ভারতীয় মানচিত্রের সিংহের মাথার মতো দেখতে অংশটি গুজরাত। আর এই সিংহ-মুণ্ডের চিবুকটি যে জায়গায় নীল জল স্পর্শ করেছে সেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল— দিউ, আরব সাগরের বুকে ভেসে থাকা গুজরাত-বিচ্ছিন্ন এক দ্বীপ। সেখানকার বিভিন্ন সমুদ্র সৈকত রীতিমতো মনমুগ্ধকর। এর ঠিক উল্টো দিকে, পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের নীচের দিকে ছোট ছোট আঙুলের মতো দেখতে অসংখ্য দ্বীপ নিজেদের ভাসিয়ে রেখেছে বঙ্গোপসাগরের জলে। প্রাকৃতিক ঐতিহ্যমণ্ডিত এই দ্বীপ অঞ্চলটি সুন্দরবন নামেই খ্যাত, যার সিংহভাগ এখন প্রতিবেশী বাংলাদেশের অধীনে। সুন্দরবন থেকে বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গীয় পাড় ধরে পশ্চিম দিকে এগোতে থাকলে আরও এক জায়গায় পৌঁছনো যায়— বকখালি। নির্জন ও বিজন সে সমুদ্র সৈকত-সহ এ সংখ্যার হাত ধরে আবারও চলে যাওয়া সাগরপাড়ে। সঙ্গে ফোটোশপে এ বার শুধু সূর্যের সঙ্গে ক্যামেরার সম্পর্কের গল্প।
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়: হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১ ই-মেল করুনhaoabadal@abp.inঅথবাhaoabadal@gmail.com
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.