জানুয়ারি ২০১৩

এই সংখ্যায় ‘বড়দিন ও বর্ষবরণ
বারোমাসে তেষট্টি রকমের উদযাপনে ব্যস্ত একমাত্র বাঙালিই থাকে। জন্মদিন থেকে পুজো-পার্বণ, খেলায় জেতা থেকে রাজনৈতিক দলের মসনদ দখল, বর্ষাকে সম্ভাষণ জানানো বা শীতকে আমন্ত্রণ করা— হুজুগে মেতে উঠতে উপলক্ষের কোনও কমতি নেই। আর এ সব করতে গিয়ে কখন যেন অন্যের ‘উত্সব’ও তার নিজের হয়ে যায়। দেশ-ধর্মের বেড়াজাল ভেঙে সেখানে মুখ্য হয়ে ওঠে একমাত্র একটিই শব্দ— ‘আনন্দ’। এ ভাবেই কোনও এক সময়ে যিশুর জন্মদিনও তাদের কাছে হয়ে উঠেছে আনন্দের ‘বড়দিন’। গির্জার ক্যারলে অংশ নেওয়া থেকে শুরু করে কেক খাওয়া, এমনকী সান্তার মোজাও এখন মধ্যরাতে ঝোলে বাঙালির শোওয়ার ঘরে। ধর্মে ও জিরাফে থাকার মতো করে একমাত্র বাঙালিই পারে এ ভাবে জমে যেতে। সে যেমন পয়লা বৈশাখেও আছে, আবার ‘নিউ ইয়ার’-এও আছে। হতে পারে এ সব ঔপনিবেশিকতার হাত ধরে এসেছে, তবুও উদযাপনের নিরিখে বাঙালির সঙ্গে কারও তুলনা হবে না। বছর আসে বছর যায়। উদযাপনের ঘটা পাল্টে পাল্টে গেলেও পাল্টায় না অনুভূতি। উদারতার হাওয়া ভরে, উত্সব-সুতোয় বাঁধা বাঙালির আনন্দ-বেলুন ‘বড়দিন’ ও ‘বর্ষবরণ’-এর আকাশে ভাসত, ভাসে, ভাসবে। এ বারে আপনার কলমে তেমনই সব নতুন-পুরনো বেলুন ওড়ানোর গল্প। সঙ্গে ক্যামেরা-বন্দি লেহ-যাত্রার চিত্রনামা।


চেনা-অচেনার জড়তা ছেড়ে জড়িয়ে ধরেই বর্ষবরণ
ইন্দ্রাণী ভট্টাচার্য
বড়দিনের ছোটবেলা ও বড়বেলা
কল্পিতা চক্রবর্তী
বনভোজনে বড়দিনে বাঁধের ধারে
অমিতাভ ঘোষ
হারিয়ে যাওয়া ছোট্টবেলার একটা মস্ত বড়দিন
শুভশ্রী নন্দী


ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর।
রঙিন মুহূর্তগুলিকে একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর অন্য রকম গল্প।
এ সংখ্যায়
শেলী মিত্র-এর ক্যামেরায় লেহ-এর গল্প।
 
 

মাঝ-মাসের সংযোজন
 
 
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

রোজের আনন্দবাজার এ বারের সংখ্যা সংবাদের হাওয়াবদল আপনার রান্নাঘর স্বাদবদল চিঠি পুরনো সংস্করণ
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.