টাটকা খবর |
অবশেষে ধৃত কামদুনি-কাণ্ডের মূল অভিযুক্ত |
কামদুনি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত রফিকুল ইসলামকে অবশেষে গ্রেফতার করল সিআইডি। শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার শাসনের পারখড়িবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তার কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২৩ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গুলি বিদেশে তৈরি। নির্যাতিতা তরুণীর পরিবারের পক্ষ থেকে মূলত যে দু’জনের নামে অভিযোগ জানানো হয়েছিল তার মধ্যে আনসার আলিকে আগেই গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই গত পাঁচ মাস যাবত রফিকুলকে ধরার চেষ্টা চালিয়ে গিয়েছে সিআইডি। তাকে ধরতে না পারার জন্য আদালতে তিরস্কারও শুনতে হয়েছে সিআইডি-কে। আগামী কাল তাকে আদালতে হাজির করে পুলিশি হেফজতের আবেদন জানাবে সিআইডি বলে জানা গিয়েছে।
|
দুর্যোগ অব্যাহত, ভাসল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ |
অন্ধ্র উপকূলে সৃষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টিতে নাকাল সমগ্র বাংলা। তবে এখনই এর থেকে রেহাই পাওয়ার উপায় নেই রাজ্যবাসীর। উত্তর-পূর্বে নিম্নচাপ ধীরে ধীরে সরে যাওয়ায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দফতর সূত্রে খবর, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতেও। বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ায় নতুন করে প্লাবনের
আশঙ্কা দেখা দিয়েছে দুই মেদিনীপুর ও হুগলির বিভিন্ন জায়গায়। |
কোথায় কত বৃষ্টি |
স্থান |
পরিমাণ (মিলিমিটার) |
ডায়মন্ড হারবার |
২১৩ |
পূর্ব মেদিনীপুর |
১৬৫ |
মেদিনীপুর শহর |
১৩৫ |
পাঞ্চেত |
১১৪ |
কলকাতা |
১০৯ |
বর্ধমান |
১০৯ |
আসানসোল |
৯৬ |
কলাইকুণ্ডা |
৯০ |
দমদম |
৮৫ |
|
|
শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টিতে জল জমেছে শ্যামবাজার, শোভাবাজার, বিধান সরণি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গাঁধী রোড, গড়িয়াহাট, বেহালা, বালিগঞ্জ, খিদিরপুর, নিউ আলিপুর, কালীঘাট, ঢাকুরিয়া, কসবা, তারাতলা-সহ কলকাতার বিভিন্ন এলাকায়। আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ১০৯ মিলিমিটার। সকাল থেকেই শহরের রাস্তায় যানবাহন অত্যন্ত কম থাকায় অসুবিধায় পড়তে হয় নিত্যযাত্রীদের। অন্য দিকে টানা বৃষ্টিতে উত্তর কলকাতার পোস্তা ও সুকিয়া স্ট্রিটে দু’টি পুরনো বাড়ির অংশ ভেঙে পড়ে। পোস্তায় বাড়ি ভেঙে মৃত্যু হয় বাবা ও ছেলের। |
|
জলমগ্ন রাজপথ। ছবি: সুদীপ্ত ভৌমিক। |
রেল সূত্রে খবর, টিকিয়াপাড়া কারশেডে জল জমায় দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দেরিতে চলছে করমন্ডল এক্সপ্রেস, চেন্নাই মেল, ডাউন কালকা মেল, কামরূপ এক্সপ্রেস, অমৃতসর মেল। অন্য দিকে, বাতিল করা হয়েছে হাওড়া-যশোবন্তপুর ও ফলকনামা এক্সপ্রেস।
তবে কাল দুপুর থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। |
|
পোস্তার কাছে কটন স্ট্রিটে ভেঙে পড়া বাড়ির ছবি তুলেছেন সুদীপ্ত ভৌমিক।
|
বিপজ্জনক পরিত্রাণ |
|
বাস থামানোর চেষ্টা।
|
|
হাতল ধরে কোনওক্রমে ওঠার প্রয়াস।
|
|
চেষ্টা ব্যর্থ। বিপজ্জনক ভাবে দু’টি বাসের মাঝে পড়ে, শেষমেশ রক্ষা।
|
জলডুবি চিত্তরঞ্জন অ্যাভিনিউতে শনিবার দুপুরে প্রদীপ আদকের তোলা ছবি। |
|
জলভাসি হাওড়াও |
শুক্রবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে ফের বানভাসি হল হাওড়া। হাওড়া পুরসভার এলাকা থেকে বালি পুর ও পঞ্চায়েত এলাকার অধিকাংশ ওয়ার্ডই জলবন্দি। কোথাও দেড় ফুট তো কোথাও তিন ফুট জল দাঁড়িয়ে গিয়েছে। জিটি রোডও জলমগ্ন হয়ে পড়ায় যানবাহন চলাচলও কার্যত বন্ধ। বাড়ি থেকে, কারখানা-হাসপাতালে জল ঢুকে জনজীবনও কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। হাওড়ার মন্দিরতলায় নবান্নের সামনেও এ দিন হাঁটু জল জমে। জল ঢুকে যায় নবান্নের ভিতরেও। |
|
হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি বালি পুরসভার ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ডে জলবন্দি অবস্থা। সব থেকে খারাপ অবস্থা হাওড়া পুরসভার ৬, ৯, ২০ এবং ৩৮ নম্বর ওয়ার্ড এবং বালির ৩, ২৮ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড। বালি জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েত এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। এক তলা বাড়িতে জল ঢুকেছে। হাওড়া ও বালি দুই পুরসভাতেই জঞ্জাল অপসারণ, ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
হাওড়া ও বালি পুর এলাকায় ত্রাণ কার্য শুরু করা হয়েছে। জলবন্দি মানুষকে জলের পাউচ, চিড়ে, গুড় বিলি করা হচ্ছে। হাওড়া পুর এলাকায় ত্রাণ শিবিরও খোলা হয়েছে। |
বানভাসি অন্ধ্রে মৃত ২৯, বিপর্যস্ত ট্রেন চলাচল |
পাঁচ দিন ধরে টানা বর্ষণে অন্ধ্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। মৌসম বিভাগ জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, নিচু এলাকাগুলি থেকে প্রায় ৭২ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, গুন্টুর ও প্রকাশম জেলা। |
|
শ্রীকাকুলামে রাস্তার উপর দিয়ে বইছে জল। ছবি: পিটিআই। |
প্রশাসনের তরফে ৯ টি জেলায় ১৭৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে সমস্ত নদী। সেকেন্দরাবাদ-গুন্টুর শাখায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্ত ট্রেনকে ওয়ারাঙ্গল ও বিজয়ওয়াড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। বাতিল করা হয়েছে ভুবনেশ্বর-বেঙ্গালুরু প্রশান্তি এক্সপ্রেস ও ভুবনেশ্বর-বিশাখাপত্তনম এক্সপ্রেস।
|
উলুবেড়িয়ার শিশুর মৃ্ত্যু গর্ভেই, বলছে ময়না তদন্তের রিপোর্ট |
উলুবেড়িয়া হাসপাতালে প্রসবের সময় একটি সদ্যোজাত শিশুর ধড়-মুণ্ড আলাদা হয়ে যাওয়ার ঘটনার তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর।
শুক্রবার উলুবেড়িয়ার বীরশিবপুরের দত্তপাড়ায় বাসিন্দা সোমা মাজি নামে এক প্রসূতিকে ওই হাসপাতালের লেবার-রুমে নিয়ে গিয়ে প্রসব করানোর সময়েই এই কাণ্ড ঘটে।
হাওড়ার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে, ঘটনার দেড় দিন আগেই গর্ভাবস্থায় ওই শিশুটি মারা যায়। কিন্তু যে ভাবে ধড়-মুণ্ড আলাদা করে শিশুটিকে প্রসব করানো হয়েছে, তা নিয়ে হাসপাতালের সুপারের নেতৃত্বে একটি কমিটি তদন্ত শুরু করেছে।
|
গঙ্গারামপুরে পুলিশের ভূমিকায় প্রশ্ন |
গঙ্গারামপুরে পুজো মণ্ডপে তরুণীকে নির্যাতন করে খুনের ঘটনায় যৌন নির্যাতনের কোনও অভিযোগ দায়ের না করায় পুলিশের ভূমিকা নিয়েই নানা মহলে প্রশ্ন উঠেছে। অষ্টমীর রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালদিঘি এলাকার একটি ক্লাবের পুজোমণ্ডপে ২৬ বছরের মানসিক ভারসাম্যহীন তরুণীর উপরে যৌন নির্যাতন চালানো হয়েছে বলে ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। রিপোর্টে তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয় বলেও উল্লেখ রয়েছে। ওই রিপোর্ট পুলিশের কাছে পৌঁছলেও যৌন নির্যাতনের অভিযোগ কেন মামলায় উল্লেখ করা হয়নি তা নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
তবে জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “মূল অভিযুক্ত দু’জনকে ৫ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত এখনও শেষ হয়নি।” শনিবার নিহত তরুণীর জেঠু বলেন, “ঘটনার পর গঙ্গারামপুর থানায় ভাইঝিকে গণধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছি। অথচ পুলিশ এখনও যৌন নির্যাতনের ধারায় কোনও মামলা দায়ের করেনি। আশা করি পুলিশ কর্তৃপক্ষের কাছে সুবিচার মিলবে।”
জেলা পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যের শীর্ষ পুলিশ অফিসারদের কাছেও অভিযোগ পৌঁছেছে বলে জানা গিয়েছে। এ দিন রাজ্য পুলিশের আইজি শশীকান্ত পূজারী বলেন, “ঘটনাটিতে নজর রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করতে বলা হয়েছে।” |
তৃণমূল যুবনেতার অস্বাভাবিক মৃত্যু |
শনিবার সকালে বাগনান রেল স্টেশন সংলগ্ন একটি খাল থেকে উদ্ধার করা হয় হাওড়া জেলা তৃণমূলের এক যুবনেতার দেহ। মৃতের নাম সুকান্ত রাউত(২৮) ওরফে পল্টু। বাড়ি বাগনানের খালোড় পশ্চিমপাড়ায়। তিনি হাওড়া জেলার তৃণমূল যুবার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে খবর, বাগনানে একটি খাবারের দোকান চালাতেন ওই নেতা। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনাস্থল থেকে মৃতের মোটরবাইকটি উদ্ধার করেছে পুলিশ। |
|