|
|
|
|
রঞ্জি ট্রফি |
দুই সেরাকে বাদ দিয়ে নামছে বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলের পেস ব্যাটারির গুরুত্বপূর্ণ সদস্য সামি আহমেদকে ছাড়াই রবিবার চলতি মরসুমে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। বরোদার বিরুদ্ধে সেই ম্যাচের জন্য বুধবারই ঘোষিত হল বাংলা দল।
আগের দিনই এ মরসুমে অধিনায়ক হিসাবে লক্ষ্মীরতন শুক্লকে বেছে নিয়েছিলেন নির্বাচকরা। এ দিন বাকি ১৪ জনকে বাছতে গিয়ে তিনটি বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করতে হয় নির্বাচকদের। যে আলোচনার একটা বড় অংশ জুড়ে ছিলেন এ মুহূর্তে মহেন্দ্র সিংহ ধোনির দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যস্ত থাকা সামি আহমেদ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা আগামী মঙ্গলবার। নির্বাচকদের ধারণা সেই সিরিজে সামি দলে থাকলেও থাকতে পারেন। ওই সিরিজ শেষ হলেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। যদি সেই দলেও বাংলার এই জোরে বোলার ঢুকে পড়েন, তা হলে এ মরসুমের রঞ্জি অভিযানে অনেক ম্যাচেই সামিকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা কী হবে তা নিয়ে জোরালো আলোচনা হয়েছে বলে খবর সিএবি সূত্রে।
চোটের কারণে মনোজ তিওয়ারিও নেই। অর্থাৎ সেরা ব্যাটসম্যান এবং বোলারকে ছাড়াই অভিযান শুরু হচ্ছে বাংলার। দুই ওপেনার অরিন্দম দাস এবং রোহন বন্দ্যোপাধ্যায়। চার নম্বরে যাবেন ঋদ্ধিমান সাহা। মনোজ না থাকায় তিন নম্বরে অভিজ্ঞ কাউকে চাইছে বাংলা থিঙ্ক ট্যাঙ্ক। সেটা কে তা নিয়েও নির্বাচকরা মাথা ঘামিয়েছেন এ দিন। দুটো নাম উঠে আসছে। শ্রীবৎস গোস্বামী এবং শুভময় দাস। দু’জনই অতীতে বাংলার হয়ে সফল। বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন আশাবাদী, যা দল আছে তা নিয়ে অনেক দূর যাওয়া যাবে। |
বাংলা দল: লক্ষ্মীরতন শুক্ল (অধিনায়ক), অরিন্দম দাস, শুভময় দাস, রোহন বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদার, সন্দীপন দাস, সৌরাশিস লাহিড়ী, মনোজিৎ ঘোষ, অশোক দিন্দা, শিবশঙ্কর পাল, ইরেশ সাক্সেনা, সৌরভ সরকার, অর্ণব নন্দী, শ্রীবৎস গোস্বামী। |
পুরনো খবর: ‘ঋদ্ধিকে বলেছিলাম ক্যাপ্টেন্সিটা তুই নে’ |
|
|
|
|
|