নতুন উদ্ভাবন নিয়ে ইনফোকমের মঞ্চে হাজির হলেন আজকের ই-মেলের জনক সাবির ‘হটমেল’ ভাটিয়া। লক্ষ্য রাজ্যে ই-গভর্ন্যান্সকে আর এক ধাপ এগিয়ে নিয়ে প্রশাসনকে আক্ষরিক অর্থেই সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া। মাধ্যম মোবাইল ফোন।
শনিবার কলকাতায় ইনফোকমের অনুষ্ঠানে যোগ দিতে এসে এ রাজ্য সম্পর্কে তাঁর পরিকল্পনার কথা জানান সাবির ভাটিয়া। তিনি বলেন, কম্পিউটার দিয়ে নয়। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগসূত্র তৈরি করবে তাঁর সংস্থা। নিজস্ব উদ্ভাবন ‘জাক্সটার-এসএমএস’-এর মাধ্যমে প্রশাসনের কাছে নিজের অভিযোগ বা দাবি পৌঁছে দিতে পারবে আমজনতা। এবং তা বিনা পয়সায়। একই ভাবে ঝড়-জল, বন্যা-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আগাম সতর্কতা জানাতে পারবে সরকার। আর এই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার কথা তাঁর।
সাবির ভাটিয়া |
নতুন এই উদ্ভাবন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান সাবির ভাটিয়া। নির্বাচনের আগে বর্তমান শাসক দলকে প্রচার কাজে প্রযুক্তির ব্যবহার নিয়ে পরামর্শ দিয়েছিলেন তিনি। তখনই কথা হয়েছিল এ রাজ্যের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কলকাতায় আসবেন তিনি। এ দিন তিনি বলেন, “এসএমএস-এর মাধ্যমে প্রশাসন অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবে। আমরা সরকারি আধিকারিকদের একটি ডিরেক্টরি তৈরি করে দেব। তাই খুব সহজেই মানুষ সঠিক জায়গায় নিজের বার্তা পৌঁছে দিতে পারবেন।” এ ছাড়াও, এখানে ‘কেবল ল্যান্ডিং স্টেশন’ তৈরির জন্য সওয়াল করবেন তিনি। যাতে গুগল, ফেসবুক-এর মতো সংস্থা এখানে ডেটা সেন্টার তৈরি করতে উৎসাহী হয়। এ দিন অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে দেখা করতে মহাকরণেও গিয়েছিলেন ভাটিয়া। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সাংবাদিকদের ভাটিয়া জানান, যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদি তিনটি প্রস্তাব তিনি রাজ্যকে দিয়েছেন। ই-গভর্ন্যান্স প্রকল্প দ্রুত রূপায়ণের ব্যাপারেও তিনি অঙ্গীকার করেন। দ্রুত বলতে সাধারণ ভাবে এক বছরের সময়সীমার কথা বলেন তিনি। তবে তার আগে থেকেই রাজ্য এর সুবিধা পেতে শুরু করবে বলে তাঁর দাবি। খুব শীঘ্রই রাজ্য সরকার তাঁকে ডেকে পাঠাবেন বলেও জানান ভাটিয়া।
১৫ বছর আগে ই-মেল ছিল জটিল প্রক্রিয়া। সেই সময় ১৯৯৬ সালে বন্ধুর সঙ্গে মাত্র ২৮ বছর বয়সে সাবির ভাটিয়া তৈরি করেন ইন্টারনেট-এর মাধ্যমে চিঠি পাঠানোর ঠিকানা ‘হটমেল’। যার মাধ্যমে খুলে গিয়েছিল বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ই-মেল ব্যবহারের দরজা। এ বার সেই পথেই ‘জাক্সটার-এসএমএস’-এর জন্ম। যার মাধ্যমে কোনও এক মোবাইল থেকেই পৃথিবীর যে কোনও প্রান্তে অন্য মোবাইলে এসএমএস পৌঁছে যাবে বিনা পয়সায়। ঠিক যে ভাবে ‘হটমেল’ এক কম্পিউটার থেকে চিঠি নিয়ে পৌঁছে দেয় আর এক জনের কাছে। নিখরচায়। এতে শুধুমাত্র নিজের মোবাইলে এই ‘অ্যাপ্লিকেশন’ (অ্যাপ) ডাউনলোড করে নিলেই হবে। সেখান থেকেই যে কোনও নম্বরের মোবাইলে পাঠানো যাবে অনির্দিষ্ট সংখ্যক এসএমএস। এই দু’ক্ষেত্রেই দিতে হবে না কোনও অর্থ। আর এই পরিষেবায় যাঁকে এসএমএস পাঠানো হচ্ছে, তাঁর এই ‘অ্যাপ’ না থাকলেও চলবে। এটি পাওয়া যাবে আইফোন, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত যে কোনও মোবাইলেই।
শনিবারই ইনফোকমের আলোচনার শেষ দিন ছিল। আগামী বছর ইনফোকম ৫ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিষয় থাকবে ‘মোবিলিটি’। |