শীত উদযাপনে পিঠে-পুলি
গতকালই ছিল পৌষ সংক্রান্তি। কুম্ভ থেকে গঙ্গাসাগর সর্বত্রই পুণ্যস্নানের ঢল নেমেছিল। আর তার পাশাপাশি এই দিনটিতেই ঘরে ঘরে উদযাপিত হয়েছে নানা প্রকারের
পিঠে-পুলি-পায়েস গড়ার উত্সব। সংক্রান্তি শেষ হলেও এই গাঢ় শীতের দিনে বা রাতে পিঠে-পুলির আয়োজন হয়েই চলে। স্বাদবদলের পাতায় তারই হদিশ। |
|
গোবিন্দভোগ চালের নাড়ু |
গোবিন্দভোগ চালের নাড়ু |
উপকরণ
•
গোবিন্দভোগ চালের গুঁড়ো: ১/২ কাপ (আধভাঙা) ও ৪ চামচ (মিহি) • মুড়ির গুঁড়ো: ১ কাপ
• ক্ষীর: ১/২ কাপ • চিনি: ১ কাপ • বাতাসা: ৪-৬টা • ঘি: ২ চামচ • জল: আন্দাজ মতো
প্রণালী
• কড়াইতে ঘি গরম করে আধভাঙা চালের গুঁড়ো দিয়ে ভাজুন।
• তার পর একে একে চিনি, বাতাসা, ক্ষীর, মুড়ির গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন।
• প্রয়োজন মতো জল দেবেন ও ক্রমাগত নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়।
• ঘন হয়ে মণ্ড মতো হলে নামিয়ে নিন ও নাড়ুর আকারে তৈরি করুন।
• মিহি করা চালের গুঁড়োয় নাড়ু গড়িয়ে নিন। |
চন্দ্র নাড়ু |
উপকরণ
• নারকেল: ১ কাপ (কুরানো) • ক্ষীর: ১ কাপ • ভাজা সুজি: ১/২ কাপ • চিনি: ১ কাপ • ঘি: ৪ চামচ • জল: আন্দাজ মতো
প্রণালী
• কড়াইতে একে একে নারকেল, চিনি, ক্ষীর দিয়ে ভাল করে মেখে পাক দিন।
• মাঝে মাঝে অল্প জল দিন ও ভাল করে নাড়তে থাকুন।
• তার পর সুজি, ঘি দিয়ে নাড়তে থাকুন।
• পাক হয়ে গেলে নামিয়ে নাড়ু তৈরি করুন। |
|
|
চিঁড়ের পুলি |
রুপসারি পুলি |
উপকরণ
• চিঁড়ে: ২ কাপ • ময়দা: ১/২ কাপ • বেকিং পাউডার: ১ চিমটি
• পাটালি গুড়: ১০০ গ্রাম • নারকেল কোরা: ১ কাপ
• কাজুবাদাম গুঁড়ো: ১ টেবল-চামচ • কিসমিস: ১ টেবল-চামচ
• ছোট এলাচের গুঁড়ো: ১/২ চা-চামচ • সাদা তেল: ৪০০ গ্রাম
প্রণালী
• শুকনো খোলায় চিঁড়ে নেড়ে রাখুন।
•
তার পর গরম জলে চিঁড়ে অল্প সেদ্ধ করে মণ্ড তৈরি রাখুন।
•
চিঁড়ের মণ্ডে ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে রেখে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
•
কড়াইতে পাটালি গুড়, নারকেল কোরা, কাজুবাদাম কুচানো, কিসমিস ও ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে আঁচে বসিয়ে নাড়াচাড়া করে পুর তৈরি করুন।
•
চিঁড়ের মণ্ডের বাটি তৈরি করে নারকেলের পুর ভরতি করে পুলির
আকারে গড়ে ছাঁকা তেলে সোনালি করে ভেজে নিন। |
উপকরণ
• ময়দা: ২-৩ চামচ • মুড়ির গুঁড়ো: ২-৩ চামচ
• খেজুর গুড়: ৩-৪ চামচ • ঘি: ৩-৪ চামচ
• সিদ্ধ ছোলার ডাল: ১ কাপ (শুকনো খোলায় ভাজার পর সেদ্ধ করুন)
• পনির: ৫০ গ্রাম • ঘন দুধ: ২ কাপ • চিনি: ২ চামচ
প্রণালী
• ময়দা, মুড়ির গুঁড়ো, সেদ্ধ ডাল ও গুড় কড়াইতে দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
• মাখামাখা হলে পনির মিশিয়ে ভাল করে নাড়তে থাকুন।
• ভাল মতো পাক ধরলে নামিয়ে নিন।
• পছন্দ মতো আকারে গড়ে নিয়ে ঘিয়ে ভেজে তুলুন।
• ঘন দুধে চিনি মেশান।
• ভাজা পুলি দিন। • ফুটে উঠলে নামিয়ে নিন। |
|
|
|
খইয়ের মোয়া |
উপকরণ
• ধানের খই: ৬ কাপ • কিসমিস: ১ কাপ • গুড় অথবা চিনি: ১ কাপ • বাতাসা: ১/২ কাপ • জল: আন্দাজ মতো
প্রণালী
• গুড় বা চিনি ও বাতাসা সামান্য জল দিয়ে ফোটান।
• ঘন হয়ে এলে খই, কিসমিস ঢেলে দিয়ে নাড়তে থাকুন।
• পাক হয়ে গেলে নামিয়ে মোয়া তৈরি করুন। |
কনকচূড় মোয়া |
উপকরণ
• মুড়ি: ৩ কাপ • আধভাঙা বাদাম: ১ কাপ • এলাচগুঁড়ো: ২ চামচ • গুড়: দেড় কাপ • জল: আন্দাজ মতো
প্রণালী
• কড়াইতে গুড় ও জল একসঙ্গে ফুটিয়ে এলাচগুঁড়ো দিয়ে নাড়তে হবে।
• এ বার মুড়ি, বাদাম ভাল করে মিশিয়ে আলতো করে নাড়তে থাকুন।
• পাক হলে নামিয়ে মোয়া তৈরি করুন। |
|
|
মুগ ডালের চিংড়ি পিঠে |
ন্যারোই পিঠে |
উপকরণ
• মুগ ডাল: ২ কাপ • চিনি: দেড় কাপ • নুন: সামান্য
• চালের গুঁড়ো: ১/২ কাপ • ময়দা: ১/২ কাপ • টুথপিক: ১টা
• সাদা তেল: ২ কাপ • লবঙ্গ: কয়েকটা
প্রণালী
• মুগ ডাল শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন।
• এ বার ডালের সঙ্গে ময়দা, নুন ও সামান্য চিনি দিয়ে মণ্ড তৈরি করুন।
•
প্যানে চিনি ও জল দিয়ে ঘন সিরাপ তৈরি করুন।
• এ বার মণ্ড চিংড়ি মাছের আকারে গড়ে নিয়ে
টুথপিক দিয়ে গায়ে দাগ কেটে দিন।
•
তার পর চিনির সিরাপে ডুবিয়ে, পাক দিয়ে নামান।
•
উপরে চিনির গুঁড়ো ছড়িয়ে দিন।
|
উপকরণ
• কাঁঠালি কলা: ২টো • আদাবাটা: ১/২ চামচ • চালের গুঁড়ো: ১ কাপ
• শুকনো খোলায় ভাজা তিল: ১/২ কাপ
• নারকেল কোরা: ১/২ কাপ • চিনি: ১/২ কাপ
প্রণালী
• কলা, চিনি, চালের গুঁড়ো একসঙ্গে ভাল করে মাখুন।
•
তার মধ্যে নারকেল, আদাবাটা, তিল মেশান ভাল করে।
•
উপরে তিল ছড়িয়ে পরিবেশন করুন।
|
|
সৌজন্য: সানন্দা
|
|
|