তাঁর কোচ মহম্মদ আরিফের পরামর্শে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার (বাই) বিরুদ্ধে আদালতে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে দিলেন জ্বালা গাট্টা। জ্বালার বাবা ক্রান্তি গাট্টাও এ দিন বলে দিয়েছেন, তাঁর মেয়ে এর বিরুদ্ধে লড়াই করবেন।
ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে (আইবিএল) বঙ্গা বিটসের ম্যাচে বিপক্ষ দল উপযুক্ত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে একজন প্লেয়ারকে বদল করা সত্ত্বেও ক্ষোভে ফেটে পড়েন দিল্লি স্ম্যাশার্সের আইকন প্লেয়ার জ্বালা। প্রকাশ্যেই প্রচুর বিতর্কিত মন্তব্য করেছিলেন। যার জেরে বাই ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম গ্ল্যামারাস প্লেয়ার জ্বালাকে আজীবন নির্বাসনে পাঠানোর প্রস্তাব দিয়েছে সম্প্রতি। যদিও এক সময়ের জাতীয় চ্যাম্পিয়ন অরবিন্দ ভট্ট-সহ দেশের প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়াররা জ্বালাকে আজীবন নির্বাসনে পাঠানোর প্রস্তাবকে ‘হাস্যকর’, ‘ভীষণ কঠোর’ সিদ্ধান্ত বলেছেন। সোজা কথায়, বাই-এর বিরুদ্ধে পাল্টা লড়াইয়ে খানিকটা সহানুভুতির জমি পেয়ে গিয়েছেন সাইনা নেহওয়াল-পি ভি সিন্ধুর শহর হায়দরাবাদের ব্যাডমিন্টন-কন্যা জ্বালা।
আর সেটা এ দিন রাতেই বোঝা গিয়েছে। যখন বাই থেকে জানানো হয় যে, জ্বালার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন জনের একটি স্বাধীন কমিটি গড়া হয়েছে। এক মাসের মধ্যে সেই কমিটি বাই-এর কাছে রিপোর্ট জমা দেবে। এই সময়ের মধ্যে জ্বালাকে কোনও আন্তর্জাতিক এমনকী ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্যও ফেডারেশন বিবেচনা করবে না। জ্বালা এ দিন পর্যন্ত বাই থেকে কোনও চিঠি না পেলেও রাতের দিকে ফেডারেশনের তরফে জানানো হয়েছে, তাঁকে দ্বিতীয় শো-কজের চিঠি শীঘ্রই পাঠানো হবে।
যদিও এই মুহূর্তে কোচ আরিফের পরামর্শে জ্বালা মুখে কুলুপ এঁটে রয়েছেন। “হ্যাঁ, আমিই ওকে বলেছি, যতক্ষণ না ফেডারেশন থেকে এই মর্মে কোনও নোটিস পাচ্ছ, এ ব্যাপারে মিডিয়া বা কারও কাছে কোনও প্রতিক্রিয়া দিও না। জ্বালা আদালতেও যেতে পারে। সত্যি বলতে কী, আমি ওকে এও বলেছি বাই-এর বিরুদ্ধে তোমার সম্মান অবমাননার দায়ে মামলা করো,” এ দিন বলেন প্রাক্তন জাতীয় কোচ আরিফ। যিনি জ্বালা ছাড়া সিন্ধুরও প্রথম কোচ। অন্য দিকে, বাই প্রেসিডেন্ট অখিলেশ দাশগুপ্ত আবার বলেছেন, জ্বালা যদি নিঃশর্ত ক্ষমা চান তা হলে তাঁকে আজীবন নির্বাসিত করার প্রস্তাব ফেডারেশন পুনর্বিবেচনা করে দেখবে।
কিন্তু এ দিনই জ্বালার বাবা যে ভাবে সাংবাদিক সম্মেলন করে বাই-কে আদালতে টেনে নিয়ে যাওয়ার কথা বলেছেন, তার পর তাঁর মেয়ের ফেডারেশনের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সম্ভাবনা দেখছে না দেশের ব্যাডমিন্টন মহল। জ্বালার বাবা বলেছেন, “ও (জ্বালা) বাইয়ের বিরুদ্ধে লড়াই করবে। প্রয়োজনে আদালতে যাবে।” তাঁর দাবি, আইবিএলের সেই ম্যাচে দলের ক্যাপ্টেন হিসেবে জ্বালা সঠিক প্রতিবাদই করেছিলেন। যা করেছিলেন টুর্নামেন্টের আইনের মধ্যে থেকেই করেছিলেন।
|