‘ইউরোপার ফাইনালে হয়তো
দুই ম্যাঞ্চেস্টারের দেখা হবে’ |
|
|
গত বিশ্বকাপের রানার্সের পদক তাঁর বাড়িতে থাকলেও প্রিমিয়ার লিগ এখনও জেতেননি।
সদ্য ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। ম্যাঞ্চেস্টার সিটি-র ডাচ ডিফেন্সিভ মিডফিল্ডার
নাইজেল দে জং মনে করছেন, তাঁর ক্লাবের আসল লক্ষ্য প্রিমিয়ার লিগ জেতাই। বিশেষ সাক্ষাৎকারে বললেন |
প্রশ্ন: ট্রফি জেতার অন্যতম দাবিদার বায়ার্ন মিউনিখকে হারিয়েও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেন। খারাপ লাগছে না?
নাইজেল: ওহ! ভীষণ খারাপ লাগছে। বায়ার্ন-ম্যাচে যে ভাবে আমরা ঝাঁপিয়ে ছিলাম তাতে নকআউটে না যেতে পারাটা মেনে নিতে পারছি না। অবশ্য আমাদের হাতে ছিল না ব্যাপারটা। নাপোলি জিতেছে জানতে পেরেই তো বুঝে গিয়েছিলাম আমরা ছিটকে গিয়েছি।
প্র: চ্যাম্পিয়ন্স লিগ থেকে কী অভিজ্ঞতা হল?
নাইজেল: প্রচুর। শিখলাম যে, আরও ধারাবাহিক হতে হবে। একটা দল হিসাবে যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমাদের পরের বছরে সুবিধাই হবে।
প্র: তা হলে কি এ বার প্রিমিয়ার লিগের জন্য ঝাঁপাবেন?
নাইজেল: সেটাই আসল লক্ষ্য। চ্যাম্পিয়ন্স লিগে তো সিটি এই প্রথম খেলল। ওখানে পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম। তবে প্রথম বারেই খুব বেশি আশা করা ঠিক নয়। আসল চাহিদাটা কিন্তু প্রিমিয়ার লিগ।
প্র: চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় কি প্রিমিয়ার লিগে খেলা সহজ হবে?
নাইজেল: না না। আমাদের তো ইউরোপা লিগ আছে। আমরা মোটেই এটাকে তাচ্ছিল্য করছি না। আমাদের ম্যাচগুলো জিততে হবে। আমরা ট্রফি চাই।
প্র: অনেকে বলছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় মরসুমটা সিটির খারাপ যাবে?
নাইজেল: একেবারেই না। মরসুমের তো এখনও অনেক বাকি। চারটে টুর্নামেন্টে আছি আমরাপ্রিমিয়ার লিগ, এফ এ কাপ, কার্লিং কাপ আর ইউরোপা লিগ। এখন একটু হতাশ সবাই। কিন্তু সেটা কাটিয়ে ওঠার অনেক সময় আছে।
প্র: প্রিমিয়ার লিগ জিতলে কি হতাশাটা কেটে যাবে?
নাইজেল: ঠিক তাই। সে জন্য পরের ম্যাচে চেলসিকে হারাতেই হবে।
প্র: বায়ার্নকে হারিয়ে কি ইউরোপে কিছুটা জায়গা করতে পেরেছেন?
নাইজেল: আমার তো তাই মনে হয়। নিজেদের কিছুটা প্রমাণ করতে পেরেছি। প্রথম বার বলেই একটু ভুলচুক হয়ে গেছে।
প্র: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় সিটি ফ্যানেরা খুব খুশি। এ বার কি সবাই ইউরোপা লিগ নিয়ে মাতবে? ম্যান ইউ-ম্যান সিটি ফাইনাল হতে পারে।
নাইজেল: হতেই পারে। ইউরোপা লিগে কিন্তু এ বার বড় দলের ছড়াছড়ি— ইউনাইটেড, পোর্তো, আয়াক্স, অলিম্পিয়াকোস। এটা ম্যাঞ্চেস্টারের লজ্জা যে, দু’টো দলই ছিটকে গিয়েছে। আমি এটাতে মোটেই খুশি নই।
প্র: সোমবার চেলসির বিরুদ্ধে ম্যাচ। চেলসি আবার ভালেন্সিয়াকে হারিয়ে তেতে উঠেছে। ওদের সঙ্গে খেলার জন্য কি এটা ভুল সময়?
নাইজেল: না না। বড় ম্যাচ খেলার এটাই ঠিক সময়। শক্তিশালী দলের বিরুদ্ধেই নিজেকে তুলে ধরতে হবে। তবেই লোকে চিনবে। ফর্মে থাকা চেলসির থেকে আর ভাল কী হতে পারে? প্রিমিয়ারে চ্যাম্পিয়ন হতে গেলে ওদের হারাতেই হবে। |