দেশোয়ালি স্পিনারের ফাঁসে টেস্টে
পাকিস্তান ৯৯ অলআউট
লাহৌর-জাত এক পাক লেগ স্পিনারের ফাঁসেই আটকা পড়ে টেস্ট ম্যাচে ৯৯ রানে অলআউট পাকিস্তান!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে থাকা মিসবা উল হকের দল দুবাই স্টেডিয়ামের শুকনো উইকেটে টস জিতে বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিরুদ্ধে সিরিজ জেতার স্বপ্নে দ্বিতীয় তথা শেষ টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনই লাঞ্চের সামান্য পরে মাত্র ৩৬.৪ ওভারে একশো রানের কমে প্রথম ইনিংসে মুড়িয়ে যায়। যার পিছনে একদা পাকিস্তানের অনূর্ধ্ব উনিশ এবং পাকিস্তান ‘এ’ দলের হয়ে খেলা ৩৪ বছরের বোলার ইমরান তাহির। কিন্তু আট বছর আগে সুমায়া দিলদার নামে ভারতীয় বংশোদ্ভূত এক দক্ষিণ আফ্রিকান মেয়েকে বিয়ে করে তাহির সেই দেশের নিয়মে চার বছর দক্ষিণ আফ্রিকায় বসবাস করার সুবাদে আইনমাফিক ২০০৯-এর এপ্রিলে সে দেশের নাগরিকত্ব পেয়ে যান।

দুবাইয়ে ‘পাক’ চমক।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে হাইভেল্ড লায়ন’স্-এর খেলা ছাড়াও ইংলিশ কাউন্টিতে তাহির ইতিমধ্যে মিডলসেক্স, ইয়র্কশায়ার আর বছর দুই আগে হ্যাম্পশায়ারের হয়েও খেলেন।
গত বছর নভেম্বরে অ্যাডিলেডে ২৬০ রান বিলিয়েও ঝুলি উইকেট শূন্য থাকার প্রায় এক বছর পর তাহির এ দিন ফের টেস্ট খেলতে নামেন দক্ষিণ আফ্রিকার প্রধান স্পিনার রবিন পিটারসনের পরিবর্তে। এবং নেমেই এ দিনের আগে ১১ টেস্টে ২৬ উইকেট পাওয়া (সেরা ৩-৫৫, গড় ৫০.১৯) তাহির ভেলকি দেখাতে শুরু করেন। করেন জীবনের সেরা টেস্ট বোলিং (৫-৩২)। লাঞ্চের আগে তাঁর শিকার শান মাসুদ, আদনান আকমল ছাড়াও বিপক্ষ অধিনায়ক মিসবা (২)। মধ্যাহ্নভোজের পরে ফিরে এসে তুলে নেন মহম্মদ ইরফান আর আসিফ শাফিক-কে। তাঁকে যোগ্য সহায়তা দেন ডেল স্টেইন (৩-৩৮)। টেস্টে এই নিয়ে পাকিস্তান ১৬-বার একশো রানের কমে অল আউট হল। জবাবে প্রথম দিনের শেষেই দক্ষিণ আফ্রিকা ১২৮-৩ স্কোরে পৌঁছে ২৯ রানে এগিয়ে গিয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.