টুকরো খবর
সিন্ধু হারালেন সাইনার ঘাতককে
দিদির হারের বদলা নিলেন বোন। ডেনমার্ক ওপেনে সাইনা নেহওয়ালকে প্রথম হারিয়ে সোরগোল ফেলা জি সুন-কে পরের টুর্নামেন্ট ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে দিলেন পি ভি সিন্ধু। বিশ্বের ছ’নম্বর কোরিয়ান মেয়ের বিরুদ্ধে আগের দু’বারের মতোই কেরিয়ারের তৃতীয় লড়াইয়েও জিতলেন ভারতের আঠারো বছর বয়সি নতুন ‘ব্যাডমিন্টন সেনসেশন’ সিন্ধু। সাইনার শহর হায়দরাবাদের টিনএজারের ভারতের প্রথম মেয়ে হিসেবে বিশ্ব ব্যাডমিন্টনে সিঙ্গলসে পদক (ব্রোঞ্জ) জেতার নজির গড়ার পর থেকে সময়টা ভাল যাচ্ছিল না। জাপান এবং ডেনমার্ক ওপেনে গোড়াতেই হেরেছিলেন। কিন্তু ফরাসি ওপেনে জি সুংয়ের মতো তারকাকে ২১-৮, ২১-১২ উড়িয়ে দিয়ে সিন্ধু ফের স্বমূর্তিতে। জিতেছেন সাইনাও। দ্বিতীয় রাউন্ডের পথে সাইনা লড়ে হারান তাইল্যান্ডের নিচায়ন জিন্দাপন-কে ১২-২১, ২১-১৬, ২১-১৩। সাইনার এখানে কঠিন ড্র। পরের ম্যাচে তাঁর সামনে কোরিয়ার জু বায়ে। যাঁর কাছে এ বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে হেরেছেন। তবে সাইনা-সিন্ধু দু’জনেই নিজেদের পরের ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন। আইবিএলের পর ভারতীয় ব্যাডমিন্টন সেক্ষেত্রে ফের মহালড়াই নিয়ে সরগরম হয়ে উঠবে। পুরুষ সিঙ্গলসে বিশ্বের এক নম্বর মালয়েশিয়ার চং উই লি-র কাছে হেরেছেন কাশ্যপ। আর ফেডারেশনের সঙ্গে যুযুধান বিতর্কিত জ্বালা গাট্টা লন্ডন অলিম্পিকের পর অশ্বিনী পোনাপ্পার সঙ্গে ফের জুড়ি বেঁধে প্রথম ম্যাচেই হারলেন প্যারিসে।

ইস্টবেঙ্গলের প্রশংসা এএফসি কর্তার
এএফসি কাপ সেমিফাইনালে মেহতাবদের অভিযান থেমে গেলেও ম্যাচের সংগঠক ইস্টবেঙ্গল ক্লাব এবং মাঠে হাজির সমর্থকদের নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন এএফসি কর্তারা। তাঁদের কথায়, “মঙ্গলবারের ম্যাচ নিয়ে কলকাতার ফুটবলপ্রেমীদের আগ্রহ বোঝাল ভারতীয় ফুটবলের সুদিন ফিরে আসতে চলেছে।” মঙ্গলবার যুবভারতীতে ম্যাচ দেখতে হাজির ছিলেন এএফসি-র উপমহাসচিব উইন্ডসর জন। ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স দেখে খুশি এএফসি উপমহাসচিব বলেন, “এ বারের এএফসি কাপে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ভারতীয় ফুটবলকে ফের তুলে ধরল এশিয়ান ফুটবলের মানচিত্রে। এই সাফল্য আগামী দিনে ভারতীয় ফুটবলের সাফল্যকেই উজ্জ্বল করবে।” এখানেই না থেমে উইন্ডসর কলকাতার ফুটবলপ্রেমীদের প্রশংসা করে বলেছেন, “ম্যাচ আয়োজকদের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও ধন্যবাদ প্রাপ্য। এ রকম ফুটবল-পাগল স্পোর্টিং সমর্থক খুব কম শহরেই রয়েছে।”

আজ ফের এলকো বনাম আজিজ
কলকাতা লিগে হারের পর বৃহস্পতিবার ফের আই লিগে আবদুল আজিজের মহমেডান মুখোমুখি এলকো সাতোরির ইউনাইটেডের। সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি হওয়ার আগে নিজের দল নিয়ে বেশ বিব্রত এলকো। অফিস ফুটবলের জন্য প্রথম একাদশের বেশ কিছু ফুটবলারকে পাচ্ছেন না তিনি। অন্য দিকে মহমেডানে স্বস্তির হাওয়া। চোট সারিয়ে উঠেছেন লুসিয়ানো। পেনও অনেকটাই সুস্থ। এই দু’জন বিদেশিকে দেখা যেতে পারে প্রথম একাদশে। আইএমজি-র বেশ কিছু ফুটবলারও মহমেডানে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে চোটের জন্য নেই রহিম নবি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.