হরপ্পা থেকে মেসোপটেমিয়া— ইতিহাসের বৃহত্ সভ্যতাগুলোই কোনও না কোনও নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। পৃথিবীর বিখ্যাত সব নগরও, সে লন্ডন হোক বা কলকাতা, ঢাকা বা প্যারিস, মস্কো কিম্বা কায়রো— সবই নদী পাড়ের। নদীকে নিয়েই ধীরে ধীরে তৈরি হয়েছে তার নিজস্ব সংস্কৃতি। শহর আর তার নদী— দুয়ের মিশেলে বৃদ্ধি পেয়েছে সে অঞ্চলের অর্থনীতি, রাজনীতি, ইতিহাস এমনকী ভূগোলও। আর সব মিলিয়ে বেড়েছে সে নগরের পর্যটন মহিমা। তেমনই তিন নদীমাতৃক নগর— আমেরিকার সান আন্তোনিও, দক্ষিণ কোরিয়ার বুসান আর জার্মানির কোব্লেঞ্জ। তিন শহরে ভ্রমণের কেন্দ্রবিন্দুতেই ছিল একটাই মিল, নদী। নদী ছাড়া এই শহরগুলির অস্তিত্ব বর্ণহীন! তিন নগর-গল্পের সঙ্গে এ বারের ফোটোশপে আরও এক নদী-পাড়ের চিত্রকাহিনি— লন্ডন।
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়: হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১ ই-মেল করুনhaoabadal@abp.inঅথবাhaoabadal@gmail.com
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.