|
বিলাসিতার সময় নেই,
বলছেন সুব্রত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
আর সময় নেই। তৃষ্ণার্ত মোহন-জনতাকে ট্রফির মুখ দেখাতে হলে কলকাতা লিগে আর একটা পয়েন্টও নষ্ট করলে চলবে না। রবিবার পুলিশ এ সি-র বিরুদ্ধে তাই পুরো শক্তি নিয়ে নামতে চাইছেন সুব্রত ভট্টাচার্য। রবিবার অনুশীলনের পর মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর বললেন, “বিলাসিতার সময় নেই। এখন থেকে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। কোনও পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নেব না। প্রতিপক্ষ যেই হোক না কেন, সোজাসাপ্টা অল আউট যাব।” |
একদা সতীর্থ। আজ যুযুধান। কলকাতা লিগ ম্যাচের আগের দিন গঙ্গাবক্ষে
দুই কোচ সুব্রত ভট্টাচার্য-শিশির ঘোষের আড্ডা। ছবি: উৎপল সরকার |
মহমেডানের সঙ্গে ড্র করার পর কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে মোহনবাগান। ৪ ম্যাচে সুব্রতর দলের পয়েন্ট যেখানে ১০, ইস্টবেঙ্গল সেখানে একটা ম্যাচ বেশি খেলে ১৫। তাই রবিবার পুলিশ এসি ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হোসে ব্যারেটো-ও। বললেন, “আমাদের কিছু সমস্যা তো হচ্ছেই। না হলে পয়েন্ট নষ্ট করব কেন? তবে অতীত নিয়ে বেশি ভাবতে চাই না। আমাদের প্রধান লক্ষ্য হল জয়। সেটা যে করেই হোক পেতে হবে। কোনও দলকেই আর হালকা ভাবে নেওয়ার এখন প্রশ্ন নেই।
|
রবিবারে
কলকাতা প্রিমিয়ার লিগ
মোহনবাগান : পুলিশ এ সি (মোহনবাগান, ২-০০) |