বর্ষা এসেছে। কিন্তু কমেনি গরমের চিটপিটানি। কমেনি ঠান্ডায় মজে যাওয়ার মজা। এখনও আম-লিচু-তরমুজে বুঁদ হয়ে আছে রসিক-হৃদয়। সে সব ফলের
‘রস’কে একটু তরিবত্ করে উল্টেপাল্টে বানিয়ে তোলা যাক অসম্ভব ভাল ঠান্ডা ‘সরবত’। গরমকে উল্টে করে ফেলা যাক ঠান্ডা। হয়ে যাক ‘স্বাদবদল’।

আইসকুল লিচি ম্যাঙ্গো ডিলাইট
উপকরণ
সফট ড্রিঙ্কস (কোলা ফ্লেভার): ৩০ মিলি
ড্রায়েড ক্যারিবিয়ান অরেঞ্জ জুস: ৩০ মিলি
লিচি ক্রাশ: ১৫ মিলি
লিচু: ১ টেবল-চামচ (কুচানো)
বরফ: পরিমাণ মতো
উপকরণ
সফট ড্রিঙ্কস (কোলা ফ্লেভার): ৩০ মিলি
ড্রায়েড ক্যারিবিয়ান অরেঞ্জ জুস: ৩০ মিলি
ফ্রেশ ম্যাঙ্গো পাল্প: ৬ ডেসার্ট স্পুন
পাইন্যাপেল জুস: ৬০ মিলি
ফ্রেশ ক্রিম: ৩০ মিলি

প্রণালী
চওড়া গ্লাস বেছে নিন। খুব বেশি লম্বা গ্লাস যেন না হয়।
বরফ বাদে বাকি সব উপকরণ মিক্সিতে ব্লেন্ড করে নিন।
মিশ্রণটি গ্লাসে ঢালে ফ্রিজে রাখুন।
বরফের টুকরো মিশিয়ে সার্ভ করুন।
প্রণালী
ওভাল শেপের চওড়া গ্লাস বেছে নিন।
ফ্রেশ ক্রিম বাদে বাকি সব উপকরণ মিক্সিতে ব্লেন্ড করে নিন।
তার পর গ্লাসের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে উপরে ক্রিম ছড়িয়ে দিন।
হাল্কা ঠান্ডা করে পরিবেশন করুন।

ট্যাঙ্গি ম্যাঙ্গো
উপকরণ
সফট ড্রিঙ্কস (কোলা ফ্লেভার): ৩০ মিলি অরেঞ্জ জুস: ৩০ মিলি ফ্রেশ ম্যাঙ্গো পাল্প: ৪ ডেসার্ট স্পুন
গ্রেনাডাইন সিরাপ: ১৫ মিলি আমচুর গুঁড়ো: সামান্য আমের টুকরো: অল্প
প্রণালী
ট্যাঙ্গি ম্যাঙ্গো সার্ভ করার জন্য গোল ও চওড়া গ্লাস বেছে নিন। গ্লাসের তলার দিকটা যেন সরু হয়।
আমের পাল্প, সিরাপ ও জুস মিক্সিতে ব্লেন্ড করে নিন।
গ্লাসে প্রথমে সফট ড্রিঙ্ক দিন। তার পর উপরের মিশ্রণটি ঢেলে দিন।
তার উপর আমচুরগুঁড়ো ছড়িয়ে দিন।
সার্ভ করার আগে আমের টুকরো স্কিউয়ারে গেঁথে সাজিয়ে দিন।

ক্র্যানবেরি উইথ ম্যাঙ্গো লেমন ব্যানানো লস্যি কার্ড অ্যাণ্ড ফ্রুটি অ্যাফেয়ার তরমুজের ঠান্ডাই
ক্র্যানবেরি উইথ ম্যাঙ্গো
উপকরণ
পাকা আম: ২ টেবল-চামচ (কুচানো)
সফট ড্রিঙ্কস (কোলা ফ্লেভার): ৩০ মিলি
ক্র্যানবেরি জুস: ৬০ মিলি
অরেঞ্জ জুস: ৩০ মিলি
বরফ কুচি: প্রয়োজন মতো
প্রণালী
লম্বা সরু গ্লাস বেছে নিন।
সব উপকরণ মিক্সিতে এক সঙ্গে ব্লেন্ড করে নিন।
প্রয়োজন হলে অল্প বরফ কুচি দিতে পারেন।
গ্লাসে ঢেলে আমের স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আমের ফ্লেভার বেশি চাইলে কুচানো আম সামান্য মেশাতে পারেন।
লেমন ব্যানানো লস্যি
উপকরণ
পাকা কলা: ৩টে টক দই: ৩/২ কাপ
লেবুর রস: ১ টেবল-চামচ
কাজুবাটা: ২ টেবল-চামচ
মধু: ৫ টেবল-চামচ
বরফ কুচি ও ঠান্ডা জল প্রয়োজন মতো
প্রণালী
কলা ছোট টুকরো করে কেটে রাখুন।
মিক্সিতে কলা, দই, লেবুর রস, কাজুবাটা, মধু দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন।
ঠান্ডা জল দিয়ে এই মিশ্রণ একটু পাতলা করে নিতে হবে।
লম্বা গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
লস্যি বানানোর খুব বেশি আগে কলা কেটে রাখবেন না। কালো হয়ে যাবে।
কার্ড অ্যান্ড ফ্রুটি অ্যাফেয়ার
উপকরণ
দই: ১ কাপ
চেরি: ১ কাপ
বেদানার জুস: ১ কাপ
পাইন্যাপেল জুস: ১ কাপ
চিনি: ১/৩ কাপ নুন: সামান্য
প্রণালী
দই ভাল করে ফেটিয়ে রাখুন।
চেরি ছোট টুকরো করে কেটে নিতে হবে।
মিক্সিতে দই ও বাকি উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিন।
চিনি গুঁড়ো করে মেশাতে পারেন তাতে স্বাদ ভাল হবে।
সার্ভ করার আগে সামান্য নুন মেশান।
তরমুজের ঠান্ডাই
উপকরণ
বড় তরমুজ: ১টা
চিনি: ২ টেবল-চামচ
গোলাপ জল: সামান্য ঠান্ডা জল: ২ কাপ
ছোট এলাচগুঁড়ো: সামান্য
প্রণালী
তরমুজ ও চিনি মিক্সিতে ব্লেন্ড করে পাল্প তৈরি করে নিন।
পাল্পে জল, কয়েক ফোঁটা গোলাপ জল ও ছোটএলাচগুঁড়ো মিশিয়ে ফ্রিজে রাখুন।
ঠান্ডা হলে পরিবেশন করুন।
প্রয়োজনে জল না মিশিয়ে ঠান্ডাইটা ছেঁকেও পরিবেশন করতে পারেন।

রয়্যাল অ্যামন্ড শেক
উপকরণ
দুধ: ২ কাপ ফ্রজেন বানানা: ২টো অ্যামন্ড গুঁড়ো: ৩ টেবল-চামচ
মাখন: স্বাদ মতো আইস কিউব: ৪-৫ টুকরো এলাচগুঁড়ো: সামান্য
প্রণালী
কলা ছোট ছোট টুকরো করে রাখুন।
অ্যামন্ড শুকনো খোলায় সামান্য নেড়ে তুলে নিন। তার পর থেঁতো করে নিন।
খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না। একটু বড় টুকরো থাকলে খেতে ভাল লাগবে।
মিক্সিতে প্রথমে কলা পেস্ট করে নিন।
তার পর ধীরে ধীরে দুধ, মাখন, এলাচগুঁড়ো মিশিয়ে ব্লেন্ড করে নিন। খুব বেশি পাতলা হবে না।
অ্যামন্ড গুঁড়ো ও আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
সৌজন্য: সানন্দা
 
রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘরস্বাদবদল চিঠিপুরনো সংস্করণ