|
|
|
|
ফেড কাপ কেরলে, শিলিগুড়িতে সন্তোষ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি ও কলকাতা |
চার বছর পর আবার বাংলায় হতে চলেছে সন্তোষ ট্রফি। তবে কলকাতা নয়, শিলিগুড়িতে। আগামী বছর ১৫-৩১ জানুয়ারি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হবে মূলপর্বের খেলা। তবে সন্তোষ ট্রফির কাঠামো বদলাচ্ছে এ বার। বাংলা-সহ সব টিমকেই খেলতে হবে প্রাথমিক পর্বে। মোট পাঁচটি অঞ্চল থেকে দুটি করে দল যাবে শিলিগুড়ির মূলপর্বে খেলতে। এখনও পর্যন্ত ঠিক আছে পূর্বাঞ্চলীয় পর্বের খেলা হবে বিহার ও সিকিমে। আজ ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্তোষের প্রাথমিক পর্বের খেলা হবে ১-২০ ডিসেম্বর। এ দিনের সভায় ঠিক হয়, ফেড কাপের খেলা হবে কেরলে। তবে কিছু খেলা আয়োজন করতে চাইছে তামিলনাড়ু। সভা থেকে বেরিয়ে কমিটির এক সদস্য বললেন, “কেরলের কোথায় খেলা হবে তা এখনও ঠিক হয়নি। তামিলনাড়ুও তো কিছু ম্যাচ চাইছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”
২০১০-এ বাংলায় বসেছিল সন্তোষ ট্রফির আসর। সাবির আলির কোচিংয়ে সে বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এ বার পূর্বাঞ্চল সেরা হয়ে মূলপর্বে উঠতে পারলে ঘরের মাঠে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলার সামনে। যদিও আইএফএ মরসুমের শুরুতেই বাংলা দলের দায়িত্ব তুলে দিয়েছে সুভাষ ভৌমিক এবং শিশির ঘোষের হাতে। প্রথমজন টেকনিক্যাল ডিরেক্টর এবং দ্বিতীয়জন কোচ। সন্তোষ ট্রফিই শুধু নয়, আরও একটি টুর্নামেন্ট হবে বাংলায়। ১০-৩০ নভেম্বর কল্যাণী স্টেডিয়ামে হবে অনুর্ধ্ব ১৪ ছেলেদের জাতীয় ফুটবল। আর ওড়িশায় নভেম্বর ২০ থেকে মেয়েদের জুনিয়র জাতীয় ফুটবল। |
|
|
|
|
|