অক্টোবর ২০১৩

 
এই সংখ্যায় ‘হ্রদের সাতকাহন’
হিমালয়ের অপরূপ ভাণ্ডারের এক বিশেষ রত্ন নৈনিতাল। তাল অর্থাৎ হ্রদ দিয়ে ঘেরা এই শহরে নৈনি হ্রদ সবচেয়ে বড়। আবার আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসের অদূরে হারিয়ে যাওয়া এক সৈকতশহর এপিকিউয়েন। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এখানকার সুবিশাল ‘লেগুন’। সমুদ্রের জল জমির মধ্যে ঢুকে এসে তৈরি হয় এই ধরনের হ্রদ। অন্য দিকে গত জুন মাসে চোরাবারি তাল ফেটে উত্তাল হয়ে ওঠে মন্দাকিনী। ভেসে যায় দেবভূমি কেদারনাথ। সেই চোরাবারি তালও আসলে এক প্রকারের হ্রদ। ধান ভানতে এ শিবের গীত নয়, আসলে সারা পৃথিবী জুড়েই হ্রদকে যে বিভিন্ন নামে ডাকা হয়, এ সব তারই উদাহরণ। তবে সৌন্দর্যের নিরিখে সেই সব হ্রদের বৈচিত্র কিন্তু দেখার মতো। তেমনই কয়েকটি হ্রদ এ বার ‘আপনার কলমে’ ‘কেমন সে দেশ’-এ। সঙ্গে ভারতীয় কয়েকটি হ্রদের ছবি ফোটোশপে।


এক ছুটে লেকের কিনারে
লেকের জলে পড়ন্ত বেলায় রোদ্দুর পোহাচ্ছে হাজার হাজার হংসরাজ। তাদের সাদা পাখনার ঝটপটানি, বকেদের মাছ শিকার, জলের ছলাত্ ছলাত্ শব্দ, মিষ্টি ঠান্ডা হাওয়া, নীল জলে ছোট ছোট ঢেউ হয়ে মাটিমাখা বালুর ঠোঁটে আলতো করে আছড়ে পড়া দেখতে দেখতে হঠাত্ই গাঢ় কমলা রঙের থালা হয়ে নীল জলে ডুব দিল সূর্য। সে দৃশ্যের সাক্ষী থাকলেন
রিমা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত...
‘বগা’র ‘ফান্দে’ ধরা দিতে
অনেক কাল আগে পাহাড়ের গুহায় বাস করত এক ড্রাগন। স্থানীয় বম ভাষায় ড্রাগনকে বলা হয় ‘বগা’। এক বার কয়েক জন সেই ড্রাগনটিকে হত্যা করে। আর তার পরই পাহাড়ের চূড়াটি জলমগ্ন হয়ে যায় এবং ভাসিয়ে দেয় আশপাশের গ্রাম। আর সেখান থেকেই উত্পত্তি ‘বগা’ লেকের। উপকথার সেই বগাকেইন হ্রদের স্বচ্ছ জলে গা ভেজালেন
মেহেদী হাসান বিস্তারিত...


লেকের কোলে রং-বদল

থ্রি ইডিয়টস ছবির সেই দৃশ্যটা মনে আছে? যেখানে আমির খান একটা লেকের দিকে
পেছন ফিরে দাঁড়িয়ে আছে আর নববধূর বেশে করিনা কপূর স্কুটার চালিয়ে তার দিকেই
আসছে! লেহ উপত্যকার সেই প্যানগং লেক ঘুরে এলেন শেলী মিত্রবিস্তারিত...


ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর।
রঙিন মুহূর্তগুলিকে একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর অন্য রকম গল্প।
এ সংখ্যায়
ঝুমা মুখোপাধ্যায়-র ক্যামেরায় ভারতের কিছু হ্রদ-এর কথা।
 
 

মাঝ-মাসের সংযোজন
 
 
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 
এ যাবৎ ২০১৩
জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল
বড়দিন
বর্ষবরণ
মেক্সিকোর প্রাচীন সভ্যতা
মায়া সভ্যতা, কানকুন, টেপোজলন
সফর যখন সাগরপাড়ে
ত্রাঙ্কেবার, সিঙ্গাপুর
সাগরপাড়ে আবারও
দিউ, সুন্দরবন, বকখালি
মে জুন জুলাই অগস্ট
পায়ে পায়ে পাহাড় পথে
রূপকুণ্ড, তপোবন
মিশন ঝাড়খণ্ড
পল্+অম্ম্+উ=পলামু
শহর পথের রাহি
সান আন্তোনিও, বুসান, কোব্লেঞ্জ
দেবস্থানে দুর্যোগ
কেদারনাথ, বুদ্ধগয়া
সেপ্টেম্বর
উপত্যকার অন্দরে
ডেথ ভ্যালি, ভায়ান্দার ভ্যালি ও নুব্রা ভ্যালি

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

রোজের আনন্দবাজার সংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘরস্বাদবদলপুরনো সংস্করণ
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.
z