|
|
|
|
শীঘ্রই শুরু হবে টিটি অ্যাকাডেমির কাজ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং রাজ্য সরকারের ক্রীড়া দফতরের সহযোগিতায় শিলিগুড়িতে শীঘ্রই শুরু হতে চলেছে প্রস্তাবিত টেবল টেনিস অ্যাকাডেমির কাজ। বৃহস্পতিবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ইস্ট জোন টেবল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করে এ কথা জানিয়েছেন টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ধনরাজ চৌধুরী। গত ৩ বছর ধরে শিলিগুড়িতে টেবল টেনিস অ্যাকাডেমি গড়ে তোলার কথা হচ্ছে। তবে এ বার রাজ্য সরকারের সহযোগিতার জন্য এগিয়ে আসায় ওই অ্যাকাডেমি গড়ে তোলা সহজ হবে বলে মনে করছেন ফেডারেশনের কর্তারা। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ক্রীড়া দফতর থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার শিলিগুড়িতে ওই অ্যাকাডেমি গড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো জমি দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা এসজেডিএ’র চেয়ারম্যান গৌতম দেব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন।
টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতমবাবু শিলিগুড়িতে ওই কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে সহায়তা করছেন। মূলত তাঁরই উদ্যোগে ওই কাজের জন্য জমি দেখার প্রক্রিয়া চলছে। প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে এ ব্যাপারে তিনি ইতিমধ্যেই কথা বলেছেন। আশা করছি দ্রুত ওই কাজ শুরু হবে।” |
শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল ইস্ট জোন টিটি। ছবি: সন্দীপ পাল। |
প্রকল্পের জন্য ২ একর জমি প্রয়োজন। ফেডারেশনের তরফে ইতিমধ্যেই প্রকল্প তৈরি করে রাখা হয়েছে। কেন্দ্রের তরফেও আর্থিক সহায়তা মিলতে পারে। আবাসিক ওই অ্যাকাডেমি গড়ে উঠলে এই রাজ্য তো বটেই আশেপাশের রাজ্যগুলি থেকেও টেবল টেনিস প্রতিভা এখানে অনুশীলনের সুযোগ পাবে বলে ধনরাজবাবু জানিয়েছেন। তাঁর কথায়, ওই অ্যাকাডেমিতে বিদেশি কোচও থাকবে। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধেন করেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উদ্বোধন করার কথা থাকলেও পাহাড়ে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে তিনি-ও দার্জিলিঙে রয়েছেন। এ দিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পি টি শেরপা, ফেডারেশনের সচিব মহেন্দ্র পাল সিংহ, যুগ্ম সচিব তথা নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি মান্তু ঘোষ, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ-সহ অনেকেই। মান্তু জানান, শিলিগুড়িতে এ ধরনের টেবল টেনিস অ্যাকাডেমি গড়ে উঠুক এটা তাঁর অনেক দিনের স্বপ্ন। এই অ্যাকাডেমি বাস্তবায়িত হলে গোটা উত্তরবঙ্গ থেকে আরও অনেক টেবল টেনিস প্রতিভা উঠে আসবে।
পাশাপাশি এ ধরনের র্যাঙ্কিং প্রতিযোগিতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মান্তু। তিনি বলেন, “উঠতি খেলোয়াড়দের বলব তাঁরা প্রতিযোগিতার খেলাগুলি ভাল ভাবে দেখুক। দেশের বিভিন্ন র্যাঙ্কিং খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। তাঁদের খেলা দেখার সুযোগ সব সময় হয় না। অভিভাবকরাও দেখুন।” এ দিন পুরুষ এবং মহিলা বিভাগে যোগ্যতা অর্জনের খেলা হয়। শিলিগুড়ির নন্দিতা সাহা এ দিন হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যান। |
পুরনো খবর: শিলিগুড়িতে আজ শুরু ইস্ট জোন টিটি |
|
|
|
|
|