|
|
|
|
|
তারুণ্যের ছটফটানি
ভারতের কাজে দেবে রবি শাস্ত্রী |
|
কাগজে-কলমে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলটা অতিসাধারণ। ইংল্যান্ডে গত গ্রীষ্মে একটা ম্যাচ ছাড়া এই ফর্ম্যাটের ক্রিকেটে ওরা প্রায় এক বছর কিছু জেতেনি। আইসিসি-র টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া শুধু নিউজিল্যান্ড আর আফগানিস্তানের উপরে আছে। ওদের দেশের দু’টো সেরা টি-টোয়েন্টি রাজ্য দল অতি সম্প্রতি ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলতে এসে তেমন কিছুই করে দেখাতে পারেনি।
কিন্তু অস্ট্রেলিয়া দলের ভাঁড়ারে ঢুঁ মারলে চমকে যাওয়ার মতো রসদ পাবেন। বেশ ভাল জাতের কয়েকজন ক্রিকেটার আছে ওদের দলে। ভারতীয় পরিবেশে খেলে অভ্যস্ত বেশ ক’জন অস্ট্রেলীয় প্লেয়ার এখন ওদের জাতীয় দলের হয়ে কাজে নেমে পড়তে তৈরি। গ্লেন ম্যাক্সওয়েলের গায়ে সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ফাইনালে দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুগন্ধ লেগে আছে। অ্যারন ফিঞ্চ বিপক্ষের বোলারদের সামনে দুঃস্বপ্ন হয়ে উঠতেই পারে। টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় ও-ই শীর্ষে। শেন ওয়াটসন, মিচেল জনসন, মোজেস এনরিকেরা টি-টোয়েন্টিতে রীতিমতো সম্মাননীয় প্লেয়ার। নিক ম্যাডিনসনের মতো তরুণ অলরাউন্ডার বৃহস্পতিবার একটা রাতের জন্যই অস্ট্রেলিয়া দলে থাকছে (কারণ এর পর সাত ম্যাচের ওয়ান ডে সিরিজে ও সুযোগ পায়নি)। কিন্তু সেই একটা রাতই ওকে পরের আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির পথ দেখাতে পারে।
আরও বলার কথা যে, টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া সব সময় ভারতের ওপর প্রভুত্ব দেখিয়েছে। সব মিলিয়ে ৪-৩ ম্যাচে এগিয়ে ওরা। যার মধ্যে রয়েছে, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ওভার বাকি থাকতে ভারতকে ওদের ন’উইকেটে গুঁড়িয়ে দেওয়াও। যার সুবাদে অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওঠে আর ভারত বরাবরের মতো শ্রীলঙ্কার পরিবেশে সুবিধে করতে পারেনি।
বাংলাদেশে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যেহেতু আর ছ’মাসও দেরি নেই, সে জন্য ভারতীয় দলের এই ফর্ম্যাটে নিজেদের তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া দরকার। টিম ইন্ডিয়া এখন তারুণ্যের ছটফটানিতে ভরা। গত বছর শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের কমপক্ষে ন’জন ক্রিকেটার এই ভারতীয় টিম থেকে ছিটকে গিয়েছে। বর্তমান ভারতীয় দলের মতো ফিল্ডিং সাইড এ দেশের ক্রিকেটের ইতিহাসে কখনও দেখা যায়নি। ভারতের মাটিতে এই দু’দল এর আগে টি-টোয়েন্টিতে মুখোমুখি না হওয়ায় আমাদের ছেলেদের মনের ভেতর কোনও স্মৃতি-টিতি থাকারও কথা নয়।
ভারতীয় দলে টপঅর্ডার ব্যাটিংয়ে বীরু-গম্ভীর জুটির জায়গা নিয়েছে শিখর ধবন-রোহিত শর্মা। হরভজনের জায়গা জাডেজা। জাক-এর অনুপস্থিতি পূরণ করছে ভুবনেশ্বর কুমার। বালাজি-দিন্দারা ছিটকে গিয়েছে। যুবরাজকে আগের চেয়ে রোগা দেখাচ্ছে। যেটা হয়তো ওর সাফল্যের ইঙ্গিত। ভারতীয় দলে তরুণ রক্ত আমদানির পলিসি টি-টোয়েন্টি ক্রিকেটেও কাজ দেওয়া উচিত। |
|
|
|
|
|