বেহাল পথে বিকল বাস, আন্দোলনের হুমকি
ত প্রায় তিনমাস ধরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার ৩৪ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে পড়েছে। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ শুরু করলেও নিম্নমানের কাজ ও ঢিলেমির অভিযোগ তুলে সরব হয়েছে জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকেরা। তাঁদের অভিযোগ, স্থায়ীভাবে রাস্তা মেরামত না হওয়ায় প্রতিদিন জাতীয় সড়কে দুর্ঘটনা ও যানজট লেগে রয়েছে। বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন বিভিন্ন রুটের যাত্রীবাহী বাস ও ট্রেকার বিকল হয়ে পড়ায় পরিবহণ মালিকেরা ক্ষতির মুখে পড়ছেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে স্থায়ীভাবে রাস্তা মেরামতের কাজ শেষ করা না হলে বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকদের তরফে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি বাস মালিকদের তরফে জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক প্রসন্নকুমার মন্ডল বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষ জেলা প্রশাসনের অনুরোধে জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু করেছে। তবে ওই রাস্তার দু’পাশে সম্প্রসারণ করে ফোর লেন রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় অস্থায়ী ভাবে রাস্তা মেরামত করা ছাড়া জাতীয় সড়ক কর্তৃপক্ষের কিছু করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে রাস্তা মেরামতের কাজ যাতে নিম্নমানের না হয় ও দ্রুত যাতে কাজ শেষ হয় সেদিকে নজর রাখা হয়েছে।” গত অগষ্ট মাস থেকে রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়ক বেহাল হয়ে পড়েছে। সবথেকে খারাপ অবস্থা করণদিঘি ব্লক এলাকায়। জাতীয় সড়কে এক থেকে পাঁচ হাত পর বড়মাপের অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোনও কোনও এলাকায় কয়েকশো মিটার এলাকা জুড়ে পিচের চাদর উঠে গিয়ে ইট বার হয়ে পড়েছে। রায়গঞ্জ থেকে বাসে চড়ে শিলিগুড়ি যেতে যেখানে ৫ ঘন্টার পরিবর্তে ৮-৯ ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। রোগীদের অ্যাম্বুল্যান্সে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে গিয়ে বিপাকে পড়ছেন পরিবারের লোকজনেরা। উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, “রাস্তা মেরামতের দাবিতে কয়েক মাস ধরে চলা আন্দোলনের জেরে প্রশাসনিক উদ্যোগে কাজ শুরু হলেও এখনও সর্বত্র কাজ শুরু হয়নি। অত্যন্ত ধীরগতিতে ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। একাধিক এলাকায় রাস্তা ভেঙে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য বাস, ট্রেকার, ট্রাক-সহ বহু গাড়ি বিকল হয়ে পড়ছে। ডিসেম্বর মাসের মধ্যে স্থায়ীভাবে রাস্তা মেরামতের কাজ শেষ না হলে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে প্রশাসনকে জানিয়ে দিয়েছি।” সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুবীর বিশ্বাস বলেন, “অবিলম্বে রাস্তা মেরামতের কাজ শেষ করা না হলে আমরা আর চুপ করে বসে থাকব না।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “গত কয়েক মাস ধরে আমরা বার বার প্রশাসনকে স্থায়ী ভাবে রাস্তা মেরামতের দাবি জানালেও লাভ হয়নি! প্রশাসনের কর্তাদের ঠান্ডাঘরে বসে না থেকে সরকারি গাড়িতে চড়ে একবার বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করার আর্জি জানাব। ডিসেম্বর মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে নিত্যযাত্রীদের নিয়ে প্রশাসনিক কাজকর্ম অচল করে দেওয়া হবে।” জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম ঘোষ বলেন, “দলের তরফে আমরা মুখ্যমন্ত্রীর কাছে স্থায়ীভাবে জাতীয় সড়ক মেরামতের দাবি জানিয়েছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.