|
|
|
|
ছিনতাই টাকা |
দুই শিল্পশহরে গুলিবিদ্ধ দু’জন |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর ও হলদিয়া |
সকালে এক রেলকর্মীকে গুলি করে খুনের চেষ্টা হল খড়্গপুরে। আর বিকেলে এক বেসরকারি পরিবহণ সংস্থার কর্মীকে গুলি করে সংস্থার টাকা ভর্তি ব্রিফকেস ছিনতাইয়ের ঘটনা ঘটল হলদিয়ায়। শনিবার দুই মেদিনীপুরের দুই শিল্পশহরে এই জোড়া গুলি-কাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। দুই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। দু’টি ঘটনার কোনওটিতেই রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গুলিবিদ্ধ রেলকর্মী ও পরিবহণ-কর্মীর চিকিৎসা চলছে হাসপাতালে।
প্রতি দিনের মতোই এ দিন সকালেও খড়্গপুরের মথুরাকাটির বাড়ি থেকে সাইকেলে রেল-ওয়ার্কশপে কাজে যাচ্ছিলেন বছর সাতান্নোর রমেশবাবু ওরফে রেড্ডি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ৮টা নাগাদ মালঞ্চ এলাকায় আচমকাই একটি মোটরবাইক থেকে ওই রেলকর্মীকে লক্ষ করে গুলি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মোটরবাইকে ছিল তিন দুষ্কৃতী। দু’টি গুলি লাগে ওই রেলকর্মীর কোমরে। তিনি সাইকেল থেকে পড়ে যান। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে রেল হাসপাতালে নিয়ে যান। গুলি চালিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। রমেশবাবুকে কারা, কেন গুলি করল, তা খতিয়ে দেখছে পুলিশ। খড়্গপুরের এসডিপিও দীপক সরকার বলেন, “তদন্ত শুরু হয়েছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।” তবে রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিকেলে হলদিয়ায়, বেসরকারি পরিবহণ সংস্থার দুর্গাচকের অফিস থেকে রানিচকের অন্য অফিসে ব্রিফকেসে কয়েক লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন সংস্থার কর্মী, বছর পঞ্চান্নোর নারায়ণচন্দ্র দাস। গাড়িতে তাঁর সঙ্গেই ছিলেন সংস্থার আর এক জন কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সাড়ে ৪টে নাগাদ শিল্পপ্রবেশ স্টেশনের কাছে উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইক রাস্তায় আড়াআড়ি দাঁড়িয়ে গাড়িটিকে থামায়। এক দুষ্কৃতী চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ির চাবি নিয়ে নেয়। অন্য এক জন পিছনের দরজা খুলে গুলি করে ব্রিফকেস হাতে বসে থাকা নারায়ণবাবুকে। তাঁর পায়ে গুলি লাগে। ব্রিফকেস ছিনিয়ে নিয়ে মোটরাইকে তৎক্ষণাৎ চম্পট দেয় দুই দুষ্কৃতী। নারায়ণবাবুকে উদ্ধার করে স্থানীয়রাই নিয়ে যান হলদিয়া মহকুমা হাসপাতালে। পরে তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারায়ণবাবুর সঙ্গী সংস্থার অন্য এক কর্মী অবশ্য অক্ষতই রয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পরিবহণ সংস্থার ঘনিষ্ঠ কেউ এই ঘটনায় যুক্ত থাকতে পারে। |
|
|
|
|
|