মার্চ ২০১৩

এই সংখ্যায় ‘সফর যখন সাগরপাড়ে’
রাস্তার দু’ধারের মিশনারি স্কুল, লুথেরান গির্জা, পুরনো সমাধি, বিশপের বাংলো, ড্যান্সবর্গ দুর্গ— এ সব কিছু এক পুরনো উপনিবেশের স্মৃতিই উস্কে দেয়। বঙ্গোপসাগরের ধারে ড্যানিশরা এই ত্রাঙ্কেবারেই উপনিবেশ গড়ে তুলেছিল, যার এখনকার নাম তরঙ্গমবাড়ি। ইতিহাসের সঙ্গে এখানকার গ্রামীণ জনপদ কেমন মিলেমিশে গিয়েছে। পাশাপাশি দক্ষিণ চিন সাগরের সিঙ্গাপুর প্রণালী লাগোয়া সেন্টোসা দ্বীপে সমকালীন সভ্যতা গড়ে উঠেছে সম্পূর্ণ আধুনিক পরিকাঠামোয়। প্রকৃতিকে এখানে গড়েপিটে নেওয়া হয়েছে তার সঙ্গে মানানসই করে। সমুদ্র লাগোয়া ইতিহাস ও বর্তমানের দুই ‘রাজ্য’ এ বারে আপনার কলমে। সঙ্গে দু’টি সমুদ্র সৈকতের গপ্পো ফোটোশপে।


হারানো উপনিবেশের খোঁজে
সৌমিত্র বিশ্বাস
দক্ষিণ ভারত থেকে সুদূর ইউরোপে ‘মরিচ’ রফতানির উদ্দেশ্যে ড্যানিশরা বঙ্গোপসাগরের ধারে গড়ে তোলে তখনকার ত্রাঙ্কেবার। চেন্নাই থেকে মোটামুটি ২৭৫ কিলোমিটার দক্ষিণে গেলেই পৌঁছে যাওয়া যায় ক্রাঙ্কেবার বা এখনকার তরঙ্গমবাড়িতে। বিস্তারিত... ঝকঝকে রাস্তার দু’ধারে একই মাপের বড় বড় অচেনা গাছ। তাদের ছায়ার নীচে বাহারি ফুল গাছের সারি। ট্যাক্সিচালক জানালেন, এগুলি ‘রেন ট্রি’। সিঙ্গাপুর আসলে মানুষের তৈরি কংক্রিটের এক দ্বীপ। প্রকৃতি এদের গড়েনি, উল্টে এরাই গড়ে তুলেছে প্রকৃতিকে। বিস্তারিত...
সৌন্দর্য সোহাগী সিঙ্গাপুর

মুনমুন দত্ত


ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর।
রঙিন মুহূর্তগুলিকে একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর এক অন্য রকম গল্প।
এ বার
ইন্দ্রনীল চক্রবর্তী মানস বিশ্বাসের-এর ক্যামেরায় বার হারবার লাগুনা বিচ-এর গল্প।
 

মাঝ-মাসের সংযোজন
 
 
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 
এ যাবৎ ২০১৩
জানুয়ারি ফেব্রুয়ারি
বড়দিন
বর্ষবরণ
মেক্সিকোর প্রাচীন সভ্যতা
মায়া সভ্যতা, কানকুন, টেপোজলন

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

রোজের আনন্দবাজার পুরনো সংস্করণ
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.