|
|
|
|
আজ শুরু দলীপ সেমিফাইনাল |
ঋদ্ধিদের বিরুদ্ধে নামার আগে তেতে ‘টার্বুনেটর’
সংবাদ সংস্থা • কোচি |
মুন্বই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি ফাইনালের ফর্ম দলীপ ট্রফিতেও ধরে রাখতে চাইছেন হরভজন সিংহ। জানিয়ে রাখলেন যে, ফর্ম্যাট ভিন্ন হতে পারে, কিন্তু নিজের পারফরম্যান্স ধরে রাখার ব্যাপারে একই রকম আত্মবিশ্বাসী তিনি।
বৃহস্পতিবার কোচিতে দলীপ সেমিফাইনালে ঋদ্ধিমান সাহার পূর্বাঞ্চলের বিরুদ্ধে নামছেন উত্তরাঞ্চল অধিনায়ক হরভজন। পূর্বাঞ্চল অধিনায়ক হিসেবে এই প্রথম নামতে চলেছেন ঋদ্ধিমান। টিমে চোট-আঘাতের কোনও খবর বিশেষ নেই। ঋদ্ধিমান ছাড়া বাংলা থেকে আছেন অশোক দিন্দা, অনুষ্টুপ মজুমদাররাও। তবে চোট থাকার কারণে মনোজ তিওয়ারি নেই। পুরো ফিট না হওয়ার কারণে লক্ষ্মীরতন শুক্লও নিজেকে সরিয়ে নিয়েছিলেন দলীপের দল নির্বাচনের সময়। |
চলছে পিচ পরীক্ষা। বুধবার কোচিতে। ছবি: পিটিআই। |
তবে লক্ষ্মী-মনোজ না থাকলেও পূর্বাঞ্চলকে হালকা ভাবে নিচ্ছেন না হরভজন। বলছেন, “ওরা ভাল কিছু করেছে বলেই তো পরপর দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। পূর্বাঞ্চল খুবই ভাল দল। তাই সেমিফাইনাল ম্যাচকে কোনও ভাবেই হালকা করে নেওয়ার উপায় নেই।” সঙ্গে যোগ করছেন, “একটা ফর্ম্যাট থেকে আর একটা ফর্ম্যাটে ঢুকতে গেলে কিছুটা অ্যাডজাস্টমেন্ট তো করতেই হয়। আমাকেও করতে হবে। কিন্তু সেটা নতুন কিছু নয়। আমার কাছে ম্যাচ খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত বেশি প্রতিযোগিতামূলক ম্যাচে আমি বল করব, তত আমার উন্নতি হবে। প্রায় সাত মাস পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামব আমি। লম্বা স্পেল করার দিকে নজর থাকবে।” |
|
|
|
|
|