি নিজের খেলার বাইরে অন্য খেলার খবর রাখার তেমন সময় পান না। তবু ইংরেজ বলেই ক্রিকেটটা যে রক্তে। তাই ডন ব্র্যাডম্যান আর সচিন তেন্ডুলকরের নাম নেওয়ার সময় শ্রদ্ধার সুরটা আপনাআপনিই এসে গেল তাঁর গলায়। বললেন, “আমি জানি ডন ব্র্যাডম্যানের পর সচিন তেন্ডুলকরকেই ক্রিকেটের ঈশ্বর বলা হয়। উনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, এটাও শুনেছি। আর তার পরেই ভারতে এলাম। অবসরের আগে সচিনের মতো গ্রেটের সঙ্গে একবার দেখা করার খুব ইচ্ছে রয়েছে। তবে এত অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হবে কি না, জানি না।”
বাটনের আশা, ভারতীয় রেস নিয়ে সমস্যা যা-ই থাক বুদ্ধ সার্কিটে আবার ফিরবে ফর্মুলা ওয়ান। এ ব্যাপারে তিনি আশাবাদী জানিয়ে বললেন, “এটা বিশ্বের অন্যতম সেরা সার্কিটগুলোর একটা। পরের বার এখানে রেস নেই ভেবে খুব খারাপ লাগছে। তবে আশা করছি ২০১৫-য় আবার বুদ্ধ সার্কিটে ফিরতে পারব।”
প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের এই মরসুমটা একেবারেই ভাল যাচ্ছে না। যার একটা বড় কারণ গাড়ি। বাটন বলেছেন, “যখন দেখি আমার গাড়ি বিজয়ীর থেকে পুরো এক মিনিট পরে শেষ করেছে, খুব খারাপ লাগে। কিন্তু মেনে নিতে হবে এ বছর অন্যদের তুলনায় প্রযুক্তিগত ভাবে আমাদের গাড়ি কমজোরি।” তবে তা সত্ত্বেও এ বারের চ্যাম্পিয়নশিপ প্রায় জিতে যাওয়া রেড বুলের সেবাস্তিয়ান ভেটেলের তুলকালাম ফর্ম নিয়ে বলতে গিয়ে মুচকি হেসে বলে দিলেন, “আরে টপ ফর্মে থাকা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টক্করের মজাটাই তো আলাদা। এই লড়াইগুলোই তো মোটর স্পোর্টসকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যায়!” চ্যাম্পিয়নের রক্ত সব সময়েই টগবগ করে, বুঝিয়ে গেলেন ২০০৯-এর বিশ্ব সেরা। |