পলামুর পথ... অভয়ারণ্যের ভিতর দিয়ে বয়ে যাওয়া জংলী এ রাস্তা সোজা গিয়েছে নেতারহাট। ছবি: পূজা চট্টোপাধ্যায়।
দশম ধারাপাত... প্রকৃতির সাতটি রং যেন উপরি পাওনা। ছবি: রানা দত্তগুপ্ত।
হুড্রু জলপ্রপাত... সুবর্ণরেখা নদীর জল হঠাত্ করে নীচে নেমে এসেছে ঝরনা হয়ে।
চার ধার
পাহাড় ঘেরা এই প্রপাতের কাছে পৌঁছলে মনটা শীতল হয়ে যায়। ছবি: পূজা চট্টোপাধ্যায়।
জোনহা ফলস... এখানে কাঞ্চি নদী নয়নাভিরাম ধারায় নেমে এসেছে।
কাঁকে জলাধার... রাঁচি শহরের জল সরবরাহ এখান থেকেই করা হয়।
রক গার্ডেন... অনুচ্চ পাহাড়ের মাথায় সাজানো গোছানো এই পার্কের মধ্যে রয়েছে আস্ত একটা পিরামিড।
সিংহ-দুয়ার... রাঁচির প্রাণকেন্দ্রে নবতম ‘আইটেম’ মহেন্দ্র সিংহ ধোনির বাড়ি।
হাট বসেছে শুক্রবারে... বক্সি গঞ্জের পদ্মা পাড়ে নয়, রাঁচি শহরের অনতিদূরে এক গ্রামীণ হাটের ছবি তুলেছেন পূজা চট্টোপাধ্যায়।
সাপলুডো খেলছে... ‘রাঁচি’ শুনলেই এখনও সবাই যে শব্দটি প্রথমে বলে এটাই সেই ‘মানসিক’ চিকিত্সাকেন্দ্র।
টাটার জুবিলি পার্কে আলোক ঝরনা... ছবি: রানা দত্তগুপ্ত।
রাতের জুবিলি পার্কে আলো ও সুরের তালে ফোয়ারার নাচন। ছবি: রানা দত্তগুপ্ত।
রাঁচির বুন্ডুতে সূর্যদেবের রথ-মন্দির। ছবি: রানা দত্তগুপ্ত।
সুবর্ণরেখায় রোদের খেলা। জামশেদপুরের নারোয়ায়। ছবি: রানা দত্তগুপ্ত।
ডিমনা লেকের স্লুইস গেট। ছবি: রানা দত্তগুপ্ত।
টাটা জুলজিক্যাল পার্ক। জামশেদপুর। ছবি: রানা দত্তগুপ্ত।
জামশেদপুরের সিডগোরায় সূর্যদেবের মন্দির। ছবি: রানা দত্তগুপ্ত।
সিডগোরায় সূর্যদেবের মন্দির প্রাঙ্গনে ধ্যানরত বুদ্ধমূর্তি। ছবি: রানা দত্তগুপ্ত।
জাল বিছিয়ে... পরিত্যক্ত পলামু দুর্গের ভেতর খাদ্য সংগ্রহে মগ্ন মাকড়শা। ছবি: পূজা চট্টোপাধ্যায়।
অস্ত ভানুর দেশে... পলামুতে বন-পাহাড়ের গায়ে লাল-আলো ছিটিয়ে দেওয়ার ছবি তুলেছেন পূজা চট্টোপাধ্যায়।
জঙ্গলে যাইরে, কাটি কাঠ... বেতলায় ঢোকার মুখে খুদিয়া মোড়ে তখন জঙ্গল থেকে কাঠ নিয়ে ঘরে ফেরার পালা।
ঔরঙ্গা সেতু... কেচকির কাছেই নদীর ও-পারে অভয়ারণ্য, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প।
জল-সঙ্গম... কোয়েল ও ঔরঙ্গার মিলনভূমি কেচকিতে।
সুখি পরিবার... বেতলা জাতীয় উদ্যানে ঢোকার আগেই অতিথি বরণে সপরিবারে হাজির। ছবি: পূজা চট্টোপাধ্যায়।
জঙ্গলের আমন্ত্রণে... বেতলায় ঢোকার মুখে প্রহরী দুই লৌহ-বাইসন।
পাখনা মেলো... জামশেদপুরের ‘টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক’-এ প্রজাপতির ঘরবাড়িতে তোলা। ছবি: পূজা চট্টোপাধ্যায়।
মামার হাই... দুপুরের ঘুম উত্সাহী পর্যটকের চিত্কারে ভেঙে যাওয়ার পর। ছবি: পূজা চট্টোপাধ্যায়।
ডিমনা হ্রদ... জামশেদপুর শহর থেকে একটু দূরের এই জলাধার পর্যটকদের প্রিয় জায়গা। ছবি: রানা দত্তগুপ্ত।
বাঁশরিয়া বাজাও বাঁশি... ডিমনা লেকের ধারে ছুটির দিনে আপন মনে। রথ দেখার সঙ্গে কলা বেচাও।
বুরুডি হ্রদ... স্বচ্ছ, স্ফটিক— পাহাড়-ঘেরা এ স্বপ্ন রাজ্যে সমুদ্র-সবুজ রঙে সেজেছে। ছবি: পূজা চট্টোপাধ্যায়।
পথের পাঁচালি... ঘাটশিলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সংস্কার করেছে, গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি।
রোজের আনন্দবাজার • এ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘর • স্বাদবদল • চিঠি • পুরনো সংস্করণ |