শেষ হার্ডল বুফোঁকেও পিছনে ফেলে গোলমুখী রোনাল্ডো। ছবি: এএফপি। |
আবার বার্সেলোনার সংবাদমাধ্যমের বক্তব্য হল, “চোট থেকে ফিরে আসা মেসি ম্যাজিক দেখাবে শনিবার।” জুভেন্তাসের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এল ক্লাসিকোর প্রসঙ্গ নিয়ে রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি বলেন, “আরও ভাল খেলতে হবে। ভুললে চলবে না আমরা রিয়াল মাদ্রিদ। শনিবার লিগ মরসুমের সবচেয়ে বড় ম্যাচ। এল ক্লাসিকোয় জিততে হলে পারফেক্ট ফুটবল খেলতে হবে।” আন্সেলোত্তির মতো এল ক্লাসিকোর সর্বপ্রথম স্বাদ পেতে চলেছেন বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো। ওসাসুনা এবং এসি মিলানের সঙ্গে ড্র করলেও, শনিবারের জন্য তাঁর দল প্রস্তুত, সে কথাই জানালেন মার্টিনো। বলেন, “আমার কোনও সন্দেহ নেই দল ভাল অবস্থায় আছে। ইচ্ছা ছিল এল ক্লাসিকোর আগে ওসাসুনা এবং মিলানের সঙ্গে জিতব। সেটা না হলেও কিন্তু শনিবারের জন্য প্রস্তুত বার্সেলোনা।” কোচের সঙ্গে একমত রক্ষণের অন্যতম অস্ত্র কার্লোস পুয়োলও। বলেন, “লিগ কে জিতবে তা এই ম্যাচ থেকে হয়তো বোঝা যাবে না। কিন্তু লিগ মরসুমের সবচেয়ে বড় ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে।” সঙ্গে পুয়োল যোগ করেন, “আমাদের রক্ষণ খুব ভাল। রিয়াল প্রতিআক্রমণে ভাল হলেও ঘরে অ্যাডভান্টেজ আমাদের।”
পাশাপাশি কেরিয়ারের প্রথম ‘এল ক্লাসিকো’ খেলতে নামার আগে আত্মবিশ্বাসী মেজাজে নেইমার। বলেন, “আমি আগেও ডার্বিতে খেলেছি। ব্রাজিলে পালমেইরাসের বিরুদ্ধে খেলা ক্লাসিকোর মতোই।” রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোর সঙ্গে প্রতিদিনই যোগাযোগ রাখছেন, সেই কথা জানিয়ে নেইমার যোগ করেন, “মার্সেলো আমার ব্রাজিলের সতীর্থ। ওর সঙ্গে প্রায় প্রতিদিন কথা হয়। ইদানীং এল ক্লাসিকো নিয়ে খুব ঝগড়াও হচ্ছে।” |
সিআর সেভেন বনাম বার্সেলোনা |
এলএম টেন বনাম রিয়াল মাদ্রিদ |
ম্যাচ ১৯,
গোল ১২
হ্যাটট্রিক ০ |
ম্যাচ ২৫,
গোল ১৮
হ্যাটট্রিক ১ |
ক্লাসিকো অভিষেক |
ক্লাসিকো অভিষেক |
(২৯ নভেম্বর ২০০৯) ০-১ হার |
(১৯ নভেম্বর ২০০৫) ৩-০ জয় |
|
|