এল ক্লাসিকো মানেই লিও মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জিভে জল আনা লড়াইয়ের লাইভ ‘অ্যাকশন’। গত চার মরসুমে এটাই ছিল চেনা ছবি।
কিন্তু শনিবার ন্যু কাম্পের মহারণের ইউএসপি বার্সেলোনার ‘রাজপুত্র’ আর রিয়াল মাদ্রিদের ‘মিসাইল’ শুধু নন, বরং দুই মহাতারকা ‘জুটি’র লড়াই। মেসি-নেইমার বনাম রোনাল্ডো-বেল। কে কাকে ছাপিয়ে যেতে পারেন সেই যুদ্ধ। গোটা বিশ্বে আগ্রহ তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে সমর্থকদের। এর মধ্যে আবার সবচেয়ে বড় প্রশ্নটা তুলে দিয়েছেন গ্যারেথ বেল নিজেই। বিশ্বের সবচেয়ে দামি ম্যাচে (দু’দলের ২২ ফুটবলারের মূল্য ৪১৭ মিলিয়ন পাউন্ড) বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার প্রথম থেকে নিশ্চিত নন! ‘ওয়েলশ উইজার্ড’-এর ফিটনেসের যা অবস্থা, নিজেই জানেন না কোচ কার্লো আন্সেলোত্তি প্রথম একাদশে তাঁকে নামাবেন কি না। প্রাক্তন টটেনহ্যাম হটস্পার ফুটবলার বুধবার জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ ম্যাচে মাঠে ছিলেন ২৭ মিনিট। আহামরি কিছুই করতে পারেননি। ম্যাচের পর যতই আন্সেলোত্তি বলুন, “বেল শুরু থেকে নামার জন্য তৈরি”। তবু ওয়েলশ মহাতারকার আত্মবিশ্বাস তুঙ্গে বলা যাচ্ছে না। “জানি না, প্রথম থেকে নামতে পারব কি না। এ সপ্তাহের ম্যাচে কয়েক মিনিট মাঠে নেমেছি। তবে ট্রেনিংটা বেশ ভালই করেছি। মনে হচ্ছে ফিটই আছি। বাকিটা ম্যানেজারের সিদ্ধান্ত। প্রথম থেকে মাঠে নামাবেন, না রিজার্ভে রাখবেন,” বলেন বেল। |
‘ব্রাজিলের বোমা’ নেইমার যখন ন্যু কাম্পে নামার জন্য ছটফট করছেন বেল তখন প্রথম এল ক্লাসিকোয় নামার চাপ সামলাতে ব্যস্ত। সেটা ভেবেই বেলকে আগলে রাখার কাজটা সিআর সেভেন যদিও আগেই শুরু করে দিয়েছিলেন। চলতি সপ্তাহেই মাদ্রিদে সাংবাদিকদের নতুন ‘গ্যালাকটিকো’র কাঁধে ম্যাচ নিয়ে বেশি চাপ না দেওয়ার কথা বলেছিলেন পতুর্গাল তারকা। তাতে কাজও যে হয়েছে বেলের কথাতেই স্পষ্ট, “এই ম্যাচের অভিজ্ঞতা ওর রয়েছে। আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিচ্ছে। আমি প্রথম থেকেই নামতে চাই। রিয়ালে আসার পর প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছি। এই ম্যাচটাতেও সেটাই চাই।”
ফর্মের বিচারে মরসুমের প্রথম এল ক্লাসিকোয় এগিয়ে ‘বার্সেলানোর জোড়া বোমা’ই। চোট সারিয়ে মাঠে ফেরার পর গোলের মধ্যে আছেন মেসি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মিলানের বিরুদ্ধে গোলও করেছেন। জাতীয় দলের জার্সি গায়ে যে বিস্ফোরণটা প্রায়ই দেখান, বার্সায় নেইমারের সেই ফর্মটাও বাকি রয়েছে। বড় মঞ্চে জ্বলে ওঠার নেইমারের সহজাত প্রবণতা তাই বার্সার অ্যাডভান্টেজ। বেলের ফিটনেস নিয়ে সংশয় থাকায় রিয়ালের দুর্গ সামলানোর দায় তাই অনেকটাই সিআর সেভেনের উপর। চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যেই গোলোর বন্যা বইয়ে দুর্ধর্ষ ফর্মের ইঙ্গিত দিলেও রোনাল্ডো বার্সার জোড়া ফলার চ্যালেঞ্জ ছাপিয়ে যেতে পারেন কি না এখন সেটাই দেখার।
|