|
|
|
|
কোচের সঙ্গে সমঝোতা টোলগের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোচের সঙ্গে যুদ্ধ নয়, আপাতত সমঝোতা করে নিলেন টোলগে ওজবে। আলোচনায় বসে অস্ট্রেলীয় স্ট্রাইকার তাঁর কোচকে জানিয়ে দিলেন, “আপনি যেখানে আমাকে খেলাবেন সেখানেই খেলব।” ফলে শেষ পর্যন্ত আজ, বৃহস্পতিবার সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফ সি-র বিরুদ্ধে প্রথম একাদশে টোলগেকে রেখেই দল সাজাচ্ছেন আজিজ।
টোলগের আচরণে এবং খেলা দেখে প্রচণ্ড চটেছিলেন মহমেডান কোচ আজিজ। টোলগে যে দলের বোঝা সেটাও বুঝিয়ে দিয়েছিলেন তিনি। কর্তারা কোচের পাশে দাঁড়ানোয় টোলগে সিঁদুরে মেঘ দেখেন। কলকাতা থেকে কর্তাদের নির্দেশে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় কোচের সঙ্গে বৈঠকে বসেন টোলগে। টিম সূত্রের খবর, আলোচনার সময় আজিজ পরিষ্কার বলে দেন, “আমি যেখানে তোমাকে খেলাচ্ছি সেখানে খেলেই তুমি গোল পাচ্ছ। তা হলে সমস্যা কোথায়?” দলের স্ট্রাইকারকে খেলার ব্যাপারে আরও মনযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। জানিয়ে দেন, “যে জায়গায় আমি খেলাচ্ছি সেখানেই খেলতে হবে।” আজিজের শর্তে রাজি হয়ে যান টোলগে।
এ দিকে, চোট পাওয়া ব্রাজিলীয় লুসিয়ানো সাব্রোসার জায়গায় মোহনবাগানের বাতিল ডিফেন্ডার রাকেশ মাসিকে সই করাল মহমেডান। এ দিন সই করেই রাতে বেঙ্গালুরু উড়ে গেলেন জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার মাসি। দলের সঙ্গে কোনও রকম অনুশীলন ছাড়াই আজ বৃহস্পতিবার সুনীল ছেত্রীদের আক্রমণ সামলাতে স্টপারে সন্দীপ সঙ্ঘার সঙ্গে নামবেন তিনি। |
বৃহস্পতিবারে
আই লিগ
মোহনবাগান : পুণে এফসি (পুণে, ৭-০০),
মহমেডান : বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু, ৪-০০),
চার্চিল : রাংদাজিদ (শিলং, ৩-৩০) |
পুরনো খবর: টোলগের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন আজিজ
|
|
|
|
|
|