|
|
|
|
শিলিগুড়িতে আজ শুরু ইস্ট জোন টিটি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আজ, বৃহস্পতিবার থেকে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ইস্ট জোন টেবল টেনিস প্রতিযোগিতা। ‘টেবল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া’-র উদ্যোগে জোনাল স্তরে ৫ টি প্রতিযোগিতা হয়। একটি ইন্টার ইন্সস্টিটিশন প্রতিযোগিতা। তার মধ্যে এটি তৃতীয় জোনাল। ইতিমধ্যেই ইন্টার ইন্সস্টিটিউশন, সেন্ট্রাল এবং ওয়েস্ট জোন প্রতিযোগিতা হয়ে গিয়েছে। এই প্রতিযোগিতার পর র্যাঙ্ক এগোতে তাঁদের সামনে আর দুটি জোনাল বাকি থাকবে এই মরসুমে। জাতীয়স্তরের খেলোয়াড়দের কাছে তাই এই প্রতিযোগিতার গুরুত্ব অনেক।
যদিও শরদ কমল, হারমিত দেশাইয়ের মতো দেশের প্রথম সারির কয়েক জন টেবল টেনিস তারকা এই জোনালে অংশ নিতে পারছেন না। নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, এ মুহূর্তে দেশের এক নম্বর র্যাঙ্কিং হরমিত সুইডেনে ক্লাব লিগ খেলছে। শরদ কমলও দেশের বাইরে রয়েছেন বিদেশে ক্লাব লিগ খেলতে। হরমিত না থাকলেও র্যাঙ্কিংয়ে ২ থেকে ৫ নম্বরে থাকা অমল রাজ, সৌম্যজিৎ ঘোষ, টি নিতিন, জি সত্যেন সকলেই আসছেন। থাকছে শিলিগুড়ি শুভজিৎ সাহাও। যদিও এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন তিনি। |
শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামেই হবে টিটি প্রতিযোগিতা। ছবি: সন্দীপ পাল। |
প্রায় ৭০০ প্রতিযোগী যোগ দেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মহিলাদের র্যাঙ্কিংয়ে ১ থেকে ৫ নম্বরে থাকা তামিল নাড়ুর কে স্বামীনি, মহারাষ্ট্রের পূজা সহস্রবুধে, দিল্লির নেহা অগ্রবাল, কলকাতার পৌলমী ঘটক, মহারাষ্ট্রের মাধুরিকা পাঠকর সকলেই অংশ নিচ্ছেন শিলিগুড়িতে। অংশ নিচ্ছেন মহিলাদের ৬ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা শিলিগুড়ির অঙ্কিতা দাস-ও। থাকছে মৌমা দাস, সৌম্যদীপ রায়ের মতো অন্য তারকারাও। চূড়ান্ত প্রস্তুতি দেখে নিতে টেবল টেনিস ফেডারেশনের কর্মকর্তারাও পৌঁছেছেন। প্রতিযোগিতা পরিচালনার কাজে শিলিগুড়িতে এসেছেন ফেডারেশনের ৪০ জন অফিসিয়াল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের হাত দিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। থাকছেন টেবল টেনিস ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ধনরাজ চৌধুরী। কোষাধ্যক্ষ মহেন্দ্র পাল সিংহ। থাকবেন নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা টেবল টেনিস ফেডারেশনের যুগ্ম সচিব শিলিগুড়ির মান্তু ঘোষ-ও। প্রতিযোগিতার আয়োজনে ফেডারেশন এবং নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং এসজেডিএ।
ইন্ডোর স্টেডিয়ামে বুধবার সিন্থেটিক ফ্লোর পাতা হয়। তা পাততে বিকেল হয়ে যাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন শুরু হতে দেরি হয়। প্রতিযোগতার পুরস্কার মূল্য রয়েছে ৫ লক্ষ ৭৬ হাজার টাকা। তার মধ্যে এই জোনালে পুরুষ এবং মহিলা বিভাগে সেরা প্রতিযোগীরা পাচ্ছেন ৬৬ হাজার ৫৫ হাজার টাকা পুরষ্কার। ইয়ূথ, জুনিয়র, সাবজুনিয়র এবং ক্যাডেট বিভাগেও খেলা হবে। অংশগ্রহণকারীদের মধ্যে উত্তরবঙ্গ থেকে রয়েছে ১৬৫ জন। তার মধ্যে ১৩০ জন শিলিগুড়ি থেকে। বাকিরা উত্তরবঙ্গের অন্য ৫ টি জেলা থেকে যোগ দেবেন। |
|
|
|
|
|