First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

হুগলিতে গেঁথে গেল নতুন যুদ্ধজাহাজ
বাজছে ঢাক, তরুণীকে নির্যাতন করে খুন
আসতে দেরি, যেতে নয়,
কর্মসংস্কৃতির বদল নেই নবান্নেও
কাল সাড়ে ১১টা নাগাদ রবীন্দ্র সদনের সামনে এসে দাঁড়াল সরকারি বাস। সামনে লেখা ‘নবান্ন যাইবে’। জনা তিরিশেক যাত্রী বসে রয়েছেন। তার মধ্যে ২৫ জনই সরকারি কর্মী। সকলেই যাবেন হাওড়ার মন্দিরতলায়, রাজ্য প্রশাসনের নতুন সদর দফতরে। বাস যখন পৌনে ১২টায় নবান্নে পৌঁছল, কন্ডাক্টর হাঁক মেরে বললেন, নেমে পড়ুন। সেই শুনে কার্যত আড়মোড়া ভেঙে সিট থেকে উঠে দাঁড়ালেন কয়েক জন। কিন্তু এত বেলায় নবান্নে! নির্দিষ্ট সময়ে অফিস পৌঁছনোর নিয়ম-কানুন কি উঠে গেল? মুখ খুললেন এক জন। নাম না লেখার শর্তে অর্থ দফতরের ওই প্রবীণ কর্মী বললেন, “ঢুকেই প্রথমে বেশ ক’টা জলের পাউচ নিতে হবে। এখানে জলের যা মান তাতে মুখে তোলা যায় না। তার জন্য লাইনে দাঁড়াতে হবে। এর পরে লিফটে যেতে হবে ১২ তলায়। সেখানেও আবার লাইন।” ওই কর্মী সাড়ে ১২টার আগে দফতরে পৌঁছতেই পারলেন না। তাঁর মতোই ওই বাসের অন্য সরকারি কর্মীদেরও।

এই সংক্রান্ত অন্য খবর

• নবান্নে ঘরে আগুন, নীরব অ্যালার্ম
‘চুরি’র জলে চলছে নার্সারি,
তৃষ্ণা মেটে না বাসিন্দাদের
পুরভোটের আগে পরিষেবা
নিয়ে চাপান-উতোর শহরে
সামনে জগদ্ধাত্রী পুজো। তার পরই পুরভোট। এই অবস্থায় রাস্তা তৈরি থেকে শুরু করে বেশ কিছু পরিষেবা সংক্রান্ত কাজ করা নিয়ে সমালোচনার মুখে কৃষ্ণনগর পুরসভা। পুরসভা সূত্রে জানানো হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রোড, অনন্তহরি মিত্র রোড, লক্ষ্মীকান্ত মৈত্র রোড, হাইস্ট্রিট, রাজা রোড, বসুলা রোড, আশুরায় রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর পাশাপাশি ব্যাঙ্ক লেন, চাষাপাড়ার রাজদে রোডের মতো একাধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে যাওয়ার রাস্তাগুলোও সংস্কার করা হচ্ছে বলে। পুরপ্রধান অসীম সাহা বলেন, ‘‘শহরের প্রায় ২০ কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে। বৃষ্টিতে কাজ থমকে গেলেও জগদ্ধাত্রী পুজোর আগে কাজ শেষ হয়ে যাবে।’’
মিউটেশনের ফাইল শেষ করতে
ছুটির দিনেও কাজ করার নির্দেশ
জমি কিনেছেন। কিন্তু কিছুতেই তা নিজের নামে হচ্ছে না (মিউটেশন)। জমির চরিত্র পরিবর্তনের (কনভার্সন) ক্ষেত্রেও একই। এ বার এই কাজে গতি আনতে তৎপর হল জেলা প্রশাসন। কাজ শেষ করতে শনিবার ও রবিবারেও অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের। তারই সঙ্গে প্রতিটি আধিকারিককে মাসে কত পরিমাণ মিউটেশনের কাজ করতে হবে তারও লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক গুলাম আলি আনসারি, জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত জেলার সমস্ত ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের নিয়ে কালেক্টরেটের সভাকক্ষে একটি বৈঠক করেন। বৈঠকে জেলাশাসক সাফ জানিয়ে দেন, “কাজ করতে হবে। কাজে ঢিলেমি চলবে না। গাফিলতি দেখলেই ব্যবস্থা নেওয়া হবে।” জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকও জানিয়ে দেন, “প্রত্যেককে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে নিয়মিত তা করে দেখাতে হবে।”
বালিকার সাহায্যে ফিরলেন পথহারা বৃ্দ্ধা
ধানগাছে বাদামি পোকার
উৎপাত, মানছেন কর্তারা
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা
উত্তরবঙ্গ

বর্ধমান

মুর্শিদাবাদ
মেদিনীপুর

কলকাতা


আজকের দিনে
• ১৯৮৫: অভিনেত্রী আসিন থোত্তুমকলের জন্ম। ২০০১-এ মালায়লম ছবিতে আত্মপ্রকাশ। ২০০৩-এ তেলুগু ছবিতে অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক সফলতা অর্জন করেন। ২০০৪-০৮ পর্যন্ত তামিল সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ২০০৮-এ ‘গজনী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ।

হপ্তা জুড়ে...
শনিবার রবিবার পাক্ষিক


প্রতি মাসের ১ ও ১৫ তারিখ

প্রতি মাসের ২১ তারিখ

সোমবার সারাবেলা

সপ্তাহে তিন দিন


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.