র্যান্টির জন্য চিন্তা শুরু হয়ে গেল লাল-হলুদে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগে প্রয়াগ ইউনাইটেডকে হারানোর পর দিন বিশ্রাম নয়। বরং বাজতে শুরু করে দিল আই লিগে ডেম্পো-ম্যাচের বাজনা। আগামী বৃহস্পতিবার আই লিগে র্যান্টি মার্টিন্সদের মুখোমুখি টোলগে-মেহতাবরা। ট্রেভর মর্গ্যানের সুবিধা ম্যাচটি যুবভারতীতে।
শনিবার সকালে ইস্টবেঙ্গল মাঠে হাজির একটি বাচ্চা ছেলে। এতটাই ছোট যে পায়ের সামনে বলটাও তার কাছে অনেক বড়। পাশেই তার বাবা— গত বছরের আই লিগের সেরা ফুটবলার। বাচ্চা ছেলেটি হল জুনিয়র মেহতাব হোসেন। নাম, আয়ান। এ রকম একটু-আধটু হাল্কা মেজাজ যদিও ছিল। তবে যাঁরা আগের দিন খেলেননি এবং সোমবার কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে যাঁদের কাঁধে দায়িত্ব থাকবে জেতানোর, তাঁদের নিয়ে কড়া প্র্যাক্টিসেই মন ছিল ট্রেভর মর্গ্যানের। প্রয়াগ ম্যাচের দল পুরোপুরি পাল্টে ফেলে সোমবার পিয়ারলেসের বিরুদ্ধে তিনি খেলাবেন অন্য এগারো জনকে।
ইস্টবেঙ্গল কোচের কথায়, “পিয়ারলেস ম্যাচের দু’দিন পরই ডেম্পো ম্যাচ। দু’টো ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছি।” আই লিগে ইস্টবেঙ্গল এখন দু’নম্বরে। ডেম্পোর থেকে পাঁচ পয়েন্ট পিছনে। কলকাতা লিগে মোহনবাগান ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হওয়ায় আর সে রকম বাধা থাকবে না। আর আই লিগে দাবি জোরদার করতে ডেম্পো-ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। মর্গ্যান জানেন, ডেম্পোকে হারালে ইস্টবেঙ্গলের কতটা সুবিধা হবে। তাঁর মন্তব্য, “আমরা ডেম্পোকে হারালে ওদের সঙ্গে আমাদের পয়েন্টের ব্যবধান কমে হবে দুই। লিগ টেবিলে অনেক ভাল জায়গায় চলে আসব।” জল্পনার কেন্দ্রে থাকা অ্যালান গাও নাকি ফিরছেন আগামী সপ্তাহে। এ রকমই জানালেন মর্গ্যান। যদিও শনিবার রাতে অ্যালান গাওয়ের এমআরআই রিপোর্টে ডান পায়ের গোড়ালি ফুলে আছে, সেটা বোঝা গিয়েছে। তবে গাওয়ের যা চোট তাতে ইস্টবেঙ্গলে টিকে থাকা কঠিন।
একই যুক্তি দিচ্ছেন সঞ্জু প্রধানও, “ডেম্পো ভাঙা দল নিয়ে খেলে চার্চিলের কাছে হেরেছে। তবে বৃহস্পতিবার ডেম্পোর পুরো শক্তির কথা ভেবেই আমাদের মাঠে নামতে হবে। একটা কঠিন ম্যাচই হবে।” পাশাপাশি সাফ কাপে সুনীল ছেত্রীদের জয়ই দেখছেন সঞ্জু। বলে দিলেন, “দ্বিতীয় সেমিফাইনালটা নেপালের বিরুদ্ধে আফগানিস্তান ভাল খেলতেই পারেনি। তা-ও জিতে গেল। ফাইনালে ওদের হারাতে মনে হয় না ভারতের কোনও অসুবিধা হবে।” |