|
|
|
|
সচিন বিদায়ের আবেগ ছুঁয়ে যাচ্ছে হ্যামিল্টনদের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বুদ্ধ সার্কিটে ভারতীয় গ্রাঁ প্রি শুরুর আগে আজ দিল্লিতে সচিন তেন্ডুলকরে মজলেন লুইস হ্যামিল্টন ও নিকো রোজবার্গ। আর অন্য এক মঞ্চে, বলিউডের দুই নায়িকাকে পাশে নিয়ে আসর মাতালেন সের্জিও পেরেজ।
এ দিন মার্সিডিজের দুই ফর্মুলা ওয়ান চালক সচিনকে সেলাম জানিয়ে বললেন, “সচিন একজন কিংবদন্তি। উনি শুধু ভারতের নয়। গোটা বিশ্বের। ক্রিকেটকে বিদায় জানানোর পর গোটা বিশ্ব সচিনের মতো ক্রীড়াবিদকে মিস করবে। সচিনকে আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম আমরা।” ব্রিটিশ হ্যামিল্টন এর পর যোগ করলেন, “ভারতে ক্রিকেট-প্রতিভার অভাব নেই। আমি নিশ্চিত, আগামী দিনে আরও তারকা উঠবে এখান থেকে।”
সচিনের সঙ্গে দু’বছর আগে ফর্মূলা ওয়ান ট্র্যাকেই দেখা হয়েছিল রোজবার্গের। যে সাক্ষাৎ তিনি ভোলেননি। দিল্লিতে এসেই তার হিন্দি শেখা। অমিতাভ বচ্চনের গলা নকল করে বলেও ফেললেন, ‘রিস্তে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়’। শুধু সচিনই নয়, যুবরাজ সিংহের সঙ্গেও তার বন্ধুত্ব রয়েছে। দু’জনই একটি ব্র্যান্ডের অ্যাম্বসাডার। ফ্রান্সে সম্প্রতি যুবরাজ গিয়েছিলেন নিজের ফিটনেস বাড়াতে। সেখানেই দেখা হয়েছিল দু’জনের। |
এফ-ওয়ান মজা। ড্রাইভার সের্জিও পেরেজের দাড়ি কামাচ্ছেন নেহা ধুপিয়া। ছবি: এএফপি। |
রোজবার্গ জানালেন, ফর্মুলা ওয়ান চালক না হলে তিনি অবশ্যই ফুটবলার হতেন। বললেন, “এফ-ওয়ান ড্রাইভার না হলে আমি ফুটবলার হতাম। আমার প্রিয় দল বার্সেলোনা। সব থেকে পছন্দের খেলোয়াড় মেসি আর রোনাল্ডো।” আর ফর্মুলা ওয়ান ট্র্যাকের মধ্যে সব থেকে পছন্দের ট্র্যাক মোনাকো। মোনাকোয় হ্যামিল্টন ও রোজবার্গ প্রতিবেশী। তবে জানালেন, দুই টিমমেটের খুব কমই দেখা হয়। তবে যখন দেখা হয়, জমিয়ে আড্ডা মারেন দু’জনে।
ভারত এবং বুদ্ধ সার্কিটও রোজবার্গের পছন্দের তালিকায় উপরের দিকে রয়েছে। আর সে জন্য ভারতে আগামী বছর রেস হবে না বলে তাঁর মন খারাপ। বললেন “আই উইল মিস ইন্ডিয়া নেক্সট ইয়ার।” পরের মরসুম নিয়ে কিছুটা চিন্তায়ও রয়েছেন মার্সিডিজের দুই তারকা। ফর্মুলা ওয়ানে আগামী বছর রেসিং কারের ওজন বৃদ্ধি পাচ্ছে, আসছে নতুন ইঞ্জিন। বদলে যাচ্ছে রেসের নিয়ম-কানুনও। যার সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠাটাই ভাবাচ্ছে হ্যামিল্টনদের।
দুই মার্সিডিজ তারকা যখন সচিন এবং ফর্মুলা ওয়ান রেসের কথা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন ম্যাকলারেনের যুব তারকা সের্জিও পেরেজ। বলিউডের দুই তারকা নেহা ধুপিয়া ও অদিতি রাওকে নিয়ে স্টেজে উঠে মাতিয়ে দিলেন দর্শকদের। অনুষ্ঠানটি ছিল একটি ব্লেড প্রস্তুতকারক কোম্পানির। স্টেজে বলিউডের দুই সুন্দরী সযত্নে দাড়ি কামিয়ে দিলেন পেরেজের। তারপর দু’জনে তাঁর দুই গালে উষ্ণ চুম্বন দিয়ে উপস্থিত দর্শকদের আবাক করে দিলেন!
পেরেজ মেক্সিকান। জানালেন, মেক্সিকো থেকে কাল রাতেই ভারতে এসে পৌঁছেছেন। ঘুমিয়েছেন মাত্র তিন ঘণ্টা। দুই বলিউড তারকার চুম্বন গ্রহণ করে বললেন “দিনের শুরুটা আমার বেশ ভালই হল। যদিও এখন পর্যন্ত আমরা কোনও রেস জিততে পারিনি। আশা করছি বুদ্ধ সার্কিট থেকে বেশ কিছু পয়েন্ট তুলে নিতে পারব। চেষ্টা করব এখানে প্রথম দশের মধ্যে শেষ করার। একমাত্র বাহারিনেই আমরা ষষ্ঠ স্থানে থাকতে পেরেছিলাম।” তবে পরের মরসুমে ভারতে রেস হবে না বলে রোজবার্গের মতো পেরেজকেও আফসোস করতে শোনা গেল। সটান বলে দিলেন, “ভারতের মতো দেশে রেস না হওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক। ইটস অ্যা শেম।” |
|
|
|
|
|