টুকরো খবর |
নেমেই বিপন্ন বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রোহতাকের বাউন্সি উইকেট। আর তাতেই রঞ্জির আগে প্রথম প্র্যাকটিস ম্যাচে নেমে বিপন্নতার মুখে পড়ে গেল বাংলা ব্যাটিং। বুধবার প্রথমে ব্যাট করে হরিয়ানা ১৪২ করে অল আউট হয়ে যায়। পায়ের পেশিতে আচমকা টান ধরায় অধিনায়ক অজয় জাডেজা আজ নামতে পারেননি। বাংলার সন্দীপন দাস তিন উইকেট তোলেন। পরে ব্যাট করতে নেমে বাংলা ব্যাটিংও প্রবল বেকায়দায় পড়ে গিয়েছে। দিনের শেষে তারা ৪৮-৬। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, রোহতাকের উইকেট এতটা গতিময় হতে পারে, তা নাকি আগেভাগে আন্দাজ করা যায়নি। আপাতত ক্রিজে আছেন সন্দীপন দাস (৮ ন:আ:) ও শ্রীবৎস গোস্বামী (১২ ন:আ:)।
পুরনো খবর: কোচ-ক্যাপ্টেন জাডেজার বিরুদ্ধে নামছে বাংলা
|
অ্যাসেজে নেই হটস্পট |
নভেম্বরে অস্ট্রেলিয়ায় অ্যাসেজ সিরিজে হটস্পট ব্যবহার হবে না। হটস্পটের উদ্ভাবক ওয়ারেন ব্রেনান জানিয়েছেন, এই সিদ্ধান্তটা চ্যানেল নাইন-এর। সিরিজে হটস্পট ব্যবহার করার জন্য চ্যানেল নাইনকে দিনে ১০ হাজার ডলার দিতে হত। পাঁচ টেস্টের সিরিজের জন্য খরচ পড়ত আড়াই লক্ষ ডলার। মূলত আর্থিক কারণেই চ্যানেল নাইন হটস্পট সরানোর সিদ্ধান্ত নিয়েছে বলা হচ্ছে।
|
বল বিকৃতির নয়া দাওয়াই |
বল বিকৃতি রুখতে আইসিসি-র নতুন নিয়মে বলের গায়ে কারিকুরির খেসারত দিতে হবে অধিনায়ককে। বল বিকৃতি দেখলে আম্পায়াররা এক বারই ফিল্ডিং দলের অধিনায়ককে সতর্ক করে বল পাল্টে দেবেন। একই ঘটনা আবার ঘটলে ফিল্ডিং দলের অধিনায়কের বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হবে। ফিল্ডিং দলের পাঁচ রান পেনাল্টিও হবে।
|
অভিষেকের চার উইকেট |
অভিষেক নায়ার (৪-৬১) ও ধবল কুলকার্নির (৩-৬০) সামনে ২৬৮-তে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’-র প্রথম ইনিংস। তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত ‘এ’ ১০-০। ক্রিজে আছেন গৌতম গম্ভীর ও ভি এ জগদীশ। প্রথম দুই সেশনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা ভাল খেললেও চা-বিরতির পরে পাঁচ উইকেট ফেলে দিয়ে ঘুরে দাঁড়ায় ভারত ‘এ’। একটি উইকেট পেয়েছেন জাহির খান।
|
ইউনাইটেডের ড্র |
বিনীথের গোলে শুরুতে এগিয়েও বালেওয়াড়িতে মুম্বই এফসি-র বিরুদ্ধে ৩ পয়েন্ট হাতছাড়া করল ইউনাইটেড স্পোর্টস। রক্ষণের ভুলে তিন মিনিট পরেই সেই গোল শোধ করেন খালিদ জামিলের দলের সান্দজার আহমদি। দ্বিতীয়ার্ধ গোলশূন্য ছিল। এ দিন ফেডারেশনের শাস্তির জন্য টেকনিক্যাল এরিয়ায় ছিলেন না ইউনাইটেড কোচ সাতোরি। গ্যালারি থেকেই ছেলেদের নির্দেশ দেন। এই ড্রয়ের ফলে চার ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট এখন সাত।
পুরনো খবর: দুই ম্যাচ সাসপেন্ড র্যান্টিদের ডাচ কোচ |
|