ফেডেরার এখন ডাবলসে সাফল্যের খোঁজে
ছরের শেষ মাস্টার্স টুর্নামেন্টে সিঙ্গলসের পাশাপাশি ডাবলসেও খেলছেন রজার ফেডেরার। সোমবারই এটিপি প্রকাশিত বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সিঙ্গলসে প্রাক্তন বিশ্বসেরা ফেডেরার আরও এক ধাপ নেমে সাতে চলে গিয়েছেন। এ বছর তাঁর খেতাব মাত্র একটি ঘরের মাঠে হ্যাল গ্রাসকোর্ট। সেই টুর্নামেন্টেই মরসুমের একমাত্র ডাবলস ম্যাচ টমি হাস-কে নিয়ে খেলে হেরেছিলেন ফেডেরার। স্বদেশে পেশাদার সার্কিটে ডাবলস খেলার তাও একটা মানে আছে। কিন্তু চিনের হার্ডকোর্টে একত্রিশোর্ধ্ব ফেডেরারের স্থানীয় প্লেয়ার জি জাং-কে (যাঁর সিঙ্গলস ও ডাবলসে বিশ্ব র‌্যাঙ্কিং যথাক্রমে ২৭১ ও ৪৩৭) সঙ্গী করে ওয়াইল্ড কার্ডে ডাবলসে নামাটা টেনিসমহলের কাছে আশ্চর্যের।
এ বছর সিঙ্গলসে ৩৫-১২ জয়-হারের অধিকারী ফেডেরারের কেরিয়ার সিঙ্গলস খেতাবের সংখ্যা যেখানে ১৭টি গ্র‌্যান্ড স্ল্যাম-সহ ৭৭, সেখানে ডাবলস খেতাব মাত্র আটটি। তার মধ্যে বেজিং অলিম্পিক ডাবলসের সোনার পদক (সঙ্গী ওয়ারিঙ্কা) থাকলেও পাঁচ বছর আগে সেটাই ফেডেরারের শেষ ডাবলস খেতাব। ফলে সাংহাইয়ে হাজার এটিপি পয়েন্টের মাস্টার্সে সিঙ্গলসে পঞ্চম বাছাই ফেডেরার এক সপ্তাহের স্বল্পমেয়াদি টুর্নামেন্টে ডাবলসে খেলার বাড়তি চাপ কেন নিলেন সেটাও টেনিসমহলের কাছে একটা প্রশ্ন। সিঙ্গলসেও তাঁকে প্রথম ম্যাচেই লেটন হিউইটের মতো তারকার চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে।
ডাবলস কোর্টে ফেডেরার। সঙ্গী জি জাং। সাংহাইয়ে সোমবার। ছবি: এপি।
যদিও এ দিন ডাবলসে প্রথম রাউন্ডে ফেডেরার-জাং জুটি রুশ-দক্ষিণ আফ্রিকান জুড়ি দিমিত্রি তুরনুসভ-কেভিন অ্যান্ডারসনকে ৬-২, ৬-১ হারিয়ে ভাল শুরু করেছে। আগেই হেরে না গেলে তাৎপর্যপূর্ণ ভাবে সেমিফাইনালে ফেডেরারদের সঙ্গে লড়াই সদ্য জাপান ওপেন জয়ী ইন্দো-ফরাসি জুটি রোহন বোপান্না-রজার ভাসেলিনের। সাংহাইয়ে বোপান্নারা ষষ্ঠ বাছাই। তাঁদের অন্য অর্ধে আছেন তৃতীয় বাছাই লিয়েন্ডার পেজ-ড্যানিয়েল নেস্টর জুটি। ৪১ বছরের নেস্টরকে নিয়ে চল্লিশের লিয়েন্ডার তাঁর এ বছরের প্রথম খেতাব জিতেছিলেন উইনস্টন-সালেম টুর্নামেন্টে। তারপরই স্টেপানেককে নিয়ে লিয়েন্ডারের যুক্তরাষ্ট্র ওপেন জয়। সাংহাইয়ে প্রথম ম্যাচে লিয়েন্ডাররা খেলবেন সুইড-কানাডিয়ান জুটি রবার্ট লিন্ডস্টেড-ভাসেক পস্পিসিলের বিরুদ্ধে। এ দিকে, জাপান ওপেন জিতে বোপান্না ডাবলসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ উঠে পাঁচে পৌঁছেছেন। মেয়েদের ডাবলসে উপর্যুপরি দু’সপ্তাহে জাপান আর চিনে ডাবলস চ্যাম্পিয়ন হয়ে সানিয়া মির্জা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১-এ উঠে এসেছেন।

...পিছন ফিরে তাকানোটা আমার কাছে সময়ের অপচয়। আমার মনের অবস্থাটা এখন এ রকম ঠিক আছে, পরের বছরটা আমার দুর্দান্ত যাবে। যখন আমাকে পেশাদার ট্যুরে বেশির ভাগ সপ্তাহেই বেশি পয়েন্ট রক্ষায় নামতে হবে না। বরং অনেক বড় টুর্নামেন্টেই আমি নিজেকে ফেভারিট ভাবতে পারব। অথচ আমার ওপর ফেভারিটের চাপ থাকবে না। সে কারণে আমি সত্যিই ২০১৪ মরসুমের দিকে এখনই তাকিয়ে আছি। এ মরসুমের দিকে আর বেশি ফোকাসড্ থাকছি না। সে জন্যই ডাবলস খেলে উপভোগ করছি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.