ফলের স্বাদে সন্দেশ
আজ বাঙালির বছর শুরুর প্রথম দিন। এ দিন মিষ্টিমুখের দিন ।। নতুন বছরের মিষ্টি ।। সে শুভ দিনে স্বাদবদল ঘটুক আপন-হাতে বানানো মিষ্টিতে।

অরেঞ্জ চকোলেট সন্দেশ
উপকরণ

• অরেঞ্জ জুস: ১ কাপ • ছানা: ৫০০ গ্রাম • কমলালেবুর খোসার গুঁড়ো: আধ কাপ • চিনি: ১০০ গ্রাম
• হোয়াইট চকোলেট: ৫০০ গ্রাম • স্বাস্থ্যসম্মত অরেঞ্জ ফুড কালার: ১ চিমটে

প্রণালী

• প্যানে জল গরম করে হোয়াইট চকোলেট গলিয়ে নিন।
• গলানো চকোলেট কমলালেবুর খোসার গুঁড়ো আর অরেঞ্জ কালার মিশিয়ে নিন। এতে স্বাদ ও রঙ হবে।
• অন্য একটা কড়াইতে ছানা, চিনি ও অরেঞ্জ জুস একসঙ্গে পাক দিয়ে সন্দেশ বানিয়ে নিন।
• পাক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ছোট ছোট বল আকারে গড়ে নিন।
• চামচ দিয়ে গলানো চকোলেটের মিশ্রণ তুলে গোল সন্দেশের উপরে ভাল ভাবে কোট করে নিন।
• বাটার পেপার বা কলাপাতার উপর রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন।
• ঠান্ডা হয়ে শক্ত হলে বার করে পরিবেশন করুন।

 
ওয়াটারমেলন সন্দেশ আনারসি সন্দেশ
উপকরণ

• তরমুজের রস: ১ কাপ
• তরমুজের বীজ: ১০ গ্রাম
• ছানা: ৫০০ গ্রাম • চিনি: ১০০ গ্রাম
• পেস্তা: ৫০ গ্রাম
• স্বাস্থ্যসম্মত ফুড কালার: সামান্য
উপকরণ

• ছানা: ১০০ গ্রাম (কুরানো) • চিনি: ৩/৪ টেবল-চামচ • দুধ: ১ কাপ
• পাইন অ্যাপল এসেন্স: কয়েক ফোঁটা • আনারস: ১ টুকরো (কুচানো)
• রুপালি তবক: কয়েকটা • কনডেন্সড মিল্ক: ৩ টেবল-চামচ
• মালাই: ২ টেবল-চামচ • আনারস: ২ টেবল-চামচ(কুরানো)
• চেরি: (সাজানোর জন্যে)
প্রণালী

• ছানা আর চিনি মিশিয়ে ভাল ভাবে পাক দিন।
• মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে দু’ভাগে ভাগ করে নিন।
• এক ভাগের সঙ্গে তরমুজের রস ও তরমুজের বীজ মিশিয়ে নিন।
• অন্য ভাগের সঙ্গে হাল্কা সবুজ রং মিশিয়ে নিন।
• সবুজ সন্দেশের ভাগ থেকে লেচির আকারে কেটে তার মধ্যে
তরমুজের রস দিয়ে মাখা সন্দেশ পুর হিসেবে ভরতে থাকুন।
• পুর ভরা হলে সন্দেশ মাঝখান থেকে কেটে
উপরে পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।
প্রণালী

• প্যানে ছানা ও চিনি দিয়ে ৩-৪ মিনিট ভাল করে নেড়েচেড়ে নিন।
• নামিয়ে ভাল করে মিহি করে মেখে পাইন অ্যাপল এসেন্স মেশান।
• এ বার অল্প অল্প করে নিয়ে এর মধ্যে আনারস কুচি
ভরে গোল গোল বল বানিয়ে উপরে তবক লাগান।
• এ বার প্যানে দুধ, কনডেন্সড মিল্ক, মালাই, কুরানো আনারস
ও আনারস কুচি মিশিয়ে ঢিমে আঁচে ভাল করে নাড়ুন।
• একটু গরম হলেই নামিয়ে নিন। এই মিশ্রণ বলের উপর ঢেলে দিন।
• চেরি দিয়ে সাজিয়ে সার্ভ করুন।
 
স্ট্রবেরি জলভরা সন্দেশ কোকোনাট সন্দেশ
উপকরণ

• স্ট্রবেরি ১০০: গ্রাম • ছানা ৫০০: গ্রাম • চিনি ১০০: গ্রাম
• স্বাস্থ্যসম্মত পিঙ্ক ফুড কালার: সামান্য
• স্ট্রবেরি ক্রাশ (পুরের জন্য): পরিমাণ মতো
উপকরণ

• নারকেল কোরানো (মিডিয়াম সাইজ): ১টি
• পাউডার দুধ: ৪ কাপ • ড্রাই ফ্রুটস: ২ কাপ
• চিনি: দেড় কাপ • এলাচগুঁড়ো: অল্প

প্রণালী

• ছানা আর চিনি একসঙ্গে ভাল করে মিশিয়ে
পাক দিয়ে সন্দেশ বানিয়ে নিন।
• সন্দেশ ঠান্ডা হতে দিন।
• স্ট্রবেরির আকারে গড়ে নিয়ে, চপস্টিকের পিছনের
অংশ দিয়ে সন্দেশ ফুটো করে নিন।
• সন্দেশের মধ্যে স্ট্রবেরি ক্রাশ ভরে আরও খানিকটা
সন্দেশ দিয়ে মুখটা বন্ধ করে পরিবেশন করুন।

প্রণালী

• প্রথমে একটা আভেন প্রুফ বাসন নিন।
• তার মধ্যে নারকেল কোরা ও চিনি দিয়ে
মাইক্রো হাইপাওয়ারে ৫ মিনিট কুক করুন।
• এর পর ওর মধ্যে ড্রাই ফ্রুটস, পাউডার দুধ
এবং এলাচগুঁড়ো দিয়ে নেড়ে আবার
মাইক্রোওয়েভ হাইপাওয়ারে ৪ মিনিট কুক করুন।
• ঠান্ডা হলে সন্দেশের শেপ বানিয়ে ফেলুন।
 
ম্যাঙ্গো জিলাটো সন্দেশ
উপকরণ

• আমের ক্কাত্থ: ১০০ গ্রাম • দুধ: ১ কাপ • ছানা: ৫০০ গ্রাম
• আম: ১ কাপ (ছোট টুকরো করে কাটা)
• কনডেন্সড মিল্ক: ১ কাপ • চিনি: ১০০ গ্রাম

প্রণালী

• মাঝারি আঁচে কড়াই বসিয়ে ছানা আর চিনি ভাল ভাবে পাক দিয়ে নিন।
• সব ক’টি উপকরণ ভাল করে মিশে গেলে কনডেন্সড মিল্ক দিয়ে ভাল করে নাড়তে থাকুন।
• ভাল করে মিশে গেলে মিশ্রণটি নামিয়ে পাখার নীচে ঠান্ডা হতে দিন।
• ভাল রকম ঠান্ডা হয়ে গেলে আমের টুকরো ও আমের ক্কাত্থ মিশিয়ে নিন।
• ঘনত্ব সমান রাখার জন্য মিশ্রণে দুধ মেশান। মিশ্রণের ঘনত্ব গলে যাওয়া আইসক্রিমের মতো হবে।
• এ বার পুরো মিশ্রণটা ডিপ ফ্রিজে রেখে দিন।
• ঠান্ডা হয়ে গেলে বার করে আমের টুকরো দিয়ে সাজিয়ে নিন।
• একটু গলতে শুরু করলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
সৌজন্য: সানন্দা
 
রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘরস্বাদবদল চিঠিপুরনো সংস্করণ