১ রত্ন-খচিত গয়না, জড়োয়া।
৪ (প্রধানত চিকিৎসকের ক্ষেত্রে)
পারদর্শী বলে খ্যাতি।
৯ সূর্য।
১০ সম্পূর্ণ পণ্ড হওয়া।
১১ জলপূর্ণ।
১২ রক্তের সম্পর্কের জন্য
পরস্পরের প্রতি মায়া।
১৪ যেখানে ভারী মজা এবং কিল-চড় নেই।
১৫ অবাধ, নিজের ইচ্ছা।
১৬ নগরের সুযোগ-সুবিধার সৃষ্টি।
১৮ লালপদ্ম।
২১ পত্রলেখকের নামের
উল্লেখ নেই এমন, —চিঠি।
২৩ নিদেনপক্ষে।
২৪ পুলিশ কমিশনার।
২৫ দখলের দলিল।
২৬ সুসজ্জিত চতুর্দোলা।
২৮ নাভির গোল আবর্ত বা চক্র।
৩০ মালতীজাতীয় ফুল।
৩২ সত্য বলার জন্য শপথ।
৩৩ প্রিয়জনের এই খবরই আশা করে।
৩৬ ছোট্ট মালা।
৩৭ অত্যন্ত ধারালো।
৩৮ মতের আদান-প্রদান। |
|
১ হাতের এক গহনা।
২ সাত্বিক ভাব, লঘুতা।
৩ কলঙ্ক, মলিনতা।
৪ মোটরগাড়িকে বলা হয়।
৫ এ যার খোয়া যায় সে তো নিস্ব।
৬ অসৎ লোক আর এক অসৎ লোককে দেখলেই চিনতে পারে এবং বন্ধুত্বও হয়।
৭ পঞ্চাশের দশকের সাড়াজাগানো উপন্যাস ‘দৃষ্টিপাত’-এর ছদ্মনামের লেখক।
৮ কটুকাটব্য, গালাগালি।
১৩ পালক পিতার সূত্রে শ্রীকৃষ্ণ।
১৪ বাগ্ধারায় খুব কম দাম।
১৭ শোভিত, বিরাজিত।
১৯ নরমুণ্ডধারী, শিব।
২০ হনুমানের লঙ্কাপুরী পোড়ানো।
২১ নিয়ন্ত্রণের অসাধ্য, দুরবস্থা।
২২ মারামারি ও কাটাকাটি।
২৬ ‘আনো তব—তৃষাহরা সঙ্গসুধা’।
২৭ দারুণ উপকার।
২৮ দেব-মন্দিরের সামনের দালান।
২৯ নীলপদ্ম।
৩১ মহিমাপূর্ণ।
৩৪ হাতির চালক।
৩৫ রাত্রি। |