|
|
|
|
সুটিলের চিন্তায় পয়েন্ট আর তাজ
চেতন নারুলা • নয়াদিল্লি
২০১২-র বিনোদন কর বকেয়া। তাই বুদ্ধ সার্কিটে এ বারের রেসের উপর স্থগিতাদেশ চেয়ে
জনস্বার্থ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। শুক্রবার সর্বোচ্চ আদালতে যে মামলার শুনানি হবে। তবে
চালকদের তাতে হেলদোল নেই। কোর্ট চত্বর নয়, তাঁরা মজে বুদ্ধ সার্কিটেই। |
বুদ্ধ সার্কিটের রেস রুখতে সুপ্রিম কোর্টে দাখিল জনস্বার্থ মামলা নিয়ে খুব একটা চিন্তিত দেখাল না তাঁকে। বরং, এ বারেও তাজ মহল দেখা হয়ে উঠবে বলেই যেন বেশি মনমরা হয়ে আছেন আদ্রিয়ান সুটিল। ফর্মুলা ওয়ানের একমাত্র ভারতীয় দল ফোর্স ইন্ডিয়ার চালক বলে দিলেন, “আমি সামনে থেকে তাজ মহল দেখতে চাই। হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই। আজ পর্যন্ত শুধুই তাজের ছবি দেখেছি। বেশ কয়েক বার ভারতে এলেও আমার তাজ দেখার ইচ্ছেটা পূর্ণ হয়নি। এ বারও রেসের মধ্যে হবে না। তাই এ দেশে আমাকে ফিরে আসতেই হবে।”
পরের বছর ভারতে রেস নেই বলে হতাশা সুটিলের গলায়। ব্যাপারটাকে ‘হিউজ ডিস্যাপয়েন্টমেন্ট’ বলে তাঁর আফসোস, “এ দেশে ফর্মুলা ওয়ান নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। লোকে খেলাটা সম্পর্কে জানার আগ্রহ দেখাচ্ছে। ঠিক এই সময়েই রেস বন্ধ হওয়াটা মোটেই আদর্শ হল না। সব থেকে বড় কথা এটা আমাদের, ফোর্স ইন্ডিয়ার ঘরের রেস। দল হিসাবে এই রেসকে পরের বছর আমরা ভীষণ মিস করব।” |
|
ভারতে এসে ভাঙা হিন্দিতে ‘নমস্তে’ বলাটা রপ্ত করেছেন। তবে জার্মান চালকের স্পষ্ট স্বীকারোক্তি, “হিন্দি বেশ কঠিন ভাষা। শেখাটা খুব সহজ নয়।” আপাতত, ঘরের রেসে পয়েন্ট তোলার চেষ্টায় আছেন। বলছিলেন, কাজটা সহজ হবে না। আগামী মরসুমের নতুন গাড়ি তৈরির উপর জোর দিতে গিয়ে, এ বারের গাড়ির উন্নতিতে খরচ করা বন্ধ করেছে ফোর্স ইন্ডিয়া। ফলে মরসুমের শুরুতে যে টিমটা ম্যাকলারেনের সঙ্গে পঞ্চম স্থানের লড়াইয়ে ছিল, তারা আপাতত ছয়ে নেমে গিয়েছে। এবং সপ্তম স্থানে থাকা স্যবার দলের থেকে মাত্র সতেরো পয়েন্টে এগিয়ে। ফলে বেশ চাপে আছে ফোর্স ইন্ডিয়া।
সুটিল অবশ্য বলছেন, পরের মরসুমের প্রস্তুতিতে জোর দেওয়া সঠিক সিদ্ধান্ত। চালকদের চ্যাম্পিয়নশিপে তেরোতম স্থানে থাকা জার্মান বলছিলেন, “২০১৪ মরসুমে ফোকাস করাটা একদম ঠিক সিদ্ধান্ত। তা ছাড়া স্যবারের গাড়ি বেশ ভাল হলেও সতেরো পয়েন্টের ব্যবধান নেহাত কম নয়। আমরা নিজেদের পোজিশন ধরে রাখতে পারব।”
তবে ব্রিটিশ রেস পরবর্তী চাকার পরিবর্তন ঘটার পর থেকে এ পর্যন্ত ফোর্স ইন্ডিয়া মাত্র তিন পয়েন্ট পেয়েছে। সুটিল মানছেন নতুন চাকার সঙ্গে তাঁরা মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। তবে এত সহজে হাল ছাড়ছেন না। বলে দিলেন, “কোরিয়া, জাপানে আমরা পয়েন্ট তোলার কাছাকাছি এসেও পারিনি। তাই এই রবিবার পয়েন্টের লড়াইয়ে ঢুকে পড়াটাই এখন আমাদের একমাত্র পাখির চোখ।” |
রেসের সমাপ্তি মেরি কমের হাতে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ভারতের উদ্বোধনী রেসে যে দায়িত্বটা হাতে তুলে নিয়েছিলেন সচিন তেন্ডুলকর, এ বার সেই ভার নেবেন আর এক কিংবদন্তি। বক্সিংয়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। জে পি গোষ্ঠীর তরফে এ দিন জানিয়ে দেওয়া হয়েছে। আগামী রবিবার সাদা-কালো চৌখুপি কাটা চেকার্ড ফ্ল্যাগ নেড়ে ভারতীয় রেসের সমাপ্তি হবে মেরি কমের হাতেই। ম্যাগনিফিসেন্ট মেরি এ ব্যাপারে নিজের সম্মতি জানিয়ে দিয়েছেন জে পি গোষ্ঠীকে। |
|
|
|
|
|