আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা বাংলা ছবির যাবতীয় বিভেদ ঘুচিয়ে দিল। শনিবার সন্ধ্যায় রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে আনন্দবাজার পত্রিকা-অম্বুজা রিয়্যালটি আয়োজিত ‘বায়োস্কোপে বাজিমাত’ অনুষ্ঠানের শুরুতেই ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রায় এক সুরে জানান, আমরিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা ভাবছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। শুক্রবার এসএসকেএমে রাজনৈতিক বিভেদ ঘুচিয়ে প্রায় এক সুরে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এ দিন রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবেও প্রায় একই রকমের ঘটনা ঘটল।
এ দিন ঋতুপর্ণা জানান, তাঁর এক বান্ধবী আমরিতে ভর্তি ছিলেন। বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন তিনি। সেই কথা জানিয়েই তিনি বলেন, “কলকাতা শোকস্তব্ধ। কিন্তু জীবন তো থেমে থাকে না। এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টলিউডও সামিল হতে চায়।” এই কথা সমর্থন করেন প্রসেনজিৎ।
|
আনন্দবাজার পত্রিকা-অম্বুজা রিয়্যালটি আয়োজিত ‘বায়োস্কোপ বাজিমাত’ অনুষ্ঠানে আমরির
অগ্নিকাণ্ডে মৃতদের স্মরণে নীরবতা পালন করছেন টলিউডের শিল্পীরা। শনিবার দেশকল্যাণ চৌধুরীর তোলা ছবি। |
এর আগেও তিনি বহু ভালো কাজে যুক্ত হয়েছেন। তিনি জানান, ৭ দিনের মধ্যেই পরিকল্পনা করে এই সাহায্যের কাজে নামবেন। তাঁর কথায়, ২৬/১১-র পর যদি মুম্বই ঘুরে দাঁড়াতে পারে, তা হলে কলকাতা পারবে না কেন?”
বাংলা সিনেমার এক অভিনেতার কথায়, “শুক্রবার রাজনৈতিক বিভেদ ঘুচিয়ে সৌজন্য প্রকাশ পেয়েছিল। এ দিন টলিউড করল শোক ভুলিয়ে নতুন করে জীবনের পথে হাঁটার অঙ্গীকার।”
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, ইন্দ্রানী হালদার-সহ এক ঝাঁক টলিউড ব্যক্তিত্ব। ছিলেন মুম্বইয়ের প্রযোজক বনি কাপুরও। তিনি আমরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।
শুক্রবারের ঘটনার পর এ দিন কলকাতার অভিজাত ক্লাবে ক্যুইজের মতো মজার অনুষ্ঠান কেন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল? কিন্তু সন্ধ্যায় টলিউডের এই অঙ্গীকার প্রমাণ করল, ক্যুইজের অনুষ্ঠান নিছক ক্যুইজে আটকে থাকল না। |