l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আমরির আঁচে
খবরের কাগজ কী করে লুকোব, দুশ্চিন্তা স্বামীর
সুনন্দ ঘোষ • কলকাতা
নিছকই কাকতালীয়! ২০১০ সালের ২৩ মার্চ। স্টিফেন কোর্টের আগুন কেড়ে নিয়েছিল শৈলেন এবং কবিতা বারিকের একমাত্র সন্তান, ২১ বছরের সৌরভকে। বারিক দম্পতি তাঁদের দত্তক সন্তানের অভিভাবকত্ব পেলেন ২০১১-র ৯ ডিসেম্বর, আমরি-অগ্নিকাণ্ডের দিন। দিনটা তাই আর আনন্দের রইল না শুধু। আমরির ঘটনা এক বছর ৮ মাস ১৬ দিন আগের দুঃসহ স্মৃতি খুঁচিয়ে তুলল ইছাপুরের মাঝেরপাড়া নারকেলবাগানের ছোট্ট দোতলা বাড়িটায়। সকালে বাজারে গিয়ে আমরি-র খবরটা কানে এসেছিল বছর একান্নর শৈলেনবাবুর। তড়িঘড়ি বাড়ি ফিরে এসে টিভি-র পিছন থেকে কেব্ল-এর তারটা খুলে দিয়েছেন। কবিতাদেবী ‘সুইচ অন’ করলেও টিভি যাতে না চলে। ইছাপুর ‘গান অ্যান্ড শেল ফ্যাক্টরি’র কর্মী শৈলেনবাবু ফোনে বললেন, “খবরের কাগজের পাতায় অগ্নিকাণ্ডের ছবি দেখলে, আমি না হয় সহ্য করে নেব। কিন্তু কবিতা তো কেঁদে আকুল হয়ে যাবে। কী যে করব, শনিবার সকালের খবরের কাগজটা নিয়ে!
”
শৈলেন-কবিতার ছেলে সৌরভ ছিলেন বেসরকারি সংস্থার অ্যাকাউন্টস বিভাগের কর্মী। স্টিফেন কোর্টে আগুন লাগার পরে চার তলার বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন মাটিতে। সৌরভের নিথর দেহ নিয়ে গিয়ে রাখা হয় পার্ক স্ট্রিটের এক নার্সিংহোমের মর্গে। সন্ধ্যায় পার্ক স্ট্রিটে পৌঁছে প্রায় পৌনে দু’ঘণ্টা ধরে পাগলের মতো ছেলের খোঁজ করেছিলেন বাবা-মা। শেষে পৌঁছন সেই নার্সিংহোমে। তার পরে জীবনটাই পাল্টে যায় তাঁদের।
বিস্তারিত...
দামি হাসপাতালই কাল হল
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী
অস্ত্রোপচারের পরে বৃহস্পতিবারই প্রথম চোখ মেলেছিলেন। কথাও বলেছিলেন স্ত্রী’র সঙ্গে। দামি হাসপাতালে খরচের চাপ সামলাতে না পেরে বাড়ির কাছে কোনও হাসপাতালে তাঁকে ভর্তি করানোর কথা ভেবেছিলেন পরিবারের লোকেরা। কিন্তু শুক্রবারের ঘটনা সমস্ত কিছুই এলোমেলো করে দিয়েছে। নদিয়ার কল্যাণীর গ্রাম কাঁচরাপাড়া পঞ্চায়েতের বীরপাড়ার সরকার বাড়িতে এখন শুধুই শোকের আবহ। দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পেয়েছিলেন বীরপাড়ার কাশীনাথ সরকার (৪৮)। ছা-পোষা পরিবার। ধার-দেনা করে আমরিতে ভর্তি করিয়েছিলেন পরিবারের লোকেরা। অপারেশন হয়েছিল। জ্ঞানও ফেরে। চারতলার ৫৬ নম্বর শয্যায় আনা হয় বৃহস্পতিবারই। চোখ মেলে স্ত্রী’ শিপ্রাদেবীর সঙ্গে ইশারায় সামান্য কথাও হয়। এত বড় হাসপাতালের খরচখরচা নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন। ‘ও সব নিয়ে ভাবতে হবে না’ বলে তখন সান্ত্বনা দেন শিপ্রাদেবী। কিন্তু তার পর বাড়ির কাছাকাছি কোনও হাসপাতালে স্বামীকে নিয়ে আসা যায় কি না তা নিয়ে ভাবন-চিন্তা শুরু হয়। শুক্রবার সকালেও শিপ্রাদেবীরা বাড়ি থেকে বেরিয়েছিলেন কাশীনাথবাবুর সঙ্গে দেখা করার জন্য। সঙ্গে ছিলেন দেওর রবীন সরকার। পথেই ফোন পান রবীনবাবু, হাসপাতালে আগুন লেগেছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গিয়েছেন বহু রোগী। বুকটা তখন দুরু দুরু করে উঠেছিল।
বিস্তারিত...
ফেরার অপেক্ষায় থেকেই ছুটি চিরতরে
অভিজিৎ চক্রবর্তী • চন্দ্রকোনা
আনন্দ মণ্ডল • কোলাঘাট
‘ছুটি’ পেয়ে এক জনের আজ, শুক্রবারই ফেরার কথা ছিল বাড়িতে। আর এক জনের কাল, শনিবার। নভেম্বরের শেষে অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন কলকাতার ঢাকুরিয়ায় ‘আমরি’ হাসপাতালে। দু’জনেই সুস্থ হয়ে উঠেছিলেন। তাই হাসপাতাল থেকে ‘ছুটি’র দিনও ঠিক হয়ে গিয়েছিল। শুক্রবারের কাকভোর অভাবিত বিপর্যয় নিয়ে এল চন্দ্রকোনা ও কোলাঘাটের দু’টি পরিবারে। চিরতরেই ছুটি হয়ে গেল চন্দ্রকোনার পুষ্প দাসের। খোঁজ মিলছে না কোলাঘাটের পঞ্চানন মাইতির। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জাড়া গ্রামের বছর ষাটের পুষ্পদেবী গলব্লাডারের স্টোন-জনিত সমস্যায় অস্ত্রোপচারের জন্য ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ২৮ নভেম্বর। ৩০ তারিখ ‘সফল’ অস্ত্রোপচারও হয়। আর পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী, বিদ্যুৎকেন্দ্রের পাশের মেসেড়া গ্রামের বছর আটান্নর পঞ্চাননবাবু মূত্রনালির সংক্রমণের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন ২৯ তারিখে। পাশাপাশি দুই জেলার এই দুই বৃদ্ধা-বৃদ্ধ ভর্তিও ছিলেন বেসরকারি ওই হাসপাতালের প্রায় পাশাপাশি দু’টি ঘরে, চার তলার ২৩১৯ ও ২৩১৪ নম্বরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ভিজিটিং আওয়ার’-এ বাড়ির লোক যথারীতি দেখা করেছিলেন। দু’জনেই বাড়ি ফেরার জন্য মুখিয়ে ছিলেন। ফিরে কী, কী করবেন সে নিয়েও কথা বলেছিলেন ছেলে, ছেলের বৌয়ের সঙ্গে।
বিস্তারিত...
এই সংক্রান্ত আরও খবর
• শোকস্তব্ধ আবাসন
• ছুটি পেয়ে বর্ধমানে ফেরার কথা ছিল এ দিনই
• মৃত্যুমিছিলে স্ত্রীকে খুঁজলেন স্বামী
• বাইরে ধোঁয়া দেখেই দৌড়েছিলেন প্রশান্ত
• দেড় মাস চিকিৎসার পরে হঠাৎ কাড়ল মৃত্যু
• ধর্মেশ্বর ছুটতেন অন্যের দরকারে, মনে পড়ছে বন্ধুর
• সুস্থ হয়ে আমড়াই গ্রামে আর ফেরা হল না রহমতুল্লার
• নিয়ামতপুরে বাপের বাড়িতে খবর দিলেন স্বামী
• দরজা খুলতেই ঝাঁঝালো ধোঁয়া যেন গিলে ফেলল
• উদ্ধারকারীকে দেখতে পেলেন না অনিমাদেবী
• মেয়ের বিয়ে, ফিরতে চেয়েছিলেন হিরন্ময়বাবু
• হাসপাতাল দুর্গ না হয়, বলছেন রুমা
• টিভিতে জানা গেল খারাপ খবরটা
• ভাল লাগছে না, বলেছিলেন তপন
• মাকে স্রেফ মেরে ফেলা হল, ক্ষোভ জানালেন মৃতার ছেলে
পাহাড়কে কেন্দ্রশাসিত করার দাবি কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) নিয়ে আপত্তি নেই দার্জিলিং জেলা কংগ্রেস (পাহাড়) কমিটির। কিন্তু, জিটিএ-র আওতায় ঠিকঠাকভাবে কাজ না হলে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের জন্য দার্জিলিংকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করতে হবে বলে দাবি তুললেন পাহাড়ের কংগ্রেস নেতারা। শুক্রবার দুপুরে শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনের দলের তরফে এমন দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী থেকে শুরু স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে জানানো হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার জিটিএ চুক্তির আগে থেকেই পাহাড়ের কংগ্রেস নেতারা এই দাবি করছেন। তবে এবার তাঁরা একটি নতুন বিষয় সংযোজন করেছেন। পাহাড়ের কংগ্রেস নেতাদের বক্তব্য, “জিটিএ এলাকা নির্ণয়ের জন্য বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি হয়েছে। তরাই এবং ডুয়ার্সের এলাকা কতটা জিটিএ-র মধ্যে যাবে তা ঠিক হয়ে গেলেই, সেই এলাকা নিয়েই কেন্দ্র শাসিত এলাকা নির্ধারণ করা যেতে পারে।” জেলা কংগ্রেস (পাহাড়) সভাপতি তথা প্রাক্তন সাংসদ কৃষ্ণ বাহাদুর ছেত্রী বলেন, “আমরা জিটিএ চুক্তির বিরোধিতা করছি না। বিমল গুরুঙ্গদের আমরা কিছুদিন সময় দিতে চাই। জিটিএ আর পার্বত্য পরিষদ একই রকম। কিন্তু পাহাড়ের উন্নয়ন থমকে রয়েছে। কাগজে কলমে শান্তি এলে কাজ কিছুই হচ্ছে না।
বিস্তারিত...
ফের গুলির লড়াই মাওবাদী-যৌথ বাহিনীর
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে জঙ্গলমহলে ফের গুলির লড়াইয়ে জড়াল যৌথ বাহিনী। শুক্রবার ভোরে মাওবাদী-যৌথ বাহিনীর মধ্যে দফায় দফায় ‘গুলির লড়াই’ হয় ঝাড়গ্রামের মানিকপাড়া অঞ্চলের বরবাড়ি-গোবিন্দপুর জঙ্গলে। দু’পক্ষে কোনও হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি। তবে বাহিনীর অনুমান, মাওবাদী-দলের একাধিক সদস্য গুলিতে জখম হয়েছেন। জখমদের নিয়েই মাওবাদীদের দলটি বাঁশতলার জঙ্গলের গভীরে আত্মগোপন করেছে। সেই কারণে গুলির লড়াইয়ের পরে দিনভরই গোটা জঙ্গল-এলাকা ঘিরে চিরুনি-তল্লাশি চালায় যৌথ বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন অন্ধকার থাকতেই তল্লাশিতে গিয়েছিল বাহিনী। পুলিশের কাছে খবর ছিল, গড়-শালবনির জঙ্গল লাগোয়া কামারবাঁধি গ্রামে মাওবাদীদের একটি সশস্ত্র দল রয়েছে। দলে মাওবাদী নেতা সাহেবরাম মুর্মু ওরফে জয়ন্ত, কাজল মাহাতো, আকাশরা ছিলেন বলে পুলিশের দাবি। কামারবাঁধি গ্রামটি যৌথ বাহিনী ঘিরে ফেলতেই মাওবাদীদের দলটি জঙ্গলপথে বরবাড়ি জঙ্গলের দিকে পালায়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বেহাল পথে বিকল বাস,
আন্দোলনের হুমকি
আইএমএ’র ভোটে
জালিয়াতি, নালিশ
দক্ষিণবঙ্গ
সময়সূচি না মেনেই
উচ্চ মাধ্যমিকের
প্র্যাক্টিক্যাল পরীক্ষা
জমে উঠেছে দামোদর মেলা
বর্ধমান
কাটোয়ায় কর্মী নিয়োগ করে
মাঠে নেমেছে এনটিপিসি
পঞ্চায়েতে সমর্থন
প্রত্যাহার বিজেপি-র
পুরুলিয়া
পরীক্ষা দেওয়া
হল না মামনির
মুরারইয়ের কলেজে
ভাঙচুর, অভিযুক্ত
তৃণমূল ছাত্রপরিষদ
মুর্শিদাবাদ
বহিরাগতদের রোখার
সিদ্ধান্ত নিল প্রশাসন
মেদিনীপুর
ঘিঞ্জি এলাকায় বাড়ছে
বহুতল, অগ্নিকাণ্ডে চিন্তা
প্রধান শিক্ষকের বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগ দাঁতনে
কলকাতা
২৯.৪/১৭.৬
আজকের দিনে
•
বিশ্ব মানবাধিকার দিবস।
• ১৮৭৮:
স্বাধীন ভারতের প্রথম
গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা
গোপালাচারির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.