নতুন প্রতিভা।তাঁর সম্পর্কে বলা হচ্ছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য স্যর অ্যালেক্স ফার্গুসনের বিদায়ী উপহার। দিন দু’য়েক আগেই ইপিএলে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে ডেভিড মোয়েসের দলকে বাঁচিয়েছেন তিনি। ফার্গুসন বলেছেন, গতি আর টেকনিকের মিশেল এত অল্প বয়সে খুব কম ফুটবলারের মধ্যে দেখা যায়।
তিনি ফুটবল বিশ্বের সব চেয়ে আলোচিত তরুণ প্রতিভা আদনান জানুজাজ। তাঁর সম্পর্কে আরও একটা চমকপ্রদ তথ্য এই মুহূর্তে কোনও দেশের নাগরিক নন জানুজাজ। কিন্তু পাঁচটা দেশ ঝাঁপিয়েছে এই তরুণ ফুটবলারকে জাতীয় দলের হয়ে খেলানোর জন্য। জানুজাজকে নিতে মরিয়া ইংল্যান্ড। তালিকায় আরও আছে আলবেনিয়া, তুরস্ক, বেলজিয়াম এবং সার্বিয়া।
জানুজাজ জন্মেছেন বেলজিয়ামের ব্রাসেলস শহরে। তাই জন্মস্থান হিসাবে বেলজিয়ামের হয়ে খেলার কথা তাঁর। আবার মা-বাবা আলবেনিয়ার হওয়ায় সেই দেশও চেষ্টা করছে তাদের হয়ে জানুজাজকে খেলাতে। দাদু তুরস্কের হওয়ায়, তারাও চাইছে জানুজাজকে। জানুজাজের পূর্বপুরুষ আবার এসেছেন কসোভো থেকে। ফলে সার্বিয়ার জার্সিও পরতে পারেন তিনি। |
সব চেয়ে আগ্রহী অবশ্য ইংল্যান্ড। সান্ডারল্যান্ডের বিরুদ্ধে জানুজাজের দুরন্ত পারফরম্যান্স দেখে দলের মহাতারকা ওয়েন রুনি বলেছিলেন, “আমি জানি না নিয়ম কী। কিন্তু ষোলো বছর বয়স থেকে জানুজাজ ইংল্যান্ডে আছে। আশা করছি আমাদের ফুটবল সংস্থা সব রকম চেষ্টা চালাবে ওকে ইংল্যান্ডের জার্সিতে খেলানোর জন্য।” শুধুমাত্র রুনি নয়। জানুজাজের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ড ম্যানেজার রয় হজসনও। বলেন, “আমার চোখ আছে ও-র ওপরে। নিশ্চয়ই কোনও রাস্তা আছে যার সাহায্যে জানুজাজ ইংল্যান্ডের হয়ে খেলতে পারবে।”
ফিফার নিয়ম অনুযায়ী কোনও ফুটবলার আঠারো বছর বয়স হওয়ার পর থেকে টানা পাঁচ বছর একটা দেশে থাকলে, আন্তর্জাতিক মঞ্চে সেই দেশের হয়ে খেলতে পারবেন। তাই ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেলেও হিসাব মতো ২০১৮-র আগে আন্তর্জাতিক অভিষেক ঘটবে না জানুজাজের। পাশাপাশি ম্যান ইউয়ের তরুণ তারকাকে বেলজিয়ামের হয়ে খেলাতে বদ্ধপরিকর সে দেশের কোচ মার্ক উইলমোটস। তাঁর বক্তব্য, “জন্মস্থান হিসাবে বেলজিয়ামের হয়ে খেলা উচিত ওর। জানুজাজকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কী করতে চায়।” এর আগে বেলজিয়ামের অনূর্ধ্ব আঠারো দলের থেকে ডাক পেলেও খেলতে প্রবল আপত্তি করেন জানুজাজ।
দেশের মতো তাঁর ক্লাব ভবিষ্যৎও এখনও পরিষ্কার নয়। এই বছরের পরেই ম্যান ইউর সঙ্গে জানুজাজের চুক্তি ফুরিয়ে যাচ্ছে। যার পরে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তাঁকে সই করাতে আগ্রহী জুভেন্তাসও। তবে মোয়েস ইতিমধ্যেই জানুজাজের জন্য নতুন চুক্তি তৈরি করে বসে আছেন। ব্রিটিশ প্রচারমাধ্যম অনুযায়ী, যে চুক্তির মেয়াদ হবে চার বছর। জানুজাজের সাপ্তাহিক বেতন হতে পারে ৬০ হাজার পাউন্ড। |