জনবহুল এলাকায় একটি পেট্রোল পাম্প। তার ঠিক গা ঘেঁষেই তৈরি হয়েছে সল্টলেকের এএমআরআই (আমরি)-এর দশতলা বাড়ি।
এত দিন এ নিয়ে কোনও প্রশ্নই ওঠেনি। কিন্তু শুক্রবার ঢাকুরিয়ায় আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের পরে প্রশ্নটা তুললেন এলাকার বাসিন্দারাই। তাঁদের বক্তব্য, পেট্রোল পাম্পটি তৈরি হয়েছে আগে। তার পাশেই হাসপাতাল তৈরির অনুমোদন মিলল কী ভাবে? এলাকার বাসিন্দা মানবেন্দ্র চক্রবর্তী বলেন, “পরিকল্পিত ভাবে তৈরি একটি উপনগরীতে কী করে এর অনুমোদন দেওয়া হল? এখানেও তো যে কোনও দিন অগ্নিকাণ্ড ঘটতে পারে!”
এলাকার মানুষের ক্ষোভের কথা আঁচ করে সল্টলেকের পুর কর্তৃপক্ষ গোটা বিষয়টিই খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত নিয়েছে দমকলও। স্বাস্থ্য দফতরের কর্তারা অবশ্য দায় এড়িয়ে জানিয়ে দিয়েছেন, হাসপাতাল তৈরির অনুমতির বিষয়টি ‘পুরোপুরি’ তাঁদের এক্তিয়ারভুক্ত নয়।
|
সল্টলেক আমরির পাশেই পেট্রোল পাম্প। ছবি: অর্কপ্রভ ঘোষ |
যুবভারতী ক্রীড়াঙ্গনের ৩ নম্বর গেটের উল্টো দিকেই সল্টলেক আমরি। পাশেই পেট্রোল পাম্প। তার পাশে গড়ে উঠেছে একটি গাড়ি মেরামতের দোকানও। যেখানে মোবিল-সহ দাহ্য পদার্থের ছড়াছড়ি। হাসপাতালের পিছনেই আবাসিক প্লট। যেখানে পরপর বহুতল। আবাসিকদের মতে, এই এলাকাটিতে যে কোনও সময়ে আগুন
লাগতে পারে। এর জন্য জেসি ব্লকের বাসিন্দারা
রীতিমতো আতঙ্কে ভুগছেন। ওই ব্লকের এক বাসিন্দা বলেন, “আমরা অনেক বারই প্রতিবাদ করেছি। কিন্তু কোনও ফল হয়নি।”এ ব্যাপারে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা শ্যামাপদ বসাক বলেন, “ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট-এ পেট্রোল পাম্পের পাশে হাসপাতাল গড়ার ব্যাপারে কোনও বিধিনিষেধ নেই। তবে বিষয়টি পুরোপুরি আমাদের এক্তিয়ারভুক্ত নয়। এটি স্থানীয় পুর কর্তৃপক্ষ ও দমকল দফতরই দেখে। আবাসনগুলির সঙ্গে দূরত্ব, কোনও আবর্জনা জমছে কি না, জেনারেটর চলছে কি না এমন কতগুলি বিষয় আমরা দেখি।”
এ প্রসঙ্গে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বাম আমলে এই আমরি কর্তৃপক্ষকে অন্যায় ভাবে অনেক সুযোগ করে দেওয়া হয়েছে। নিয়মের তোয়াক্কা না করে অনেক কিছুই তাঁরা করেছেন। যার বলি হয়েছেন সাধারণ মানুষ। কী ভাবে ওই জায়গায় হাসপাতালের অনুমতি দেওয়া হল, তা খতিয়ে দেখা হবে।”
এ ক্ষেত্রে দমকল দফতরের ভূমিকা নিয়েও অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। এই প্রসঙ্গে দমকলমন্ত্রী জাভেদ খান বলেন, “এ সব অনুমোদন আমাদের আগের বাম সরকারের আমলে দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পরে তা আমাদের নজরে এসেছে। তবে শুধু আমরিই নয়, যে সব ক্ষেত্রে অভিযোগ উঠছে তা সব খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” |