l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সুরক্ষাতেই শতছিদ্র
বিচারবিভাগীয় তদন্ত, ৬ কর্তা পুলিশ হাজতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ঢাকুরিয়ার আমরি হাসপাতালের আগুনে দমবন্ধ হয়ে ৯১ জনের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনই হাসপাতালের ছয় ডিরেক্টরকে দশ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের আদালত। শুক্রবার, অগ্নিকাণ্ডের দিনেই সংস্থার সাত কর্তাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে ছ’জনকে আজ আদালতে হাজির করা হয়। অন্য জন পুলিশ পাহারায় চিকিৎসাধীন। আদালত চত্বরে ধৃতদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় আইনজীবী ও মুহুরিদের সংগঠন। তাদের আপত্তিতে অভিযুক্তদের হয়ে সওয়ালও করতে পারেননি তাঁদের আইনজীবীরা। আমরি-কাণ্ড নিয়ে শুক্রবারই দমকল ও পুলিশের তরফে দু’টি তদন্তের কথা ঘোষণা করা হয়েছিল। সেই কাজ শনিবার শুরুও হয়েছে। কিন্তু এ দিন রাতেই মুখ্যমন্ত্রী জানান, “আমরির ঘটনার বিচারবিভাগীয় তদন্ত হবে। এতগুলো লোকের মৃত্যু হল। এই ঘটনা কী করে ঘটল, তা তো জানা দরকার।”
বিস্তারিত...
কয়েদির বেশে কম্বলে আমরির কর্তারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
‘আত্মসমর্পণ’ করতে এসেছিলেন দামি পোশাক পরে, বিদেশি গাড়ি চড়ে। কিন্তু লক আপ-এর খাকি হাফপ্যান্ট-ফতুয়া পরে, কম্বলে শুয়েই রাত কাটাতে হল তাঁদের। রাতে খেলেন শুধু পুলিশের দেওয়া বিস্কুট আর জল। আমরি অগ্নিকাণ্ডে অভিযুক্তদের ছ’জনকে শুক্র ও শনিবারের দু’টো রাত ‘আম আদমি’র মতোই লালবাজারের সেন্ট্রাল লক আপে কাটাতে হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কড়া’ নির্দেশের কারণেই ‘প্রভাবশালী’ কোনও মহলের ‘অনুরোধ’ শুনে তাঁদের বাড়তি খাতির করা হয়নি বলে মত পুলিশকর্মীদের একাংশের। দোতলার একটি বড় ‘সেল’-এ তাঁরা একসঙ্গেই রয়েছেন। শুক্রবার, ঘটনার দিনই হাসপাতালের সাত কর্তা এস কে তোদি, আর এস গোয়েন্কা, মণীশ গোয়েন্কা, প্রশান্ত গোয়েন্কা, রবি তোদি, ডি এন অগ্রবাল এবং রাধেশ্যাম অগ্রবালকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। চিকিৎসার কারণে রাধেশ্যাম আগে থেকেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।
বিস্তারিত...
বহুতল থেকে দমকল, উপেক্ষিত
সব বিধিই, বিস্মিত বিশেষজ্ঞেরা
ঋজু বসু • কলকাতা
খাতায়-কলমে সুরক্ষার আইন থাকাই সার। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর ধরে ঢাকুরিয়ার আমরি চলছিল তার নিজের নিয়মে। অন্তত ৯১ জন অসহায় রোগীর প্রাণের বিনিময়ে এ বার সেটাই চোখে পড়ল গোটা রাজ্য তথা দেশের। এ দেশের বহুতলগুলির সুরক্ষার নিয়ম যাঁরা ঠিক করেন, তাঁরাও বেসরকারি হাসপাতালটির ‘লাগামছাড়া দায়িত্বজ্ঞানহীনতা’য় হতবাক। জাতীয় বহুতল সুরক্ষা বিধি বা ন্যাশনাল বিল্ডিং কোড (এনবিসি)-এর নির্ণায়ক কমিটির আহ্বায়ক সতীশকুমার ভেরি শনিবার বললেন, “দেশের অনেক বহুতলে সুরক্ষার নিয়ম মানায় ফাঁক থাকে ঠিকই, কিন্তু কলকাতার আমরি হাসপাতালে যা দেখা গিয়েছে, তা অভাবনীয়। রোগীদের বের করার ঠিকঠাক ব্যবস্থা ছিল না। আর রোগীদের ওয়ার্ডে ধোঁয়া ঢোকা আটকানোর চেষ্টা পুরো ব্যর্থ।”
বিস্তারিত...
একা হাতেই ৮৩টি ময়নাতদন্ত
পারিজাত বন্দ্যোপাধ্যায় • কলকাতা
লাশকাটা ঘরে ৮৩টি মৃতদেহ, ৫৭ বছরের এক চিকিৎসক এবং ১৩ ঘণ্টা ২০ মিনিট! ৯ ডিসেম্বর এএমআরআই হাসপাতালে অগ্নিকাণ্ডের দিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসএসকেএম মর্গ চত্বরে মাইক্রোফোনে ঘোষণা করছেন যে, স্বজনদের সুবিধার্থে কী দ্রুততায় সেরে ফেলা হচ্ছে মৃতদের ময়নাতদন্ত, ঠিক তখন মৃতের স্তূপের মধ্যে দাঁড়িয়ে সেই চিকিৎসক। তাঁর সামনে চারটি টেবিলে এক সঙ্গে চারটি করে মৃতদেহ এনে রাখা হচ্ছে। চার সহকারীকে নিয়ে নাগাড়ে সেই দেহগুলির ময়নাতদন্ত করে চলেছেন তিনি। কনকনে এসির মধ্যেও ঘাম জমছে তাঁর কপালে। দু’হাত ব্যস্ত। তাই ঘাম মুছিয়ে দিচ্ছেন সহকারী। মাঝেমাঝে একটু জল খাইয়ে দিচ্ছেন। এই ভাবেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত এ ভাবেই ৮৩ জনের ময়নাতদন্ত করেছেন এসএসকেএমের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান বিশ্বনাথ কাহালি।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর...
•
তোদি-সাম্রাজ্যের উত্থান বসু-যোগেই, ধাক্কা মমতায়
• বহু জীবন বাঁচিয়ে শঙ্কর এখন জীবনযুদ্ধে
• চিকিৎসা পরে, আতঙ্কে আগেই হাসপাতাল ছেড়ে যাচ্ছেন রোগীরা
• কাচ ভেঙে দড়ি বেয়ে নেমে এলাম একতলায়
আগুনেও শিক্ষা হয়নি, বেনিয়ম তিন বাড়িতেই
নিজস্ব প্রতিবেদন
নিয়ম না মানার তিন কাহিনি। তিনটি গল্প আগুন লাগা তিনটি বাড়ির। স্টিফেন কোর্ট, নন্দরাম মার্কেট এবং সোদপুরের রেডিমেড সেন্টার। কাহিনি এক: নীচের তলায় রমরম করে চলছে রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি দোকান। রাতে রঙিন আলো জ্বলে তাতে। অনেক রাত পর্যন্ত গমগম করে এলাকাটা। কিন্তু সিঁড়ি ভেঙে উপরে উঠলেই পুরো অন্য জগত। দিনের বেলাতেও অনেক জায়গায় নিকষ অন্ধকার। টর্চের আলো লাগে পথ চলতে। পদে পদে হোঁচট খেতে হয়। বিভিন্ন তলে সিঁড়ির ভাঁজে এখনও জমে আছে আগুনে পোড়া জিনিসের স্তূপ। রাতে একতলা ছাড়া পুরো বাড়িটা ভুতুড়ে বলে মনে হয়। আগুন লাগার পরে দেড় বছর কেটে গেলেও পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টের দু’নম্বর লিফট সংলগ্ন গোটা ব্লকটি দেড় বছর আগেকার অবস্থাতেই পড়ে রয়েছে। ছাদ পর্যন্ত উঠতে হবে অন্ধকারে।
বিস্তারিত...
বিজ্ঞান ও প্রজুক্তি
চাঁদের পূর্ণগ্রাস
দেখল কলকাতাবাসী
বিনোদন
নিঃসঙ্গতার গল্পে
মিশছে রাজনীতির স্বর
ই-গভর্ন্যান্সে রাজ্যের সঙ্গে জোট চান ভাটিয়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
নতুন উদ্ভাবন নিয়ে ইনফোকমের মঞ্চে হাজির হলেন আজকের ই-মেলের জনক সাবির ‘হটমেল’ ভাটিয়া। লক্ষ্য রাজ্যে ই-গভর্ন্যান্সকে আর এক ধাপ এগিয়ে নিয়ে প্রশাসনকে আক্ষরিক অর্থেই সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া। মাধ্যম মোবাইল ফোন। শনিবার কলকাতায় ইনফোকমের অনুষ্ঠানে যোগ দিতে এসে এ রাজ্য সম্পর্কে তাঁর পরিকল্পনার কথা জানান সাবির ভাটিয়া। তিনি বলেন, কম্পিউটার দিয়ে নয়। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগসূত্র তৈরি করবে তাঁর সংস্থা। নিজস্ব উদ্ভাবন ‘জাক্সটার-এসএমএস’-এর মাধ্যমে প্রশাসনের কাছে নিজের অভিযোগ বা দাবি পৌঁছে দিতে পারবে আমজনতা। এবং তা বিনা পয়সায়। একই ভাবে ঝড়-জল, বন্যা-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আগাম সতর্কতা জানাতে পারবে সরকার।
বিস্তারিত...
গাড়ি গড়িয়ে গঙ্গায়,
তলিয়ে গেলেন বাবা, মা ও ছেলে
অনল আবেদিন • লালবাগ
মুর্শিদাবাদে হাজারদুয়ারির পাড়ে গঙ্গার গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল গাড়িটা। হাজারদুয়ারি প্যালেস, জাদুঘর দেখা শেষ। এ বার ফিরতে হবে। ঝকঝকে গাড়ির মধ্যে শীতের ছুটিতে বেড়ানোর আনন্দে মশগুল মা-ছেলে। গাড়ির চালক পিছনের দিকের কাচ মুছছেন। পরিবারের কর্তা ছোট্ট মেয়েটির হাত ধরে গাড়িতে ওঠে পড়ার অপেক্ষায়। আচমকাই গাড়িটা পিছনে গড়িয়ে যেতে থাকে ভরা নদীর দিকে। প্রাথমিক বিস্ময় কাটিয়ে কাচ বন্ধ গাড়ি থেকে তখন বেরিয়ে আসার জন্য মরিয়া মা আর সপ্তম শ্রেণির পড়ুয়া ছেলেটি। সেকেন্ড কয়েকের ব্যাপার। শেষ বিকেলে ঝুপ করে গঙ্গায় পড়ে গেল গাড়িটি। গাড়ির ধাক্কায় ছিটকে নদীতে পড়লেন চালকও। ঘাটের লোকজন, হাজারদুয়ারির মাঠে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পর্যটকেরা ছুটে এসেছিলেন। পড়িমরি করে ছুটে এসেছিলেন জয়দেব মজুমদারও (৪৮)। কিন্তু ঢালু পাড় বেয়ে নদীর দিকে গড়িয়ে যাওয়া গাড়ি ধাক্কা দিয়ে তাঁকেও ঠেলে দেয় নদীর দিকে। পরিবারের অন্যদের সঙ্গে শনিবার তলিয়ে গেলেন তিনিও।
বিস্তারিত...
ভাইচুং-যুগোত্তর প্রথম ট্রফি জিততে মরিয়া নবিরা
স্বপন সরকার • নয়াদিল্লি
মঞ্চ তৈরি। শেষ কামড় দেওয়ার জন্য সুনীল-জেজে-নবিরাও প্রস্তুত। সাফ কাপ নিজেদের আলমারিতে রেখে দেওয়ার জন্য মরিয়া ভারত। আর সেই কাজে সফল হলে একটা নতুন দিগন্তও খুলে যাবে ভারতীয় ফুটবলে ভাইচুং ভুটিয়া-যুগোত্তর প্রথম আন্তর্জাতিক খেতাব। এই টুর্নামেন্টে ছ’টা দেশের কোচ বিদেশি। কিন্তু যে দু’টো মাত্র দলের স্বদেশীয় কোচ, রবিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে তারাই মুখোমুখি ভারত ও আফগানিস্তান। যে-ই শেষ হাসি হাসুক, ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে, সাফের সংসারে এখনও দেশি কোচেদেরই রমরমা। স্যাভিও মেদেইরা বনাম ইউসেফ কারগারের পাশাপাশি ফাইনালে আরও একটা শ্রেষ্ঠত্বের জন্য লড়াই হবে। দু’দলের দুই সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী বনাম বলাল অ্যারেজোর মধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই। দু’জনেরই এখনও পর্যন্ত ৬টা করে গোল ঝুলিতে।
বিস্তারিত...
এক নজরে...
• আমরিতে ক্ষতিগ্রস্তদের পাশে টলিউড
•
চমকডাঙিতে পর্যটন কেন্দ্র গড়বে রাজ্য
কলকাতা
পাশেই পেট্রোল পাম্প,
জতুগৃহ সল্টলেক আমরিও
ঘন কুয়াশায় উড়ান
ব্যাহত কলকাতায়
রাজ্য
রাজ্যে বিদ্যুৎকেন্দ্র গড়ার
প্রস্তাব দিল এল অ্যান্ড টি
পেট্রোল পাম্প কতটা
নিরাপদ, দেখার দাবি
মালিকদেরই
দেশ
চিদম্বরমের পাশে সিব্বল,
কটাক্ষ বিজেপির
বেআইনি মদ বিক্রি
রুখতে মহিলা সংগঠন
বিদেশ
পুতিন-বিরোধী বিক্ষোভে
মস্কোয় পথে ২৫ হাজার
ব্যবসা
গ্রামীণ ব্যাঙ্ককে রাজ্য পুঁজি
জোগাক, আর্জি প্রণবের
ইন্টারনেটে বিকিকিনির
দুনিয়ায় পা রাখতে হুড়োহুড়ি
খেলা
‘ইউরোপার ফাইনালে দুই
ম্যাঞ্চেস্টারের দেখা হবে’
র্যান্টির জন্য চিন্তা শুরু
হয়ে গেল লাল-হলুদে
স্বাস্থ্য
কোনও বেসমেন্ট
রাতারাতি সাফ, কোথাও
হেলদোলই নেই
স্টিফেন কোর্ট থেকে আমরি,
সেই একই ছবি প্রশাসনের
জীবজগত্
জলাধারে পড়া ৫টি হাতি
উদ্ধার ক্রেন দিয়ে
সম্পাদকীয়
অনর্থই অর্থ
হিংসার বিরুদ্ধে
জেলা
উত্তরবঙ্গ
ব্যাঙ্কে ডাকাতির
চেষ্টা, জখম ১
দক্ষিণবঙ্গ
সকালটা রাতের
চেয়েও অন্ধকার
বর্ধমান
তাঁতশ্রমিকের জন্য
রক্ষা পেল ট্রেন
মুর্শিদাবাদ
ফের মেয়ে হয়েছে,
আছড়ে মারল বাবা
মেদিনীপুর
দুই শিল্পশহরে
গুলিবিদ্ধ দু’জন
কলকাতা
২৯.৮/১৭.০
আজকের দিনে
•
আন্তর্জাতিক পর্বত দিবস।
• ১৯৬৯:
দাবাড়ু
বিশ্বনাথন আনন্দের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.