ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা, জখম ১
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গভীর রাতে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। সেই সময়ে তাদের বাধা দেওয়ায় এক যুবককে গুলি করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাত দু’টো নাগাদ ভক্তিনগর থানার ইস্টার্ন বাইপাস লাগোয়া আশিঘর মোড় এলাকায় আহত ওই যুবকের মাথায় এবং বুকে গুলির সপ্লিন্টার লেগেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশকে স্থানীয় বাসিন্দারা জানান, বাইপাস দিয়ে পালানোর সময় ওই যুবক দুষ্কৃতীদের দেখে ফেলেন। তারই খেসারত দিয়ে হয়েছে ওই যুবককে। প্রশান্ত পালের বাড়ির পিছনের অংশে জানলা ভাঙা আওয়াজ পেয়েই তিনি লাঠি নিয়ে বারান্দায় বেরোতই দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। কিন্তু গুলি সোজা বারান্দার গ্রিলে লাগে। তার থেকে ছিটকে যাওয়া স্প্লিন্টারে জখম হন প্রশান্তবাবু। রাতে শিলিগুড়ি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার সুগত সেন বলেন, “ব্যাঙ্কে ডাকাতি করতেই এসেছিল ওরা। ওই যুবক সামনে এসে পড়ায় তাঁকে গুলি করা হয়। বাইপাস দিয়েই দুষ্কৃতীরা পালিয়েছে বলে জানা যাচ্ছে।” |
ছাত্রীদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিরাপত্তার কারণে ছাত্রীদের হস্টেল থেকে স্টোভ, জল গরম করার বৈদ্যুতিক যন্ত্র, গ্যাস স্টোভ আটক করা নিয়ে উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। শনিবার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের সামনে বেলা ১২ টা থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। ছাত্র পরিষদের সদস্যরা তাদের সমর্থন জানায়। হস্টেল মনিটরিং কমিটির চেয়ারম্যান জ্যোতিষ বসাক বলেন, “কলকাতায় এএমআরআই-এর ঘটনার পর আমরা হস্টেলগুলির অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সে ব্যাপারে আগাম সতর্ক হতে চাইছি। হস্টেলে গিজার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রছাত্রীদের অনেকেই গোপনে হিটার গ্যাস স্টোভ বা জল গরম করার বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করেন। অসতর্ক হলে তা বিপজ্জনক হতে পারে।” |
চাষিদের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
হাটে ধান বিক্রি করতে না পারায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাষিরা। শনিবার রাজগঞ্জ থানার শিকারপুরের বটতলা হাটে ওই ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসনের কর্তাদের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বিক্ষোভ চলে প্রায় ১ ঘন্টা। পরে সমস্যা সমাধানে হাটের মধ্যে চাষিদের নিয়ে ব্লক প্রশাসনের কর্তারা একটি বৈঠক করেন। এ দিন চাষিরা সাপ্তাহিক হাটে ধান বিক্রি করতে গিয়ে দেখেন কেনার লোক নেই। হাটে বাইরে থেকে ধানের যে পাইকারিরা আসতেন, এ দিন তাদের কাউকে দেখা যায়নি। স্থানীয় যে দু-একজন পাইকারি হাটে এসেছিলেন, তাঁরাও দাম বলছিলেন না। অপেক্ষা করে বেলাকোবা-জলপাইগুড়ি সড়ক অবরোধ করেন। এলাকার সমস্ত রাজনৈতিক দলের নেতারাও প্রতিবাদ জানিয়েছেন। |
অনশনে শ্রীকুমার
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
আইটিআই কলেজ তৈরির কাজ মাঝপথে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে অনশন শুরু করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। সিপিআইয়ের রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রীকুমারবাবু শনিবার থেকে ইটাহারের দুর্গাপুর এলাকায় টানা ৭ দিনের জন্য রিলে অনশনে বসেছেন। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “আইটিআই কলেজ তৈরির কাজ বন্ধের নির্দেশের কথা শুনেছি। বিষয়টি জেলা প্রশাসনের তরফে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।” |
কুপিয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • হরিশ্চন্দ্রপুর |
পুকুরের দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হলেন এক প্রতিবেশী। নিহতের বিরুদ্ধে দু’সপ্তাহ অন্যজনকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশ তাকে খুঁজছিল। শনিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম রহিম শেখ (৫০)। তুলসিহাটা বাজার দিয়ে সাইকেলে চেপে যাওয়ার সময় হাঁসুয়া দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। এলাকায় তল্লাশি চলেছে। |