|
|
|
|
নববর্ষে হতে পারে সন্তোষ ট্রফি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সন্তোষ ট্রফির চূড়ান্ত পর্বের ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কার কাজও ইতিমধ্যেই শুরু করা হয়েছে। মাঠের মাঝখানে থাকা ক্রিকেট পিচ স্থায়ী ভাবে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যালারি, রেলিং এবং স্টেডিয়ামের ভিতরে মাঠের ঘেরা জায়গা ‘ফেন্সিং’ সংস্কার করা হচ্ছে। ৫০ লক্ষ টাকা খরচ করে ওই সংস্কার কাজে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কমিটির। স্টেডিয়াম কমিটির তহবিল থেকেই টাকা খরচ করা হচ্ছে।
সন্তোষ ট্রফির খেলার আয়োজন করতে এখনও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ছাড়পত্রর অপেক্ষা। গত ৮ অক্টোবর দিল্লিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টুর্নামেন্ট কমিটির সভা হয়। চলতি বছরের সন্তোষ ট্রফির খেলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত হয়। এই মাঠে ক্রিকেটের পিচ থাকা নিয়ে ফেডারেশন কাপের প্রতিযোগিতার সময়ই প্রশ্ন উঠেছিল। তাই বড় ধরনের ম্যাচের আয়োজনের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠকে কেবল ফুটবল খেলার উপযোগী করে তোলার দাবি ওঠে। এর পরেই সিদ্ধান্ত হয় মাঠের মাঝে থাকা ক্রিকেট পিচটি পাকাপাকি ভাবে তুলে দেওয়া হবে। ক্রিকেটের জন্য অন্য মাঠের ব্যবস্থা করতে উদ্যোগী হয় ক্রীড়া পরিষদ। সেই মতো সিদ্ধান্ত নেওয়া হয় এবং কয়েক মাস আগেই সেই কাজ শুরু করে দেওয়া হয়। গৌতমবাবু বলেন, “যদিও সন্তোষ ট্রফি পরিচালনার ভার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে, তবু ওই ধরনের টুর্নামেন্ট সফল করতে যা সাহায্য করতে হয় আমরা করব।”
স্টেডিয়াম কমিটি সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটের জন্য মাঠের আকার বাড়াতে ‘ফেন্সিং’ সরিয়ে দেওয়া হয়েছিল গ্যালারির কাছে। ফের ফেন্সিং মাঠের কাছাকাছি করা হচ্ছে। গ্যালারির উপর কংক্রিটের কাঠামো ভেঙে লোহার রেলিং দেওয়া হচ্ছে। মাঠের ঘাস পরিচর্যার উপরও জোর দেওয়া হয়েছে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ সচিব অরূপরতন ঘোষ বলেন, “অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ সভাপতি সুব্রত দত্তের সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি জানিয়েছেন লিখিত নির্দেশ চলে আসবে। প্রাথমিকভাবে ১৫ জানুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে একদিন পিছোতে পারে। কয়েকটি বিষয় নিয়ে এর আগে প্রশ্ন উঠেছিল, সে সব শুধরে নেওয়া হচ্ছে।” ১৯৮৮ সালে নেহরু গোল্ড কাপ ফুটবল দিয়েই যাত্রা শুরু হয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের। পরে আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা ছাড়াও ফেড কাপের মতো ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয় এই মাঠে। তার মধ্যে ক্রিকেটের জন্য মাঠ না থাকায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই তার আয়োজন করা হত। রঞ্জি ট্রফি, দেওধর ট্রফির ম্যাচের জন্য মাঠে ক্রিকেট পিচ তৈরি করা হয়। যা ফুটবল খেলার সময় সমস্যার সৃষ্টি করছিল। বিশেষ করে বড় ধরনের ম্যাচে ওই পিচ নিয়ে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের কোচ, ফুটবলাররা অভিযোগও তুলেছেন। ফেডারেশনের কর্তাদেরও সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে মাঠের ঘাস নিয়েও। ফেডারেশন কাপ ফুটবল ম্যাচের আগে স্টেডিয়ামে ফ্লাড লাইটেরও ব্যবস্থা করা হয়। তাতে মাঠের জৌলুস বাড়লেও পিচ নিয়ে বারবার অভিযোগ উঠছিল। |
পুরনো খবর: ফেড কাপ কেরলে, শিলিগুড়িতে সন্তোষ |
|
|
|
|
|