ছবির মতো...তামিলনাড়ুর নীলগিরিতে ১৮২৪ সালে জন সালিভান তৈরি করেন উটি লেক। পরে ১৯৭৩-এ রাজ্য সরকার পর্যটনের
উন্নয়নে ঢেলে সাজায় এই লেক। সাজানো বাগান, মিনি ট্রেন, অ্যামিউজমেন্ট পার্ক, বোটিং— পর্যটকদের আনন্দ দিতে ব্যবস্থা আছে সব কিছুরই।
এলাকার পানীয় জলের সমস্যা মেটাতে চতুর্দশ শতাব্দীতে জয়সলমেরে গাদসিসার হ্রদের নির্মাণ করেন মহরাওয়াল গাদসি।
তখন বৃষ্টির জল ধরে রাখা হত এখানে। এখন শীতের সময় পরিযায়ী পাখি দেখতে ভিড় জমায় অসংখ্য পর্যটক।
রূপকুণ্ড, উত্তরাখণ্ডের স্থানীয় মানুষদের কাছে যা ‘রহস্যময় হ্রদ’ নামেই বেশি পরিচিত। ভূপৃষ্ঠ থেকে
প্রায় সাড়ে ১৬ হাজার ফুট উঁচুতে এই হ্রদে জলের বদলে দেখা মেলে বরফের চাদরের।
উত্তরাখণ্ডের ভীমতাল অঞ্চলে অবস্থিত এই লেক। একটি ছোট্ট দ্বীপকে ঘিরে বিরাট এই জলাশয়ের
প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। শীতকালে এখানেই দেখা মেলে একঝাঁক ‘হিমালয়ান বার্ড’-এর।
মানস সরোবরের জলে সৃষ্টি নৈনিতালের উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণে। যদিও এর জন্ম ১৮৪১ সালে। মানস সরোবরের জল এনে এর
নির্মাণ কাজ
সম্পন্ন হয় বলে এই সরোবরের ধার্মিক মাহাত্ম্যও যথেষ্ঠ। অনেকের মতে, এই সরোবর অনেকটা চোখের মতো দেখতে, তাই নাম নৈনিতাল।
উদয়পুরের পিচোলা লেকের মাঝখানে আপাদমস্তক সাদা মার্বেলে মোড়া বিলাশবহুল ‘জগ নিবাস’, এখন
হোটেল
লেক প্যালেস
নামে পরিচিত। ১৭৪৬ সালে এটি নির্মাণ করেন উদয়পুরের মহারানা দ্বিতীয় জগত সিংহ।
ভারতের হ্রদ শহর উদয়পুরের আর একটি আকর্ষণ ফতে সাগর লেক। মহারানা ফতে সিংহের
নামানুসারে এর নাম। যদিও এর নির্মাণকাজ শুরু করেন মহারানা জয় সিংহ।
ভূপৃষ্ঠ তেকে ২৩৮৭ মিটার উচ্চতায় অবস্থিত উত্তরাখণ্ডের দেওরিয়া তাল। এই তালের
সামনে এলেই এক সঙ্গে দেখা মিলবে চৌখাম্বা, নীলকান্ত, কেদার, বান্দরপুঞ্চ শৃঙ্গের।
উত্তরাঞ্চলের টনস উপত্যকার মারিন্ডা লেক, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩০০০ ফুট উচ্চতায়।
১৭১০০ ফুট উচ্চতায় গুরুডংমার লেক পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ হ্রদ। উত্তর সিকিমের এই হ্রদ এক সময় বরফে ঢাকা থাকত। শোনা যায়,
স্থানীয়দের অনুরোধে গুরু নানক তাঁর হাতের লাঠি বা ‘ডং’ দিয়ে বরফ ভেঙে বলেন, এই হ্রদের জল আর কখনও জমে বরফ হবে না।
উত্তরাখণ্ডের অগুনতি বুগিয়ালের মধ্যে ‘বেদিণীֹ’ অন্যতম। চামোলি অঞ্চলের এই বুগিয়াল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৫৪ মিটার উচ্চতায়।
বেদিণীকুণ্ডে নন্দাঘুন্টি আর ত্রিশুলের প্রতিচ্ছবি।
রোজের আনন্দবাজার • এ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘর • স্বাদবদল • পুরনো সংস্করণ |