পাহাড়, জঙ্গল, হ্রদ, পুরনো কেল্লা, জলপ্রপাত, গ্রামীণ আদিবাসী জনসমাজ, সংরক্ষিত প্রাণী, আধুনিক শহর, প্রথিতযশা বঙ্গলেখকের ঐতিহ্যময় বাড়ি, মাওবাদী, সিআরপিএফ জওয়ান, খনি অঞ্চল, জটিল রাজনীতি, কয়লা কেলেঙ্কারি, পাগলাগারদ, স্বাস্থ্যোদ্ধারের উত্কৃষ্ট জায়গা, ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তম পুরুষ— কী নেই! রাজ্যটার নাম ঝাড়খণ্ড। এক প্রান্ত থেকে অপর পাশ— পুরোটাই চমকে ঠাসা। কিন্তু সব কিছুর মধ্যে তালগোল বাধিয়েছে একটা শব্দ— ভয়! আর সে কারণেই ঝাড়খণ্ড থেকে মুখ ফিরিয়েছেন পর্যটকেরা। রাজ্য সরকারি হিসেবে যদিও গত দশ বছরে পর্যটকের সংখ্যাটা বেড়েছে প্রায় তিন গুণ, তবুও... গণ্ডগোল থেকে দূরে থাকতে চেয়ে বেশির ভাগই ঘুরতে গিয়েছেন অন্য রাজ্যে। পর্যটকদের ফিরে পাওয়ার আশায় প্রশাসনের কাছে দরবার করছেন এখন স্থানীয় মানুষ। সে রকম একটা সময়ে ঝাড়খণ্ড ঘুরলেন উজ্জ্বল চক্রবর্তী। ইতিহাস-ভূগোল-সাহিত্য-সংস্কৃতি— সব মিশিয়ে ‘আনকাট’ সেই সফরনামা এ বারের হাওয়াবদল-এ। ফোটোশপে তাঁর সঙ্গে বৈচিত্রময় ঝাড়খণ্ডের ছবি তুললেন রানা দত্তগুপ্ত ও পূজা চট্টোপাধ্যায়। |