আর্সেনালের ১২৫ পালন ফান পার্সির গোলে জিতে
নিজস্ব প্রতিবেদন |
একশো পঁচিশ বছর পার করে ফেলল আর্সেনাল। শনিবার নিজেদের মাঠে এভার্টনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচটাই তাঁরা পালন করল ১৮৮৬-এর প্রতিষ্ঠা দিবস স্মরণে। আর যে উৎসবকে আরও উজ্জ্বল করে তুললেন আর্সেনালের ডাচ ফরোয়ার্ড ফান পার্সি। তাঁর ৭০ মিনিটের গোলেই আর্সেনাল ১-০ জিতল। ফান পার্সির এ মরসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১৯ গোল হয়ে গেল। এই ক্যালেন্ডার বছরে ৩৩তম গোল। এ ব্যাপারে অ্যালান শিয়ারারের চেয়ে মাত্র তিন গোল পিছনে এখন ফান পার্সি। ১২৫তম প্রতিষ্ঠা দিবসের দিনে আর্সেনাল প্রিমিয়ার লিগ টেবিলে উঠে এল চার নম্বরে। ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের পরেই। ম্যান ইউ এ দিন রুনি ও নানির এক জোড়া করে গোলে ৪-১ হারিয়েছে উলভসকে। সুয়ারেজের গোলে লিভারপুল ১-০ জেতে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিরুদ্ধে। বার্সেলোনার প্র্যাক্টিস সেরে মাদ্রিদে যাওয়ার বিমান ধরতে যাওয়ার পথে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন আর্সেনালের প্রাক্তন তারকা সেস ফাব্রেগাস। “আর্সেনালের ১২৫ বছরের শুভেচ্ছা রইল। এক সময়ে ওই ক্লাবের একজন ছিলাম ভেবে দারুণ লাগছে। আজ ওরা জিতলে খুব ভাল হবে।”ডায়াল স্কোয়ার নামে উলউইচে যাত্রা শুরু করেছিল আর্সেনাল। প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন ফ্রেড বিয়ার্ডস্লে, ড্যাভিড ড্যানস্কিন। যাঁদের বংশধররা শনিবার হাজির ছিলেন এমিরেটস স্টেডিয়ামে। ছিলেন প্রথম দলের সদস্যদের বংশধররাও। ড্যানস্কিনের দুই প্রপৌত্র ম্যাচ রেফারি হাওয়ার্ড ওয়েবের হাতে বল তুলে দেন। পুরো এমিরেটস স্টেডিয়ামের এমন একটি ছবি তোলা হয়েছে যেখান থেকে গ্যালারির অনেকের মুখই পরিষ্কার ভাবে দেখা সম্ভব হবে। ছবিটি ম্যাচের ৪৮ ঘণ্টা পর ক্লাবের ওয়েবসাইটে দেখা যাবে।
|
সচিন-লারাকে বল করাই সবচেয়ে কঠিন: লি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুরন্ত গতির পেসারদের মধ্যে অন্যতম তিনি। কিন্তু নিজের বারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে দু’জন ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করতে গিয়ে বার বার সমস্যায় পড়তে হয়েছে সেই তাঁকেই। সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারা। “সচিন আর লারার বিরুদ্ধে বল করাটা সব সময় ভীষণ কঠিন,” এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করে নিয়েছেন ব্রেট লি। তাঁর সবথেকে পছন্দের বাউন্সার কোনটা জানতে চাওয়ায় লি-র সহাস্য উত্তর, “যে বাউন্সারটায় পুল মারতে গিয়ে বা স্লিপে ক্যাচ তুলে সচিন আউট হবে।” তবে সচিনকে আউট করাটা যে তাঁর জন্য সহজ কাজ ছিল না, সাক্ষাৎকারে সেটা মেনে নিয়েছেন। তবে লি-র নিজের বিচারে তাঁর জীবনের অন্যতম সেরা এবং সবথেকে উপভোগ্য স্পেলটা তিনি করেছিলেন লারার বিরুদ্ধে। ২০০৩-এ পোর্ট অব স্পেনে। লি-র কথায়, “লারার বিরুদ্ধে ওই স্পেলটাই আমার নিজের সবথেকে পছন্দের। ওই স্পেলে লারাকে আমি আউট করতে পারিনি। কিন্তু একদম নাচিয়ে ছেড়েছিলাম! ওকে স্ট্রাইকে থাকতে বাধ্য করেছিলাম আর কোকাবুরা বলটা বার বার ওর নাক ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল। বার বার লাফিয়ে উঠে বলের লাইন থেকে সরে যেতে হচ্ছিল লারাকে। আর সেটা দেখে ওয়েস্ট ইন্ডিয়ান দর্শকেরা আঁতকে আঁতকে উঠছিল। সব মিলিয়ে দারুণ মজা পেয়েছিলাম ওই স্পেলটা করে।” লি জানিয়েছেন নিজের গোপন দু’টি ক্রিকেট-বাসনার কথাও।
প্রথমটা, নতুন বল হাতে ডেনিস লিলির সঙ্গে অস্ট্রেলিয়ার বোলিং ওপেন করা। দ্বিতীয়টা, নিজের সেরা সময়ে থাকা ভিভ রিচার্ডসের বিরুদ্ধে বল করা।
|
অস্ট্রেলিয়া শেষ ১৩৬ রানে, ভারতের জন্য তৈরি হচ্ছেন প্যাটিনসন
সংবাদসংস্থা • হোবার্ট |
অস্ট্রেলিয়ার ব্যাটিং এখনও সে ভাবে জমাট না বাঁধলেও, মাইকেল ক্লার্কের দলের বোলিংকে যথেষ্ট ভয়ঙ্কর দেখাচ্ছে। আর এখন যিনি অস্ট্রেলীয় পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন, সেই জেমস প্যাটিনসন তৈরি হচ্ছেন সচিন-সহবাগদের চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য। বলেছেন, “ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করার থেকে আর বড় কী চ্যালেঞ্জ হতে পারে। ওদের বিরুদ্ধে মাঠে নামার জন্য আমি তৈরি হচ্ছি।”প্যাটিনসন তৈরি হলেও, অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের এখনও সে ভাবে প্রস্তুত দেখাচ্ছে না। আজ অপ্রত্যাশিত ভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ‘লিড’ পেয়ে গেল নিউজিল্যান্ড। নিজেরা প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েও। কারণ জবাবে অস্ট্রেলিয়াকে কিউয়ি পেসাররা বেলেরিভ ওভালের প্রাণবন্ত উইকেটে আরও কমে, ১৩৬ রানে অলআউট করে দিয়েছেন। দিনের শেষে নিউজিল্যান্ড পন্টিং-ক্লার্কদের থেকে সব মিলিয়ে ১৫৩ রানে এগিয়ে। হাতে ৭ উইকেট রেখে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ১৩৯-৩। প্রথম দিন প্যাটিনসনের বিধ্বংসী পেস বোলিংয়ে ভেঙে পড়েছিল নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপ। কিন্তু এ দিন ৭৫ রানে সাত উইকেট হারিয়ে একশোর মধ্যে অলআউট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল অস্ট্রেলিার। ৫৬ রানের পার্টনারশিপ গড়ে পিটার সিডল ও প্যাটিনসন দলকে একশোক গণ্ডি পার করান।
|
ইডেনে এ বার আট ম্যাচ নাইটদের
সংবাদসংস্থা • চেন্নাই |
সাতের বদলে আসন্ন আইপিএল থেকে আটটি করে হোম ম্যাচ থাকছে। আগামী ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। ন’টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে হবে টুর্নামেন্ট। ম্যাচের সংখ্যা ৭৬। শনিবার আইপিএল গর্ভনিং কাউন্সিল কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়ে গেল। পাশাপাশি জানানো হল, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আসর বসবে আইপিএলের নিলামের। ক্রিকেটার কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিদের আরও অতিরিক্ত দু’মিলিয়ন ডলার করে দেওয়া হচ্ছে। নিলামে উঠবেন কোচি-র ক্রিকেটাররাও। অর্থাৎ, সামনের বার আইপিএল খেলার সুযোগ থাকছে ব্রেন্ডন ম্যাকালাম, মাহেলা জয়বর্ধনে, রবীন্দ্র জাডেজাদের। যে ফ্র্যাঞ্চাইজিকে বাতিল করেছে বোর্ড।
|
প্রয়াত শম্ভু শেঠ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মারা গেলেন শৈলেন মান্না এবং চুনী গোস্বামীর সতীর্থ শম্ভু শেঠ। ১৯৫৪ সালে শৈলেন মান্নার নেতৃত্বে মোহনবাগানের দ্বিমুকুট জয়ী দলের সদস্য ছিলেন শম্ভু। বয়স হয়েছিল ৭৯ বছর। তিন ব্যাক সিস্টেমে মান্নার পাশে লেফট ব্যাক খেলতেন তিনি। যে দলের অন্যতম সদস্য ছিলেন চুনী গোস্বামীও। সচিব অঞ্জন মিত্র জানালেন, প্রাক্তন মোহনবাগান ফুটবলারের মৃত্যুতে রবিবার অর্ধনমিত রাখা হবে ক্লাবের পতাকা।
|
কসবায় দাবার বড় আসর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রায় তিনশোর মতো রেটেড প্লেয়ারকে নিয়ে বড় দাবা টুর্নামেন্ট করছে সিটি চেজ ফোরাম। সুইস লিগ পদ্ধতিতে ১০ রাউন্ডের খেলা ১৫ থেকে ১৯ ডিসেম্বর কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। মোট পুরস্কার মূল্য ১ লক্ষ টাকা। খেলবেন যাঁদের রেটিং দু’হাজার বা তার কম। অংশ নিচ্ছেন ভিন রাজ্যের দাবাড়ুরাও।
|
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলা ওপেন দাবায় পঞ্চম রাউন্ডের শেষে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে দেবাঙ্কন ধর। |