ইঙ্গিত আগেই দিয়েছিলেন। আজ সেটা কাজে করে ফেললেন জ্বালা গাট্টা। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (বাই) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করলেন তিনি। অন্য দিকে, জ্বালা চাইলে তাঁকে সাহায্য করার আশ্বাস দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহ। এমনকী জ্বালার সঙ্গে বাই-এর বিবাদ মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনেও আপত্তি নেই তাঁর।
এ দিন দিল্লিতে জ্বালার ব্যাপারে প্রশ্ন করা হলে ক্রীড়ামন্ত্রী বলেন, “জ্বালার শাস্তির খবরটা সংবাদমাধ্যম মারফত জেনেছি। এ ব্যাপারে ও চাইলে আমরা ওকে সাহায্য করতে তৈরি। বাই-এর প্রেসিডেন্ট অখিলেশ দাশগুপ্তের সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে ফেলার চেষ্টাও করতে পারি আমি। কিন্তু আগে জ্বালাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটুকু বলব, জ্বালা ইস্যুতে কেউ এখনও আমার সঙ্গে যোগাযোগ করেনি।”
জ্বালার ব্যাপারে বাই যে তিন সদস্যের কমিটি গড়েছে, তারা যত দিন না রিপোর্ট জমা দিচ্ছে, তত দিন জ্বালা কোনও আন্তর্জাতিক বা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছিল বাই। জ্বালা সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়েছেন হাইকোর্টে। নিজের বাবা ক্রান্তি গাট্টার সঙ্গে জ্বালা গতকালই দিল্লি চলে এসেছিলেন। শাস্তির বিষয়টি নিয়ে তিনি নিজের আইবিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি স্ম্যাশার্স-এর আইনজীবীদের সঙ্গে আলোচনাও করেন। এ দিন হাইকোর্টে মামলা দায়ের করার পর জ্বালা মুখ না খুললেও তাঁর বাবা বলে দেন, “এক মাসের মধ্যে ডেনমার্কে এবং ফরাসি ওপেনে খেলার কথা ছিল জ্বালার। কিন্তু বাই-এর এই অদ্ভূত সিদ্ধান্তে আমার মেয়ের এই দুই চ্যাম্পিয়নশিপে নামা বন্ধ হয়ে যাচ্ছে। তাই আর কোনও উপায় না দেখে বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছি আমরা।” |