ফের বিতর্কে জড়ালেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা। এ বার আইবিএল বিতর্কে তাঁকে আজীবন নির্বাসনের সুপারিশ করল সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি। অগস্টে আইবিএলের গ্রুপ লিগের লড়াইয়ে বঙ্গা বিটসের বিরুদ্ধে জ্বালার টিম দিল্লি স্ম্যাশার্স ম্যাচ বয়কটের হুমকি দেয়। শেষ মুহূর্তে চোট পাওয়া প্লেয়ার হু ইয়ুনের পরিবর্তে সিঙ্গলসে ডেনমার্কের ইয়ান ইয়র্গসেনকে নামাতে চেয়েছিল বঙ্গা বিটস। তাতে আপত্তি জানান জ্বালারা। শেষ পর্যন্ত পরিবর্ত হিসেবে অরবিন্দ ভাট নামলে সমস্যা মেটে। দিল্লির আইকন প্লেয়ার হিসেবে জ্বালা আগাগোড়া এই ব্যাপারে জড়িত ছিলেন। অভিযোগ, তিনিই দিল্লির কয়েক জন প্লেয়ারকে উস্কেছিলেন ম্যাচ না খেলার জন্য। |
তাঁকে নিয়ে তোলপাড় ভারতীয় ব্যাডমিন্টন। জ্বালা কিন্তু নির্বিকার।
শনিবার অনন্তগিরির রাস্তায় নিজের ছবি টুইট করলেন।
|
এই আচরণের জন্য বিতর্কিত ব্যাডমিন্টন তারকাকে ১৪ দিনের শো-কজ নোটিসও ধরিয়েছিল বিএআই। যার উত্তরে জ্বালা জানিয়েছিলেন, “সিদ্ধান্তটা দিল্লি ফ্র্যাঞ্চাইজির ছিল। ব্যক্তিগত নয়। টিম মালিকরাই আমায় এ রকম করতে বলেছিলেন।” জ্বালার উত্তরে খুশি হয়নি বিএআই। পাশাপাশি দিল্লি স্ম্যাশার্সকে এই ব্যাপারে তাদের অবস্থান জানতে আইবিএল গভনির্ং কাউন্সিল চিঠি দিয়েছে। তারা এখনও কিছু জানায়নি।
তবে গোটা ব্যাপারটা এখনও জ্বালার হাতের বাইরে চলে যায়নি। আইবিএল বিতর্কের জন্য বিআইএ-র কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে তিনি পার পেয়ে যেতে পারেন। বিএআই-র শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান এস মুরলীধরন বলে দেন, “ব্যাপারটা এখন বিএআই প্রেসিডেন্ট অখিলেশ দাশগুপ্তের এক্তিয়ারে। নিঃশর্ত ক্ষমা চাইলে জ্বালাকে সব অভিযোগ থেকে মুক্ত করা হতে পারে।” গোটা ঘটনায় জ্বালা অবশ্য রীতিমতো অবিচলিত। শনিবারই তাঁকে দেখা যায় অন্ধ্রপ্রদেশের অনন্তগিরি পাহাড়ে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলতে। পরে তিনি টুইটারে নিজের সেই ছবি পোস্টও করেন। |